|
|
|
|
বাঁধ থেকে মাটি পাচার |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
প্রশাসন ও পুলিসের নাকের ডগায় দিনের পর দিন একশ্রেণীর অসাধু প্রোমোটার মালদহ শহর লাগোয়া মহানন্দা নদীর বাঁধ থেকে দেদার মাটি কেটে পাচার করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন বারংবার অভিযোগ জানিয়েও বাঁধের মাটি কাটা বন্ধ করতে পারেনি। এমনকী, জেলা প্রশাসন ও পুলিশও তা বন্ধ করতে পারেনি। রাজ্যের শিশু, নারী ও সমাজকলাণ মন্ত্রী সাবিত্রী মিত্রের হস্তক্ষেপে অবশেষে জেলা প্রশাসন নড়েচড়ে বসল। শুক্রবার বাঁধের মাটি কেটে পালানোর সময় ট্রাক্টর-সহ একজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতর। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, “যেভাবে মহানন্দা নদীর বাঁধের কাটা হয়েছে তার ফলে মালদহ শহর বিপন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার জেলা প্রশাসনকে বাঁধের মাটি বন্ধ করতে বলেছিলাম।” জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক খগেন্দ্রনাথ দিউ বলেন, “দিনের পর দিন বেআইনি ভাবে মহানন্দা নদীর বাঁধের পাচার হচ্ছে। আজকে অভিযান চালিয়ে মাটি ভর্তি ট্রাক্টর-সহ একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ফের যাতে কেউ বাঁধের মাটি বেআইনি ভাবে কেটে পাচার করতে না পারে সেদিকে নজরদারি বাড়ানোর ব্যবস্থা হচ্ছে।” জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক স্বীকার করেন, বেআইনি ভাবে মহানন্দা নদী থেকে যথেচ্ছ ভাবে মাটি কাটার ফলে মালদহ শহর ও সাহাপুর সেতু বিপন্ন হয়ে পড়েছে।এদিকে মহানন্দা নদীর বাঁধের মাটি কাঁটা রুখতে জেলা প্রশাসন অভিযানে নামায় স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করেছেন মালদহ শহরের মানুষ। শহরবাসীর অভিযোগ, জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের একাংশ কর্মীর মদতে অসাধু প্রোমোটররা মহানন্দা নদী বাঁধের মাটি কেটে বেআইনি ভাবে পাচার করছে। জেলা প্রশাসন ও পুলিসকে বহুবার অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি। আমরা এতদিন ধরে যা করতে পারিনি সাবিত্রী মিত্র সেটা করে দেখালেন। |
|
|
|
|
|