|
|
|
|
টুকরো খবর
|
মহিলার চিৎকারে চম্পট দিল বাঘ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বৃহস্পতিবার সকালে অন্যদিনের মতোই সকালে ছাগল চরাতে গিয়েছিলেন হিঙ্গলগঞ্জ ব্লকের সামসেরনগরের কালীতলা এলাকার বাসিন্দা গিরিবালা মাঝি। সামনেই কুড়েখালি নদী। নদীর ওপারে সুন্দরবনের আড়বেশে জঙ্গল। ছাগল চরতে দিয়ে নদীর ধারেই বসেছিলেন তিনি। হঠাৎই শব্দ শুনে লক্ষ করেন ওপারের জঙ্গল থেকে নদী সাঁতরে এ পারে আসছে বাঘ। ভয় না পেয়ে সঙ্গে সঙ্গেই তারস্বরে বাঘ বাঘ বলে চিৎকার শুরু করে দেন তিনি। চিৎকারে আশপাশের বাসিন্দারা জড়ো হয়ে যান নদীর পাড়ে। শুরু হয়ে যায় প্রবল চিৎকার এবং বাজি পটকা ফাটানো। ভয় পেয়ে ফের জঙ্গলের দিকেই মুখ ফিরিয়ে পালায় বাঘ। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। জঙ্গলের ধারে জালের ছেঁড়া অংশ মেরামত করেন তাঁরা। বাঘটি যাতে ফের হামলা না করতে পারে সে জন্য গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানান স্থানীয় কালীতলা পঞ্চায়েতের প্রধান দীপ্তি মণ্ডল। তিনি আরও জানান, বাঘের হানার ভয়ে রাত পাহারার ব্যবস্থা করা হয়েছে।
|
জঙ্গলে পুরুষ হাতির দেহ |
|
উজ্জ্বল দেবের তোলা ছবি। |
বুধবার দিপর বিল লাগোয়া জঙ্গলে মেলে একটি চার বছর বয়সী পুরুষ হাতির দেহ। দেহটিতে পচন ধরে গিয়েছিল। স্থানীয় সূত্রে খবর, সোমবার ১৬টি হাতি দল বেঁধে ওই এলাকায় এসেছিল। সম্ভবত দল থেকে বিচ্ছিন্ন হয়ে রেল লাইনের ধারে চলে গিয়েছিল দুর্ঘটনায় পড়া এই হাতিটি। স্থানীয় পশুপ্রেমী লক্ষ্মণ টেরন জানান, দুর্ঘটনাটি সোমবার রাতেই ঘটেছে বলে মনে হচ্ছে। রাজ্যের ক্ষুদ্রতম এই অভয়ারণ্যে ৯টি হাতি চলাচলের রাস্তা রয়েছে। তার বুক চিরেই রেল লাইন। হাতির মৃত্যু ঠেকাতে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার তরফে দু’জন নজরদার রাখা হয়েছে। তবে দু’জনের পক্ষে ২৪ ঘণ্টা লাইন পাহারা দেওয়া ও হাতি চলাচলের খবর পাঠানো যে কার্যত অসম্ভব তা ফের প্রমাণিত হল। সাম্প্রতিক কালে এই নিয়ে দিপর বিলের এই রেললাইনে ১৩ টি হাতির প্রাণ গেল। |
|
|
|
|
|