গ্যাস সরবরাহ নিয়ে আগামী ২৩ জুন ফের রাজ্যের শিল্প -মহলের সঙ্গে বৈঠকে বসবেন গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া (গেইল)-র কর্তারা। গ্যাসের ন্যূনতম চাহিদা ও দাম চূড়ান্ত করতে সংস্থাগুলির সঙ্গে রাজ্য শিল্পোন্নয়ন নিগমে ওই বৈঠক হবে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। ক’দিন আগেই রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের সঙ্গে একপ্রস্ত আলোচনা সেরে গিয়েছেন গেইল-কর্তারা। গত বছর থেকেই শিল্পমহল ও রাজ্য সরকারের সঙ্গে গ্যাস সরবরাহের বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছে গেইল। সম্প্রতি সংস্থা-কর্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে রাজ্যে লগ্নির আশ্বাস দেন। কিন্তু সরকারি সূত্রের খবর, গেইল চায় দৈনিক গ্যাস সরবরাহের অন্তত ৫০% কারা কিনতে আগ্রহী, তা নির্দিষ্ট ভাবে জানানো হোক। এ ছাড়া, গেইল তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) যে চড়া দাম হাঁকছে, সংস্থাগুলি তা দিতে নারাজ। বিশেষত বিদ্যুৎ সংস্থাগুলির আশঙ্কা এতে বিদ্যুতের দাম বাড়বে। গ্যাস-পাইপলাইন বসানোর জন্য জমি ব্যবহারের অনুমতি নিয়েও অনিশ্চয়তায় রয়েছে গেইল।
|
প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে চলতি ২০১১-১২ বছরে ৪০ লক্ষ মিটার কিনছে বিদ্যুৎ সংবহন কোম্পানি। এর মধ্যে একাই ১২ লক্ষ ৬০ হাজার মিটার সরবরাহের বরাত পেয়েছে ‘এল অ্যান্ড টি’। এর অর্থ মূল্য ১১০ কোটি ৩১ লক্ষ টাকা। সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়, চলতি বছরেই সব মিটার সরবরাহ করবেন তাঁরা। মিটারগুলি তৈরি হবে সংস্থার মহীশূরের কারখানায়। সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরৎ ভার্গব বলেন, সারা দেশেই পুরনো বৈদ্যুতিক মিটার বদলে ইলেকট্রনিক মিটার বসাতে নির্দেশ দিয়েছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি। পশ্চিমবঙ্গ এগিয়ে আছে এই কাজে। তাঁর বিশ্বাস, আগামী বছর দশেক দেশ জুড়ে মিটার বদলের কর্মযজ্ঞ চলতে থাকবে। বাকি মিটারের বরাত পেয়েছে ‘এইচপিএল ইলেকট্রিক’ - ১২ লক্ষ ৮০ হাজার, কলকাতার সংস্থা ‘বেনটেক’ - সাড়ে আট লক্ষ এবং ‘ল্যান্ডিস গিয়ার’ - ৬ লক্ষ ১০ হাজার। ভার্গব জানান, বৈদ্যুতিন মিটারের সুবিধা হল এতে কারচুপি করে বিল কমানোর চেষ্টা করলে তা মিটারের মধ্যেই নথিভুক্ত হবে। তাই একে ‘স্মার্ট’ মিটারও বলা হয়।
|
সন্দীপ ঘোষ ভারতী এএক্সএ লাইফ ইনশিওরেন্সের সিইও হয়েছেন। পি সি পঙ্কজ নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের সিএমডি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সঞ্জীব চোধুরী স্ট্যান্ডার্ড চার্টার্ডের দক্ষিণ এশিয়ায় কনজিউমার ব্যাঙ্কিং বিভাগের আঞ্চলিক প্রধান ও গ্রুপ চিফ মার্কেটিং অফিসার হয়েছেন। |