এগারো ঘণ্টার সেই ম্যাচ এ বার প্রথম রাউন্ডেই
সোনালি ইতিহাসের স্মৃতিরোমন্থন প্রথম রাউন্ডেই! ২০১০ উইম্বলডনে জন ইসনার আর নিকোলাস মাহুত খেলেছিলেন টেনিস ইতিহাসের সর্বকালের দীর্ঘতম ম্যাচ। এগারো ঘণ্টার ম্যাচ চলেছিল তিন দিন ধরে। পঞ্চম সেটে ১৩৮ গেম খেলার পর জিতেছিলেন ইসনার। ২০১১ উইম্বলডনের ‘ড্র’ আজ হলে লটারিতে মার্কিন ইসনার আর ফরাসি মাহুত ফের মুখোমুখি প্রথম ম্যাচেই। “ম্যাচটা কি আগের বারের মতোই আঠারো নম্বর কোর্টে হবে?” ড্র-এর পরপরই টুইট করে জানতে চেয়েছেন অ্যান্ডি রডিক। টুইট-এ অ্যান্ডি মারের রসিকতা, “সেন্টার কোর্ট ছাড়া এই ম্যাচ আর কোথাও যেন না দেওয়া হয়!” দুই অবাছাইয়ের নিছক একটা প্রথম রাউন্ড ম্যাচ হঠাৎ-ই গুরুত্বপূর্ণ হয়ে গেছে।
আলোচনাই যেন নেই তিন মহাতারকা এ বার উইম্বলডন অভিযান কাদের বিরুদ্ধে শুরু করছেন তা নিয়ে। নাদালের প্রথম রাউন্ড অখ্যাত মার্কিন মাইকেল রাসেলের বিরুদ্ধে। ডকোভিচের প্রথম প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের জেরেমি চার্ডি তবু কিছুটা পরিচিত নাম। আর সাম্প্রাসের সর্বাধিক সাত বার উইম্বলডন জেতার রেকর্ড ছোঁয়ার দৌড়ে নামা ফেডেরারের প্রথম ম্যাচ তো অজ্ঞাতকুলশীল কাজাখ মাইকেল কুকুশকিনের বিপক্ষে! তবে ড্রয়ের দুই অর্ধে থাকায় ফাইনালে রাফা বনাম রজার ফের হতে পারে। পুরুষ সিঙ্গলসে একমাত্র ভারতীয় চ্যালেঞ্জ সোমদেব দেববর্মন প্রথম রাউন্ডে জার্মানির ডেনিস গ্রেমেলমেয়ারকে হারাতে পারলে দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি রাশিয়ার এক নম্বর টেনিস তারকা, ১৮তম বাছাই মিখায়েল ইউজনির। তবে ইউজনিকে হারালে শেষ ৩২-এ সোমদেব পড়তে পারেন ইসনার বা মাহুতের কারও সামনে। মেয়েদের সিঙ্গলসে সানিয়া মির্জা ফ্রান্সের ভার্জিনিয়া রেজানোকে প্রথম রাউন্ডে হারালে দ্বিতীয় ম্যাচেই কিন্তু পড়বেন একেবারে শীর্ষ বাছাই ওজনিয়াকির সামনে। ফরাসি ওপেন চ্যাম্পিয়ন লি না-র কোয়ার্টার ফাইনালেই দেখা হওয়ার সম্ভাবনা ঘাসের কোর্টে ভয়ঙ্কর শারাপোভার সঙ্গে। যাঁকে এ বার উইম্বলডনে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে। ক্লিস্টার্স চোটের জন্য সরে দাঁড়ানোয় এক বছর পর চোট থেকে সেরে উঠে কোর্টে ফিরেই সপ্তম বাছাই হয়ে যাওয়া সেরেনা উইলিয়ামস তাঁর অভিযান শুরু করবেন ফ্রান্সের আরাভানে রেজাইয়ের বিরুদ্ধে। ডাবলসে কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে চতুর্থ বাছাই ইন্দো-পাক জুটি বোপান্না-কুরেশি এবং অবাছাই ইন্দো-জাপানি জুটি সোমদেব-নিশিকোরির। অন্য অর্ধে তৃতীয় বাছাই লি-হেশের প্রথম রাউন্ড ক্রোট প্রতিপক্ষ ডডিগ-জভকোর বিরুদ্ধে। মেয়েদের ডাবলসে চতুর্থ বাছাই সানিয়া-ভেসনিনা শুরু করছেন রুশ-মার্কিন জুটি চাকভেতাজে-অডিনের বিপক্ষে।
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.