গত দু-দিনের বৃষ্টি চাষের পক্ষে দারুণ সহায়ক হবে। এই সময়ে চাষিরা জমিতে ধান চাষের বীজতলা তৈরি করে থাকেন। বীজতলা তৈরির জন্য ব্যাপক জলের প্রয়োজন। ধানের বীজতলা তৈরির জন্য এই বৃষ্টি ভীষণ কাজে লাগবে। সেই সঙ্গে এই বৃষ্টি পাট গাছের কাজেও লাগবে। এই সময়ে বিঘার পর বিঘা জমিতে পাট রয়েছে। মুর্শিদাবাদের কৃষি আধিকারিক শ্যামল মজুমদার বলেন, “ধান ও পাট আমাদের জেলার প্রধান শস্য। ধানের বীজতলা তৈরির ক্ষেত্রে এই বৃষ্টি যেমন দারুণ ভাবে সহায়ক হবে, তেমনি পাটে চাষে জলের অভাব দূর করবে এই বৃষ্টি। বৃষ্টির অভাবে বেশ কিছু জমির পাটে পোকা দেখা দেওয়ার পাশাপাশি মাটিতে রসের অভাবের কারণে পাট ঝিমিয়ে যাচ্ছিল। ফলে পাট চাষের ক্ষেত্রে বৃষ্টির খুব প্রয়োজন ছিল।” তিনি বলেন, “এই সময়ে জমিতে সব্জি হিসেবে পটল, বেগুন, উচ্ছে-সহ বিভিন্ন শাক রয়েছে। সারা বছর বৃষ্টি না হওয়ায় মাটি শুকনো হয়ে গিয়েছিল। বিভিন্ন শাক-সব্জি ফলনের ক্ষেত্রেও এই বৃষ্টি চাষিদের উপকার করবে।” বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আফতাব জামানও বলেন, “এখন পর্যন্ত যা বৃষ্টি হয়েছে, তাতে চাষিদের আশঙ্কিত হওয়ার কিছু নেই। এই বৃষ্টি কৃষির পক্ষে দারুণ ভাবে সহায়ক হবে।” পূর্বস্থলীর সহ-কৃষি অধিকর্তা পার্থ ঘোষ অবশ্য বলেন, “এই বৃষ্টি শুরুর আগে যে সমস্ত চাষি জমি থেকে তিল কেটে ফেলেছেন, তাঁরা কিছুটা হলেও সমস্যায় পড়বেন। কেননা, বৃষ্টিতে তিল পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।” তাঁর কথায়, “এই বৃষ্টি আমন চাষের পক্ষে উপকারী। তবে পাট গাছের গোড়ায় যদি জল না দাঁড়ায়, তাহলে কোনও সমস্যা নেই। বরং পাট পচানোর ক্ষেত্রে চাষিদের আর সমস্যায় পড়তে হবে না।”
|
গত দু’মাসে জঙ্গিপুরের গিরিয়া ও সেকেন্দ্রা থেকে তাঁদের প্রায় ১ হাজার কর্মী সমর্থক গ্রাম ছাড়া বলে দাবি করেছে সিপিএম। ওই এলাকার জেলা পরিষদ সদস্য ও সিপিএমের জেলা কমিটির সদ্য সোমনাথ সিংহরায় বলেন, “বিধানসভা নির্বাচনের পর থেকে আমাদের দলীয় সমর্থকরা তাঁদের বাড়ি ঢুকতে পারছেন না। এ পর্যন্ত অন্তত ২০টি বাড়ি লুঠ হয়েছে। রঘুনাথগঞ্জ থানায় ১২টিরও বেশি অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ অভিযুক্ত কংগ্রেস সমর্থকদের গ্রেফতার করছে না। নিজেদের বাগানের আম লিচুও তুলতে পারেননি আমাদের কর্মীরা।” তিনি বলেন, “বৃহস্পতিবার বিকেলেও লুঠপাট করা হয়েছে চার দলীয় কর্মীর বাড়িতে। ওই দুই গ্রামে পুলিশ ক্যাম্প রয়েছে, তবু এই ঘটনা ঘটছে। শুধু তাই নয়, থানাতে অভিযোগ করতে গেলে ৬ ঘণ্টা বসিয়ে রেখেও অভিযোগ নেওয়া হয়নি।” ওই এলাকারই বাসিন্দা কংগ্রেসের ব্লক সম্পাদক প্রকাশ সাহা বলেন, “জনা ২০ সমাজবিরোধী এতদিন ধরে গ্রামে জোরজুলুম করত, তারাই জনপ্রতিরোধে গ্রামে ঢুকতে পারছে না।” কংগ্রেস কর্মীদের কথায়, ওই ঘরছাড়ারা গ্রামে ফিরলে ফের অশান্তি শুরু হতে পারে। প্রকাশবাবুর কথায়, “আমরা শান্তি চাই। সিপিএম যদি কথা দেয় যে, তারা ফিরলেও কোনও অশান্তি হবে না, তা হলে তারা ফিরতে পারে।” জেলার অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার বলেন, “কেউ কোথাও ঘরছাড়া হয়েছেন বলে আমরা জানি না। তবে সর্বত্রই আমাদের নজর রয়েছে। খোঁজ নিয়ে দেখছি কী হয়েছে।”
