তিন দিন আগে চুরি গিয়েছিল হিরের আংটি। শনিবার বিকেলে বাঁশদ্রোণীতে গাছের তলার মাটি খুঁড়ে মিলল সেই আংটি। এই ঘটনায় রীতা দত্ত নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, আংটিটি মীনাকুমারী গানেরিওয়াল নামে লেক রোডের এক বৃদ্ধার। ছ’মাস ধরে ওই বৃদ্ধার বাড়িতে পরিচারিকার কাজ করছিল রীতা। তার বাড়ি বাঁশদ্রোণীতে। জেরার মুখে রীতা জানায়, চানঘরে আংটিটি পড়ে থাকতে দেখে সে সেটি নিয়ে এসে তার বাড়ির পিছনে পেয়ারা গাছের তলায় পুঁতে রেখেছিল। তার পরিবারের অবস্থা ভাল নয়। তাই সে আংটি চুরি করেছে। মীনাদেবীর জামাই পবনকুমার জালান জানান, সোনার উপরে হিরে বসানো ওই আংটির বাজারদর প্রায় ১০ লক্ষ টাকা।
|
দগ্ধ বধূর মৃত্যু, অভিযুক্ত স্বামী |
অগ্নিদগ্ধ এক তরুণী গৃহবধূর মৃত্যু হয়েছে হাসপাতালে। পুলিশ জানায়, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ওই তরুণীর নাম অরুণা তিওয়ারি (২৭)। দিন চারেক আগে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার তিনি মারা যান। জামাই বিনোদ তিওয়ারি মেয়েকে পুড়িয়ে মেরেছে বলে থানায় অভিযোগ করেন অরুণাদেবীর বাবা।
|
যুবভারতী ক্রীড়াঙ্গনের কাজেও এ বার বিধাননগর পুরসভাকে যুক্ত করতে চাইছে রাজ্য সরকার। যুবভারতী ক্রীড়াঙ্গন এবং তার চত্বরে দু’টি বড় হোটেল, একটি মোটর ট্রেনিং স্কুল, একটি রেস্তোরাঁ আছে। ইতিমধ্যে সেই সব জায়গায় জল সরবরাহ ও আবর্জনা পরিষ্কারের কাজ করে বিধাননগর পুরসভা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র রবিবারে বিধাননগরে এক অনুষ্ঠানে বলেন, ‘‘সল্টলেক স্টেডিয়ামের কাজে বিধাননগর পুরসভাকে যুক্ত করা হবে।” অভিযোগ, দিন কয়েক আগে স্টেডিয়ামের ভিতরের একটি হোটেল পুর-অনুমতি ছাড়াই সাব-মার্সিবল পাম্প বসিয়ে মাটি থেকে জল তোলার চেষ্টা করেছিল। কিন্তু ক্রীড়ামন্ত্রী এবং পুরসভার ভাইস চেয়ারম্যান সব্যসাচী দত্ত তা আটকে দেন। পাশাপাশি, বিধাননগর পুরসভার স্পোর্টস কমপ্লেক্সে চলচ্চিত্র-শিল্পীদের সঙ্গে বিধাননগর একাদশ তৈরি করে ফুটবল খেলার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
|
হাসপাতালের তেতলা থেকে পড়ে মৃত রোগী |
মানিকতলা ইএসআই হাসপাতালের তেতলা থেকে পড়ে মৃত্যু হল এক রোগীর। রবিবার সন্ধ্যায়। হাসপাতাল সূত্রের খবর, দুলালচন্দ্র সাহা (৪৩) নামে উত্তর ২৪ পরগনার ওই রোগী শনিবার তলপেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। রবিবার বিকেলে ছেলে
এবং অন্য আত্মীয়েরা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তাঁর ছেলে সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ এক আত্মীয়কে বাসে তুলতে যান। তখনই তিনি জানলা থেকে নীচের রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান।
|
দীর্ঘ ১৫ দিন নিখোঁজ থাকার পরে পুলিশকর্মী স্বপন রায়ের দেহ উদ্ধার হল রবিবার রাতে। পুলিশি সূত্রের খবর, গত ৫ জুন থেকে নিখোঁজ ছিলেন স্বপনবাবু। আসানসোল যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পরে আর তাঁর খোঁজ মেলেনি। স্বপনবাবুর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পিন্টু মণ্ডল নামে এক জনকে গ্রেফতারও করেছিল পুলিশ। রবিবার রাতে স্বপনবাবুর ঠাকুরপুকুরের বাড়ির কাছেই একটি পুকুরে তাঁর বস্তাবন্দি দেহ পাওয়া যায় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মুরলীধর। কী ভাবে স্বপনবাবু খুন হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
|
মহানগরীর দুই প্রান্তে রবিবার রাতে দু’টি দুর্ঘটনায় দু’জন মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মানিকতলায় একটি বাস মোটরবাইকে ধাক্কা মারলে গিরিধারীলাল দত্ত (৫৮) নামে এক প্রৌঢ় মোটরসাইকেল চালক পড়ে যান। সিইএসসি-র একটি গাড়ি তাঁকে পিষে দেয়। টালা সেতুতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরবাইকের পিছনে বসা এক যুবক ছিটকে পড়ে মারা যান। |