দ্রাবিড়দের ভয় ধরাবে আমাদের পেসাররা: ব্রাভো
-৩ থেকে সাবাইনা পার্কে এক দিনের সিরিজ ২-৩ করেই ওয়েস্ট ইন্ডিজ শিবির হুঙ্কার দিল, টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে উঠবে ক্যারিবিয়ান পেসাররা। সোমবার জামাইকারই অনেক বেশি বাউন্স আর গতির পিচে প্রথম টেস্ট শুরু হচ্ছে। দ্রাবিড়, লক্ষ্মণ এবং অবশ্যই বিশ্বজয়ী অধিনায়ক ধোনি টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটিং লাইন আপে যোগ দিলেও ড্যারেন ব্রাভো সটান বলে দিচ্ছেন, “কেমার রোচ তো থাকছেই। রবি রামপল সত্যিকারের জোরে বল করতে পারে। এর পর যদি ফিডেলও (এডওয়ার্ডস) টিমে ফিরে আসে, তা হলে টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের কাছে আমাদের পেস বোলিং কিন্তু ভয়ের কারণ হয়ে উঠতেই পারে।” ত্রিনিদাদের এই তরুণ ব্যাটসম্যানকে বর্তমান প্রজন্মের ব্রায়ান লারা মনে করছেন অনেক বিশেষজ্ঞ। এবং শেষ ওয়ান ডে-তে ভারতীয় বোলিং লাইন আপকে বেধড়ক ঠ্যাঙানোর পর ব্রাভোর আত্মবিশ্বাসী মন্তব্য, “টেস্ট সিরিজেও আমি থাকছি। আর টেস্টেই আমার ব্যাটিংয়ের ধরনটা ঠিক খাপ খায়।” কিংবদন্তি ত্রিনিদাদ ব্যাটসম্যান লারার সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে ব্রাভো বলছেন, “বিশ্বক্রিকেটে ব্রায়ান লারা মানে কী আমি ভালই জানি। আমি আমার নিজের স্বাভাবিক ব্যাটিংই করি। আমি ড্যারেন ব্রাভো আর সেটাই যথেষ্ট।” তিনি বরং বেশি কৌতূহলী প্রথম দুটো টেস্ট ম্যাচ নিয়ে। তাঁর মনে হচ্ছে, সাবাইনা পার্ক আর বার্বেডোজে প্রথম দুটো টেস্ট ওয়েস্ট ইন্ডিজের কাছে তাৎপর্যপূর্ণ। দুটো পিচেই পেসারদের জন্য অনেক বেশি বাউন্স আর গতি থাকবে।
বোর্ডের সঙ্গে লড়াইয়ের মধ্যেই চুলের স্টাইল পাল্টে ফেললেন ক্রিস গেইল। বৃহস্পতিবার সাবাইনা পার্কের গ্যালারিতে।
ব্রাভোর হুমকিতে এখনই যেন প্রভাবিত দেখাচ্ছে সুরেশ রায়নাকে। ক্যারিবিয়ান সফরের প্রথমার্ধের ভারত অধিনায়ক দলকে এক দিনের সিরিজ জেতালেও নিজে ব্যাট হাতে ব্যর্থ। পাঁচ ম্যাচে ৮২ রান। গড় ২০.৫০। টেস্ট সিরিজের আগে নিজের ব্যাটিং ফর্ম নিয়ে শঙ্কিত রায়না বলেছেন, “শেষ দুটো ওয়ান ডে-তে আমার শট বাছাই কুৎসিত হয়েছে। টেস্ট সিরিজে এ ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে।”
রায়নার মাথার উপর অবশ্য কোচ ডানকান ফ্লেচারের আশীর্বাদ থাকছে। ধোনিদের নতুন জিম্বাবোয়ান কোচ বলেছেন, “মাত্র চব্বিশ বছরে ভারতের মতো বড় আর ভারী দলের অধিনায়কত্ব করার মতো বিশাল চাপ কোনও ক্রিকেটারের উপর আর কিছু হতে পারে না। রায়নার শরীরী ভাষা ভীষণ ইতিবাচক। সে জন্যই ওকে নিয়ে আমার দুশ্চিন্তা নেই। ও নিজের ব্যাটিং ফর্মে তাড়াতাড়িই ফিরবে।” ফ্লেচার বরং আপ্লুত ধোনির দলকে কোচিং করাতে পেরে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও সচিন-সহবাগ-গম্ভীর-জাহিরের মতো সুপারস্টার সিনিয়ররা নেই। তা সত্ত্বেও সফরের দ্বিতীয়ার্ধে দলে ধোনি-দ্রাবিড়-লক্ষ্মণ ফিরতেই ফ্লেচার বলে দিচ্ছেন, “দলে ওদের যোগদানের প্রভাব টেস্ট সিরিজে বিরাট ভাবে পড়তে চলেছে আমি নিশ্চিত। আরে, সবার থেকে তো আমার উপরই সবচেয়ে বেশি প্রভাব পড়বে। দ্রাবিড়-লক্ষ্মণ-ধোনিদের কাছ থেকে আমারও অনেক কিছু শেখার আছে। দলের কোচ হিসাবে আমি না হয় ওদের ক্রিকেটের কিছু কিছু জায়গায় নিজের অবদান রাখব। কিন্তু ওদের মতো ক্রিকেটারদের সুবিশাল অভিজ্ঞতা আর সাফল্যের উপর কোনও কথা হয় না। ওদের সঙ্গে কাজ করাটা তাই সব সময় আকর্ষণীয়।”
শেষ দুটো ওয়ান ডে-তে হেরে ভারত প্রথম টেস্টে নামছে বলেও ফ্লেচারের দুশ্চিন্তা নেই। “সিরিজ জয়ের পর শেষ দুটো ম্যাচে একাগ্রতার অভাবে ভারত হেরেছে। আমার চোখে ভারত ৪-২ সিরিজ জিতেছে। টি-টোয়েন্টি জয়টাও ধরা উচিত।”

