টুকরো খবর

সোমবার থেকে চাল বিলি সদরে
খরা পরিস্থিতি দেখি দিয়েছিল গত বছর। এত দিনে সেই ত্রাণের চাল বরাদ্দ হয়েছে। অতঃপর শুরু হচ্ছে চাল বিলি। আগামী সোমবার থেকে মেদিনীপুর সদর ব্লকে চাল বিলির কাজ শুরু হবে। ধেড়ুয়ায় দু’দিন ও চাঁদরায় তিন দিন ধরে ক্যাম্প করে চাল বিলি চলবে। বৃষ্টি কম হওয়ায় গত বছর রাজ্যের ১১টি জেলায় খরা দেখা দেয়। খরা কবলিত হয়েছিল পশ্চিম মেদিনীপুরও। ১১টি জেলার গরিব মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করে সরকার। পশ্চিম মেদিনীপুরের জন্য বরাদ্দ হয়েছিল ৩৭ হাজার ২৪৫ মেট্রিক টন চাল। সপ্তাহ খানেক আগেই জেলা প্রশাসন বিডিওদের সঙ্গে ভিডিও সম্মেলন করে। তখনই জানিয়ে দেওয়া হয়, শীঘ্রই খরা ত্রাণের চাল জেলায় পৌঁছবে। তার জন্য গুদামের ব্যবস্থা ও চাল বন্টনের পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়। সেই মতো তৎপর হন বিডিও’রা। মূলত বিপিএল পরিবারের জন্যই চাল বরাদ্দ করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, পুর-এলাকা বাদে মেদিনীপুর সদর ব্লকের জন্য সব মিলিয়ে ৯ হাজার ১১৭ কুইন্টাল চাল বরাদ্দ হয়েছে। রাখা হয়েছে পঞ্চায়েত সমিতির গুদামে। এখানে বিপিএল তালিকাভুক্ত মানুষের সংখ্যা ৯৬,৭৯০। সিদ্ধান্ত হয়েছে, প্রাপ্তবয়স্কদের ৮ কেজি ও ১৮ বছরের কম বয়সীদের ৬ কেজি করে চাল দেওয়া হবে। ধেড়ুয়া হাইস্কুলে ২০ ও ২১ জুন এবং চাঁদরা হাইস্কুলে ২০ থেকে ২২ জুন পর্যন্ত ক্যাম্প করে চাল বিলি চলবে। পরে সদর ব্লকের অন্যত্র চাল বিলি করা হবে। মেদিনীপুর সদরের বিডিও অয়ন নাথ বলেন, “খরা ত্রাণের চাল এসেছে। সোমবার থেকেই তা বিতরণ করা শুরু হবে।”

ফের অস্ত্র উদ্ধার
বাগডুবিতে রামপ্রসাদ সাউয়ের ছবি।
তুমুল বৃষ্টিতেও অব্যাহত বেআইনি অস্ত্র উদ্ধার। শুক্রবার প্রবল বর্ষণের মধ্যেই পশ্চিম মেদিনীপুরের দু’টি জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। কোতয়ালির বাগডুবি গ্রামের সিপিএম নেতা অজিত গিরির বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে পাওয়া গিয়েছে ৭২ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম। তার মধ্যে রয়েছে একনলা বন্দুকের নল, টেনসার ব্লেড, হামন দিস্তা, হাতুড়ি, বন্দুকের যন্ত্রাংশ। স্থানীয় সিপিএম কর্মী গোপাল দাস, গোপীনাথ বেরা ও অরুণ বাগকে পুলিশ আটক করেছে। শালবনির ছাতনি গ্রামের পাশের মাঠ থেকে এ দিন দু’টি নাইন এম এম পিস্তল, দু’টি দেশি বন্দুক ও প্রায় ৮০ রাউন্ড গুলি মিলেছে। মাটিতে পোঁতা ছিল অস্ত্রগুলি। বৃষ্টিতে মাটি সরতেই সেগুলি বাসিন্দাদের চোখে পড়ে।

নয়াগ্রামে মিছিল
জঙ্গলমহল থেকে অবিলম্বে যৌথ বাহিনী প্রত্যাহার, মিথ্যা মামলা প্রত্যাহার ও জেলবন্দিদের নিঃশর্ত মুক্তি, শাল ও কেন্দু পাতার বান্ডিলের দরবৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের নয়াগ্রামে শুক্রবার মিছিল করল ‘অগ্রগামী কৃষক মজুর ঐক্য’। এ দিন বেলপাহাড়ির শিমুলপাল এলাকায় সভা করে বন্দি মুক্তি কমিটি।
Previous Story Medinipur Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.