|
প্রতারণার দায়ে বৃহস্পতিবার নবদ্বীপের রামগোবিন্দ রোডের একটি চিটফান্ডের অফিস থেকে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। জেলা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত আট মাস ধরে বাবা এবং ছেলে মিলে ওই চিটফান্ড শুরু করেছিল নবদ্বীপে। ইতিমধ্যেই তাদের ফাঁদে পা দিয়েছেন অন্তত ৬৩০ জন। অভিযোগ গ্রাহকদের কাছ থেকে প্রায় সাত লক্ষ টাকা আত্মসাৎ করেছে বাপ-ছেলে। পুলিশ জানায় ধৃত জীবন ওরফে রাজ ভৌমিক এবং তার বাবা কৃষ্ণপদ আদতে হুগলির শ্রীরামপুরের বাসিন্দা। প্রথমে ১০০ টাকা করে নিলেও ৬ মাস পরে ১২ হাজার টাকা ফিরিয়ে দেওয়ার প্রাথমিক প্রতিশ্রুতি দিয়েছিল তারা। কিন্তু সে টাকা নিতে গিয়েই সমস্যা শুরু হয়। অভিযোগ, সেই সময়ে যে চেক তারা লিখে দিয়েছিল তা ব্যাঙ্কে বাউন্স করতে শুরু করলে থানায় অভিযোগ দায়ের করেন একাধিক গ্রাহক। বৃহস্পতিবার পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে।
|
রেশনে চাল-গম-চিনি খোলা বাজারে বিক্রি করার দায়ে দুই ডিলারকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃত মধুসূদন দে এবং সুরঞ্জন মল্লিকের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই অভিযোগ পাওয়া যাচ্ছিল। কৃষ্ণনগর (সদর) মহকুমাশাসক পূর্ণেনেদি মাজি বলেন, “ওই দুই ডিলারের কাছে যে পরিমাণ চাল-গম থাকার কথা তা মজুত ছিল না। অভিযোগ ছিল তা খোলা বাজারে বিক্রি করে দেওয়ার। তার জেরেই ওঁদের গ্রেফতার করা হয়েছে।” বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। অনীন্দ্রমোহন বিশ্বাস (৩২) নামে এক ব্যক্তি শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে পুলিশের অনুমান। বাড়ি থানারপাড়ার শিশায়।
|
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টা নাগাদ ভরতপুর থানার সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতের মুন্সিপুরে ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার নাম আলমিনা বিবি (২৬)। ওই দিন সকালে তাঁর বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। কেন তিনি আত্মহত্যা করলেন, তা পুলিশ খতিয়ে দেখছে।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। বৃহস্পতিবার রাতে খড়গ্রাম থানার জয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার ডাহাপাড়ায় ঘটনাটি ঘটেছে। তাঁর নাম পরেশ মণ্ডল (২৪)। |