সানিয়া মির্জা-এলিনা ভেসনিনা জুটি চলে গেলেন দ্বিতীয় রাউন্ডে। প্রথম সেটে দাঁড়াতেই দেননি আনা চাকভেতাদজে-মেলানি ওউদিন জুটিকে। শেষ পর্যন্ত সানিয়ারা জিতলেন ৬-০, ৭-৬।
অন্য দিকে টেনিসমহল যে জুটিকে ইন্দো-পাক এক্সপ্রেস নামে ডাকে, টুর্নামেন্টে যাঁরা চতুর্থ বাছাই, সেই রোহন বোপান্না-আইসাম কুরেশি কি না হেরে গেলেন এক অবাছাই জুটির কাছে! কলম্বিয়ার জুটি হুয়ান সেবাস্তিয়ান কাবাল এবং রবার্ট ফারাহ-র কাছে ৬-২, ২-৬, ১৯-২১ হেরে গেলেন বোপান্নারা। অথচ শুরুটা মন্দ হয়নি ভারত-পাক জুটির। প্রথম সেট অনায়াসে জিতে নিলেও গণ্ডগোল বাঁধে দ্বিতীয় সেট থেকে। এবং দুর্ধর্ষ লড়ে তৃতীয় সেটও জিতে হুয়ান-রবার্ট জুটি চমকে দেয় ২০১০-এর যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালিস্টদের।
সমর্থকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন সেরেনা উইলিয়ামসও। চার বারের উইম্বলডন চ্যাম্পিয়ন রোমানিয়ার তরুণী সিমোনা হালেপের বিরুদ্ধে তো প্রথম সেটটা খুইয়েও বসেছিলেন সেরেনা। তবে শেষ পর্যন্ত ২৯ বছরের মার্কিন তারকা ৩-৬, ৬-২, ৬-১ জিতে তৃতীয় রাউন্ডের দরজা খুলে ফেলেন। তবে ফরাসি ওপেন জয়ী না লি বিদায় নিলেন দ্বিতীয় রাউন্ডেই। জার্মান সাবিন লিসিস্কির কাছে হারলেন ৬-৩, ৪-৬, ৬-৮।
“টুর্নামেন্ট যত এগোবে, তত আমার খেলা খুলবে বলেই মনে হয়,” ম্যাচ জেতার পর বলেছেন সেরেনা। জিতলেন ফ্রান্সেসকা শিয়াভোনেও। বারবোরা জালাভোবাকে হারালেন ৭-৫, ৬-৩। মেয়েদের প্রাক্তন এক নম্বর আনা ইভানোভিচ অবশ্য উড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। এলেনি দানিলিদৌউকে ৬-৩, ৬-০ ধ্বংস করে আনা ঢুকে পড়লেন শেষ ষোলোর অলিন্দে।
নোভাক ডকোভিচকেও বা থামানো যাচ্ছে কোথায়? দ্বিতীয় রাউন্ডেও তাঁর আগুনে ফর্ম যে ভাবে চলল! দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ওড়াতে সময় নিলেন দু’ঘণ্টা। ম্যাচ জিতলেন ৬-৩, ৬-৪, ৬-২। আর জিতেই দ্বিতীয় বাছাই সার্বিয়ান বলে দিলেন, “আমি সার্ভ ভাল মেরেছি। রিটার্ন ভাল হয়েছে। জেতার এটাই কারণ।” সঙ্গে যোগ করেছেন, “সব টেনিস প্লেয়ারই চায় নিজেকে আরও নিখুঁত করতে। সব সময় চায় সেরা টেনিসটা খেলতে।” চলতি উইম্বলডনে এত তাড়াতাড়ি অবশ্য খুশি হওয়ার কথা নয় ডকোভিচের। যদি তিনি ফাইনালে ওঠেন, কিংবা যদি এক নম্বর জায়গাটা হারান নাদাল, তা হলে র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটা সার্বিয়ানের নিশ্চিত।
তবে এদিনের সব থেকে চমকপ্রদ ম্যাচটি ছিল লেটন হিউয়িট এবং রবিন সডারলিংয়ের মধ্যে। প্রথম দু’সেট জিতেও শেষ পর্যন্ত হারেন হিউয়িট। সডারলিং জিতলেন ৬-৭, ৩-৬, ৭-৫, ৬-৪, ৬-৪। হুয়ান মাটির্ন দেল পোত্রো প্রথম সেট হেরেও অলিভিয়ার রোকাসকে হারালেন ৬-৭, ৬-১, ৬-০, ৬-৪। |