|
|
|
|
উচ্ছেদের আতঙ্কে মহিলার কীটনাশক পান, অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডে উচ্ছেদ-বিরোধী অভিযান নিয়ে ফের বিতর্কের সূচনা হল। এ বার গিরিডির সিহডি এলাকায় নিজেদের বাড়ি থেকে উৎখাত হওয়ার আশঙ্কায় এক মহিলা কীটনাশক খেয়েছেন বলে অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় রানি দেবী (৪০) নামে ওই মহিলাকে গিরিডি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দু’দিন আগেই প্রশাসনিক কর্মীরা ওই মহিলার বাড়ির এলাকায় মাপজোক করে যান। রানি দেবীদের বাড়ির অন্তর্গত অন্তত ১৫ ফুট জায়গায় পূর্ত দফতরের জমিতে এই অভিযোগ তুলে তা ভেঙে ফেলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর থেকেই ওই মহিলা যে কোনও দিন তাঁদের বাড়ি ছাড়া করা হতে পারে ভেবে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর: রানি দেবীর স্বামী বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী। তাঁদের চারটি নাবালক সন্তান রয়েছে। ওই তল্লাটে ৫০ বছরের বেশি বাস করছে পরিবারটি। পরে রানি দেবীর স্বামীই তাঁর পৈতৃক বাড়ির কিছুটা সম্প্রসারণ ঘটিয়েছিলেন। গত কয়েক মাস ধরেই হাইকোর্টের নির্দেশে ঝাড়খণ্ড জুড়ে উচ্ছেদ-অভিযান শুরু হয়েছে। তাতে সরকারি জমির বাসিন্দাদের কাউকেই রেয়াত করা হচ্ছে না। কিন্তু রাঁচি ও ধানবাদে দু’টি পৃথক ঘটনায় উচ্ছেদ চলাকালীন বিক্ষোভকারীদের উপরে পুলিশের গুলি চালানো ও ছ’জনের মৃত্যুর ঘটনায় কোণঠাসা রাজ্য প্রশাসন। বাবুলাল মরান্ডির নেতৃত্বাধীন ঝাড়খণ্ড বিকাশ মোর্চা ও বাম দলগুলি তো বটেই শাসক
জোটের শরিক বিজেপি-র একাংশ ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও এই ঘটনায় সরকারের ভূমিকার নিন্দা করেছে। |
|
হাসপাতালে রানি দেবী। চন্দন পাল |
অর্জুন মুন্ডা সরকার অবশ্য পুরো দায়টাই কেন্দ্রের উপরে চাপিয়েছে। তাদের বক্তব্য, সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার জমিতে কেন্দ্রই ক্ষতিপূরণ দেবে। কিন্তু বিরোধীদের আন্দোলনে সরকারপক্ষও এখন বেশ চাপে। গিরিডির জেভিএম বিধায়ক বিধায়ক নির্ভয় শাহাবাদি এ দিন রানি দেবীর ঘটনা শুনে খোঁজ-খবর করেন। তিনি বলেন, “সরকার সংবেদনশীল হলে মানুষের মনে এতটা আতঙ্ক ছড়াত না।” গিরিডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার বলেন, “কী ভাবে এমন ঘটনা ঘটল, তার তদন্ত চলছে।” আগামী২৭ জুনের মধ্যে রাজ্য সরকারকে উচ্ছেদের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাতের নেতৃত্বে বামদলগুলিও দাবি তুলেছে, অর্জুন মুন্ডা সরকারকে আদালতে এই ‘নির্মম’ কাজে তাদের ‘অপারগতা’র কথা জানাতে হবে। |
|
|
|
|
|