যুবভারতী ক্রীড়াঙ্গনের বিভিন্ন অংশ ‘অবৈধভাবে দখল’ করে থাকা ব্যবসায়িক সংস্থাগুলিকে এক মাসের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র জানান, ওই বেআইনি দখলদারির জন্য বছরে ১৫-২০ কোটি টাকা ক্ষতি হচ্ছে সরকারের। কত রকম বেআইনি কাজকর্ম হয় যুবভারতীতে? মন্ত্রীর কাছে জানা গেছে, তন্তুশ্রীর গুদামঘর বন্ধ হতে সেখানে অফিস খোলে একটি বেসরকারি পরিবহণ সংস্থা। পাশাপাশি, একটি সংবাদপত্র অফিসের গুদামঘর রয়েছে সেখানে। যুবভারতী চত্বরের একটি হোটেল কর্তৃপক্ষ সরকারি অনুমতি না-নিয়েই জল তোলার পাম্প বসানোর চেষ্টা করেছিল। ট্যাক্সির মিটার পরীক্ষা করার জন্য সেখানে একটি ‘চেকিং-সেন্টার’ খোলা হয়। গাড়ি প্রতি পরীক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি বেসরকারি সংস্থার কাছ থেকে ২৩ টাকা পেত ক্রীড়া দফতর। মন্ত্রীর অভিযোগ, ওই সংস্থার কাছে বর্তমানে প্রায় ১৮ লক্ষ টাকা বকেয়া রয়েছে সরকারের।
|
বৃষ্টির চোখরাঙানিতে চলতি ক্রিকেট মরসুম বাড়িয়ে ফেলছে সিএবি। এ বছর লাগাতার বৃষ্টির জেরে পি সেন ট্রফি চালু হয়ে বন্ধ হয়ে গিয়েছে। নক আউট ফাইনালও ভেস্তে গিয়েছে বৃষ্টির দাপটে। লিগের ম্যাচ পিছোতে হচ্ছে রোজ। এমনিতে সিএবি-র ক্রিকেট মরসুম শেষ হয় ৩০ জুন। কিন্তু কর্তারা বুঝতে পারছেন, এমন বৃষ্টি চললে নির্দিষ্ট সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব নয়। তাই সমস্ত টুর্নামেন্ট শেষ করার জন্য অন্তত পনেরো দিন সময়সীমা বাড়াতে চলেছে সিএবি। সাম্প্রতিক অতীতে যা হয়নি। আগামী সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠক। সংস্থার যুগ্ম সচিব বিশ্বরূপ দে বললেন, “এই ব্যাপারটার জন্যই ওয়ার্কিং কমিটি ডাকা হয়েছে।”
|
ইস্টবেঙ্গলের ছোটরা অনূর্ধ্ব ১৯ লিগে চার্চিল ব্রাদার্সকে উত্তেজক ম্যাচে ৪-৩ গোলে হারাল। শুরুতেই পিছিয়েও ৩-১ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। চার্চিল তার পরে ৩-৩ করে ফেলে। শেষ দিকে জয় পায় ইস্টবেঙ্গল। গোল করল নবীন হেলা, পঙ্কজ মৌলা, অবিনাশ রুইদাস ও তন্ময় মণ্ডল।
ইস্টবেঙ্গল ও জেসিটি ম্যাচেই নিষ্পত্তি হবে, কারা চ্যাম্পিয়ন। গোল পার্থক্যে এগিয়ে জেসিটি। ইস্টবেঙ্গলকে তাই জিততেই হবে। লাল হলুদ ছোটদের কোচ তরুণ দে রেফারিং ও নিজেদের রক্ষণ নিয়ে অখুশি। বললেন “বর্ষার মধ্যে বুট পরে খেলতে সমস্যা হচ্ছিল ছেলেদের। রেফারি কোথা থেকে আনা হচ্ছে, কে জানে? অত্যন্ত বাজে রেফারিং। তার পরে পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলায় প্লেয়াররা আহত হয়ে পড়ছে।” এ দিকে সন্তোষ ট্রফি জয়্র নায়ক ব্রাঙ্কো কার্ডোজোকে সই করাল ইস্টবেঙ্গল।
|
বিশ্বকাপ জয়ের জন্য ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদ দেওয়ার প্রস্তাব পেশ করল ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ডের মূখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি লিখে জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের জন্য ধোনিকে সাম্মানিক লেফটেন্যান্ট পদ দেওয়া হোক। গত বছরই ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনের সাম্মানিক পদ দেওয়া হয়েছে সচিন তেন্ডুলকরকে। কপিল দেবকেও সাম্মানিক পদ দিয়ে সম্মান জানিয়েছিল দেশের সামরিক বাহিনী। |