পর্যটন নিয়ে মমতার চিন্তাকে গুরুত্ব কেন্দ্রের
র্যটন নিয়ে এক উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় বৈঠকে বিশেষ গুরুত্ব পেল পশ্চিমবঙ্গ। গত কালই যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে বৈঠকে রাজ্যের পর্যটন নিয়ে তাঁর ভাবনার কথা বিস্তারিত জানিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্টেক পর্যটন নিয়ে মমতার চিন্তাভাবনার ভূয়সী প্রশংসা করেন। অন্যান্য রাজ্যকেও পশ্চিমবঙ্গের মডেল অনুসরণ করতে উৎসাহ দেন তিনি।
আজকের বৈঠকে মনমোহন ও মন্টেক ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী সুবোধকান্ত সহায়, পর্যটন প্রতিমন্ত্রী সুলতান আহমেদ, কেন্দ্রীয় ব্যয়সচিব সুমিত বসু, যোজনা কমিশনের অন্যান্য সদস্য এবং পরিবহণ ও পরিকাঠামো দফতরের আধিকারিকরা। সেখানে পর্যটনের রাজ্যওয়াড়ি পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং কী ভাবে বিভিন্ন রাজ্যে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ানো যায়, সে বিষয়ে কথার্বাতা হয়। সেখানেই মমতার প্রস্তাব-পরিকল্পনা নিয়ে প্রশংসায় মুখর হন মন্টেক। পর্যটন মানচিত্রে পশ্চিমবঙ্গকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। কারণ সেখানে হিমালয়, সাগর, জঙ্গল, ম্যানগ্রোভ, ঐতিহ্যমণ্ডিত স্থান এবং ইতিহাসবিজড়িত নিদর্শন সবই একাধারে আছে। পশ্চিমবঙ্গে পর্যটন পরিকাঠামো উন্নয়ন, পরিবহণের বিকাশ, বিদেশি পর্যটক আকর্ষণ এবং তীথর্যাত্রীদের দেখভালের ব্যবস্থা যাতে আরও উন্নত হয়, সে ব্যাপারে নজর দেওয়ার কথা বলা হয়েছে। মন্টেক নিজে বলেছেন, ভারতের পর্যটন নিয়ে বিশ্বব্যাঙ্কের কাছ থেকে কিছু সহায়তা পাওয়া যেতে পারে। পশ্চিমবঙ্গ যাতে তার সুফল পায়, সেটা তিনি দেখবেন। গত ৩৪ বছরে কেন্দ্র বারবার বলা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বাম সরকার যে কোনও কার্যকরী পর্যটন-প্রকল্প জমা দিতে পারেনি, সে কথাও আজকের বৈঠকে আলোচনা হয়। বৈঠকের নির্যাস সুলতান আহমেদ নিজে ফোন করে মমতাকে জানিয়েছেন। কেন্দ্রের কাছে নিজের গুরুত্ব তুলে ধরতে পেরে মমতাও খুশি।
First Page Business Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.