ভারত

ধওয়ান ক সারওয়ান বো রোচ ১১
পার্থিব ক মার্টিন বো রাসেল ৬
কোহলি রান আউট ৯৪
মনোজ ক বাও বো পোলার্ড ২২
রোহিত বো মার্টিন ৫৭
রায়না ক বারাথ বো পোলার্ড ০
ইউসুফ ক বাও বো রাসেল ৩০
অশ্বিন ন.আ. ৮
অমিত বো রাসেল ০
বিনয় ক বাও বো রোচ ২
ইশান্ত বো রাসেল ০
অতিরিক্ত ২১,
মোট ৪৭.৩ ওভারে ২৫১।
পতন: ১৫, ২১, ৭৯, ১৮৯, ১৯০, ২২৫, ২৪৫, ২৪৬, ২৪৯।
বোলিং: রোচ ১০-০-৫২-২, স্যামি ৬-০-৪৮-০, রাসেল ৮.৩-০-৩৫-৪,
পোলার্ড ৮-০-৩৯-২, মার্টিন ১০-১-৩৯-০, সিমন্স ৫-০-৩৭-০।

ওয়েস্ট ইন্ডিজ

সিমন্স ক অমিত বো বিনয় ৬
বারাথ এলবিডব্লিউ অমিত ১৭
সারওয়ান আহত ও অবসৃত ৭৫
ড্যারেন ব্রাভো স্টা পার্থিব বো অমিত ৮৬
স্যামুয়েলস ন.আ. ২৮
পোলার্ড ন.আ. ২৪

অতিরিক্ত ১৯
মোট ৪৮.৪ ওভারে ২৫৫-৩।
পতন: ১২, ৫৩, ২১৩।
বোলিং: বিনয় ৯-২-৪৬-১, ইশান্ত ৯.৪-০-৪৯-০, অমিত ১০-১-৪৬-২,
অশ্বিন ১০-১-৫০-০, রায়না ৬-০-৩৫-০, ইউসুফ ১-০-৭-০, কোহলি ৩-০-১৩-০।
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.