আবু ধাবি এবং দুবাইয়ে প্রতিনিধিত্ব-মূলক অফিস খুলল অ্যাক্সিস ব্যাঙ্ক। আরব আমিশাহীতে ভারতের রাষ্ট্রদূত এম কে লোকেশ শাখাটির উদ্বোধন করেন। বর্তমানে দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টারে তাদের একটি অফিস রয়েছে।
ব্যাঙ্কের ট্রেজারি এবং ইন্টারন্যাশনাল ব্যবসা বিভাগের প্রেসিডেন্ট পি মুখোপাধ্যায় জানান, এই শাখার মাধ্যমে মূলত অনাবাসী ভারতীয়দের জন্য বিভিন্ন পণ্য ও পরিষেবা দেবেন তাঁরা। ভারত এবং আরব আমিরশাহীর মধ্যে ব্যক্তিগত ও বাণিজ্যিক লেনদেন বাড়ছে জানিয়ে তাঁর দাবি, এই তিন প্রতিনিধিত্ব-মূলক অফিসের মাধ্যমে গ্রাহকের কাছে সম্পূর্ণ পরিষেবা পৌঁছে দিতে চান তাঁরা। এগুলি ছাড়াও, সিঙ্গাপুর, সাংহাই এবং হংকং-এ ব্যাঙ্কের শাখা রয়েছে। ভবিষ্যতে বিশ্বের আরও বিভিন্ন দেশে ব্যবসা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও নিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক।
|
ফের ৯% ছাড়াল খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতির হার। গত ১১ জুন শেষ হওয়া সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৯.১৩ শতাংশে। ঠিক আগের সপ্তাহের ৮.৯৬ শতাংশের তুলনায় কিছুটা বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য সপ্তাহে মূলত ফল, দুধ, মাছ, মাংস, ডিম, শস্য, পেঁয়াজ ও আলুর মূল্য বৃদ্ধির জেরেই ঊর্ধ্বগামী হয়েছে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি। গত ১৫ মাসে রিজার্ভ ব্যাঙ্ক ১০ বার সুদের হার বাড়ানোর পরেও ১০ শতাংশের দিকে পা বাড়ানো খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “এই পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।” অবশ্য মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনীতির বৃদ্ধির নিয়ে আশঙ্কাকে অগ্রাহ্য করেই এ দিন উঠেছে শেয়ার বাজার। প্রায় ১৭৭ পয়েন্ট বেড়ে ১৭,৭২৭.৪৯ অঙ্কে থিতু হয়েছে সেনসেক্স।
|
সব কিছু ঠিকঠাক চললে রাজ্যে গ্যাস সরবরাহ করা নিয়ে বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে আগামী মাসে খসড়া চুক্তি চূড়ান্ত করবে গেইল। বৃহস্পতিবার রাজ্য শিল্পোন্নয়ন নিগমের দফতরে শিল্পমহলের সঙ্গে বৈঠক করেন গেইল-কর্তারা। সংশ্লিষ্ট সূত্রে খবর, কারা কত গ্যাস নেবে তা নিয়ে ৭ জুলাই সংস্থাগুলির সঙ্গে নিজেদের দফতরে বৈঠক করবে গেইল। সেখানেই ওই খসড়া চুক্তি চূড়ান্ত করতে চায় তারা।
তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করে রাজ্যে তা বিক্রি করবে গেইল। কিন্তু দাম নিয়ে জট কাটেনি। বিদ্যুৎ সংস্থাগুলি এই গ্যাসের মূল ক্রেতা হওয়ার কথা থাকলেও ‘চড়া দাম’-এর জন্য গেইল-কে পাকা কথা দেয়নি। এই পরিস্থিতিতে অন্য সংস্থাগুলির চাহিদা বুঝতে এ দিন বৈঠকে বসে গেইল। সংশ্লিষ্ট সূত্রে খবর, দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চলকে ন’টি এলাকায় ভাগ করা হয়েছে। গেইলের পাশাপাশি প্রতিটি শিল্পাঞ্চল থেকে একটি করে সংস্থা নিয়ে কোর কমিটি তৈরি হয়েছে। দু’এক দিনেই গ্যাস বিক্রি ও পরিবহণ সংক্রান্ত খসড়া চুক্তি পেশ করার কথা। তার পর কমিটি অন্য সংস্থার সঙ্গে তা নিয়ে আলোচনা করবে।
|
ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে আগামী কাল সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠী বেলা ১টা নাগাদ বৈঠকে বসবে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত। সেখানে লিটারে ডিজেলের দাম ২ থেকে ৩ টাকা এবং গ্যাস সিলিন্ডারের মূল্য ২৫ টাকা বাড়তে পারে। তবে এই বে-লাগাম মূল্যবৃদ্ধির জমানায় কেন্দ্র এই ঝুঁকি কতটা নেবে, তা নিয়ে সংশয় যথেষ্ট। যে কারণে, জ্বালানির আমদানি শুল্ক হ্রাসের পথেও হাঁটতে পারে তারা। |