বিশ্বভারতীর পড়ুয়াদের নিয়ে এ বার তৈরি হতে চলেছে স্বল্প দৈর্ঘ্যের ছবি। ‘অনার কিলিং’ নামে এই ছবিটির শ্যুটিংও শেষ। এই ইংরাজি ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন সঙ্গীতভবনের ও কলাভবনের প্রাক্তন-বর্তমান পড়ুয়ারা। নাট্যকার, গবেষক ও চলচ্চিত্র নির্মাতা সলিল সরকার নির্দেশিত ছবিটির শ্যুটিংও হয়েছে শান্তিনিকেতনে। বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অতিথি অধ্যাপক সলিলবাবু বলেন, “ছবির বিষয় সম্মানরক্ষার্থে হত্যা। বর্তমানে এই বিষয়টি আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে। সচেতনতা বৃদ্ধির জন্যই এই বিষয়টি বেছেছি।” তিনি আরও বলেন, “ছাত্রছাত্রীরা অনেকেই সম্ভাবনাময়। তাঁদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই এই উদ্যোগ।” এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্র-শিক্ষক সকলেই। সঙ্গীতভবনের অধ্যক্ষ ঈন্দ্রানী মুখোপাধ্যায় বলেন, “আমাদের বিভাগে এই ধরনের উদ্যোগ এই প্রথম। ছবির বিষয়ও অত্যন্ত ভাল। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাজ সচেতনতা গড়ে তোলার কাজে ছবিটি সহায়ক হবে।” |
বেতন ও স্থায়ী করণের দাবিতে রবিবার সকালে সিউড়িতে মিছিল করেন আশা প্রকল্পের কর্মীরা। চাঁদমারি মাঠ থেকে মিছিল বের হয়ে সিদহো-কানহু মঞ্চে গিয়ে মিছিল থামে। সেখানে তাঁরা সভা করেন। |
সরকারি ও বেসরকারি ১৪টি সংগঠন নিয়ে গঠিত সমন্বয় কমিটির তরফে রবিবার নলহাটিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হল বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়কে। সংবর্ধনার উদ্যোক্তা অরুণ গুপ্ত বলেন, “বিধায়কের কাছে এলাকার মানুষ বিভিন্ন দাবি পেশ করেছেন।” অভিজিতবাবুর বক্তব্য, “এলাকার মানুষের দাবি পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা চালাব।” |