বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের ফেঁকো এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মোটরবাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছ, নিহতের নাম স্বপন দাশমুন্সি (৩০)। তাঁর বাড়ি গোপীবল্লভপুরে। পেশায় মাছ ব্যবসায়ী স্বপনবাবু নিত্যদিনের মতো এ দিন সকালে ব্যবসার প্রয়োজনে মাছ আনার জন্য গোপীবল্লভপুর থেকে নিজের মোটরবাইক চালিয়ে ঝাড়গ্রামের নেতুরার দিকে যাচ্ছিলেন। সকাল পৌনে সাতটা নাগাদ ফেঁকোর কাছে দ্রুত গতিতে আসা একটি লরি তাঁকে ধাক্কা মারে। লরির ধাক্কায় বাইক সমেত ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বপনবাবু। লরিটিকে পুলিশ আটক করেছে। চালক ও খালাসি পলাতক।
|
দীর্ঘ দিন পরে ফের ল্যান্ডমাইন উদ্ধার হল জঙ্গলমহলে। বৃহস্পতিবার সকালে বেলপাহাড়ির শিমুলপাল অঞ্চলের খট্টাধরায় সিআরপি ক্যাম্পের কিলোমিটার দেড়েক দূরে রাস্তার ধারে তার বেরিয়ে থাকার খবর পায় পুলিশ। মাইন ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে মোরাম-মাটির তলায় দু-দু’টি মাইন থাকার বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। দুপুর ১টা নাগাদ মেদিনীপুর থেকে বম্ব স্কোয়াড এসে পোঁতা অবস্থাতেই ল্যান্ডমাইন দু’টিকে নিষ্ক্রিয় করে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠির বক্তব্য, “নিষ্ক্রিয় করার সময়ে মাইন দু’টি সশব্দে ফাটেনি। সম্ভবত, বেশ কিছু দিন আগে পোঁতা হয়েছিল।” সিআরপি ক্যাম্পের টহলদারি এলাকায় মাইন পাওয়ার ঘটনায় উদ্বিগ্ন পুলিশ মহলের একাংশ। তাদের বক্তব্য, জঙ্গলমহলে নির্বাচন হয়ে গিয়েছে ১০ মে। তার পর থেকে যৌথ বাহিনীর তল্লাশি-অভিযান বন্ধ। সেই সুযোগে মাওবাদী ও তাদের সহযোগীরা ফের প্রভাব বাড়াতে সক্রিয় হচ্ছে বলে গোয়েন্দা সূত্রেও জানা যাচ্ছে।
|
রবীন্দ্র পুরস্কার পেলেন খড়্গপুরের চিত্রশিল্পী ধীমান পাল। ১৮ জুন কলকাতার অবনীন্দ্র সভাগৃহে এক অনুষ্ঠানে রবীন্দ্র চারুকলা পরিষদের পক্ষ থেকে শিল্পীর হাতে মানপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী যোগেন চৌধুরী, সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা, চারুকলা পরিষদের অধিকর্তা মলয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। খড়্গপুর শহরের ইন্দা নিবাসী ধীমানবাবু বলেন, “এই পুরস্কার সৃষ্টিশীল কাজে আমাকে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।”
|
সম্প্রতি খড়্গপুর গ্রামীণ থানার তালবাগিচায় যুব-ঐক্যের উদ্যোগে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা জানানো হল। উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের ২০ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানোর পাশাপাশি দু’শো জন দুঃস্থকে বস্ত্র বিতরণ করা হয়। |