|
|
|
|
টুকরো খবর
|
প্রয়াত গায়ক মৃণাল চক্রবর্তী
নিজস্ব সংবাদদাতা |
প্রবীণ সঙ্গীতশিল্পী মৃণাল চক্রবর্তীর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৮০ বছর। অসুস্থ হয়ে পড়ায় কয়েক দিন আগে তাঁকে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। বুধবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার সকালে তাঁর শেষকৃত্য হয়। মৃণালবাবুর স্ত্রী এবং একমাত্র ছেলে রয়েছেন। আধুনিক বাংলা গানের জগতে মৃণাল চক্রবর্তী একটি বিশিষ্ট নাম। অর্ধশতকেরও বেশি দীর্ঘ সঙ্গীতজীবনে তিনি এমন অনেক গান গেয়েছেন, যা শ্রোতাদের স্মৃতিতে অমলিন হয়ে রয়েছে। তাঁর গাওয়া বেশ কিছু গান অনুজ শিল্পীদের কণ্ঠে ‘রিমেক’ হয়েও সমান ভাবে জনপ্রিয়তা পেয়েছে।
|
গুরুতর জখম দুই যুবক পথে উদ্ধার |
ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম দুই যুবককে উদ্ধার করল টহলদার পুলিশ। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকায়। পুলিশ জানায়, এক জনের নাম অরিত্রম মুখোপাধ্যায় (২৭) ও অন্য জন প্রীতম বসু (৩০)। অরিত্রমের বাড়ি গল্ফ ক্লাব রোডে। প্রীতমের বাড়ি কল্যাণীর গয়েশপুরে। কলকাতা পুলিশ সূত্রের খবর, টালিগঞ্জ সার্কুলার রোডের পাশে ইউ কে মণ্ডল লেনের একটি চায়ের দোকানের সামনে ওই দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের প্রথমে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করায় চারু মার্কেট থানার পুলিশ। তার পরে খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায়। পরে তাঁদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক। পুলিশের সন্দেহ, ওই দুই যুবককে খুন করার চেষ্টা হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বুধবার রাতে তাঁরা হরিদেবপুরে ছিলেন। দু’জনেরই আঘাত প্রায় একই রকম। ঘাড়ের শিরা কাটা এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন। আঘাতের ধরন দেখে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা তাঁদের এলোপাথাড়ি কুপিয়েছে। রিজেন্ট পার্ক থানার পুলিশের সন্দেহ, ওই দুই যুবককে অন্য কোথাও কুপিয়ে তার পরে রিজেন্ট পার্ক থানা এলাকায় ফেলে যাওয়া হয়। অন্য দিকে, বৃহস্পতিবারই বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটের একটি মুদির দোকান থেকে বাবলু কাগা (৫০) নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই দোকানের মালিক। দোকানের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়। |
|
|
|
|
|