|
|
|
|
কাঞ্চনজঙ্ঘা থেকে উদ্ধার বিস্ফোরক |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আজ ভোরে গুয়াহাটি স্টেশনে শিয়ালদহ থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি স্লিপার কামরা থেকে উদ্ধার হল প্রায় চার কিলোগ্রাম ওজনের বিস্ফোরক। যাত্রীবিহীন একটি আসনে পড়ে ছিল মালিকানাহীন একটি ব্যাগ। তার ভিতরে ছিল পেল্লায় আকারের বোমাটি। বোমাটি ফাটলে বড় রকমের বিপত্তি ঘটতে পারত।
পুলিশ জানায়, এস ফাইভ কামরায় ২২ নম্বর আসনে পড়ে ছিল দাবিদারহীন ব্যাগটি। ট্রেনটির সকল যাত্রী নেমে যাওয়ার পরে নিয়মমাফিক তল্লাশির সময় ব্যাগটি দেখে পুলিশের সন্দেহ হয়। রেল পুলিশের এএসপি রাহুল আমিন বলেন, “ব্যাগে বিস্ফোরক থাকতে পারে অনুমান করে আমরা সিআরপিএফ এর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ বাহিনীকে খবর দিই। তাঁরা এসে ব্যাগের ভিতর থেকে একটি টিফিন বাক্স বের করেন। সেখানে ছিল টাইমার, ফিউজ ও প্রায় চার কিলো বিস্ফোরক ।” |
|
গুয়াহাটি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হওয়া
বিস্ফোরক নিষ্ক্রিয় করার পর। শুক্রবার উজ্জ্বল দেবের তোলা ছবি। |
নিয়মমতো সাড়ে চারটে নাগাদ ট্রেনটি গুয়াহাটি ঢোকে। তবে আজ কিছু দেরিতে সওয়া পাঁচটায় ট্রেনটি ঢুকেছিল। শিয়ালদহ থেকে আসা ট্রেনটিতে কে বোমাটি রাখল তা তদন্ত করে দেখা হচ্ছে। ২২ জুন থেকে কামাখ্যায় অম্বুবাচী মেলা শুরু। সেই উপলক্ষে এই সময় গুয়াহাটিতে ভিড় করেন দেশের নানা প্রান্তের মানুষ। আলফার যে অংশটি শান্তি আলোচনার বিরোধী, তারা এই সময় নাশকতা ঘটাতে পারে বলে গোয়েন্দারা রিপোর্ট দিয়েছিলেন। জারি ছিল সতর্কতাও। এ দিন গুয়াহাটি স্টেশনে বিস্ফোরক উদ্ধারের পর রাজ্য জুড়ে সতর্কতা আরও বাড়ানো হয়েছে।
এ দিকে, তিনসুকিয়ায় ফের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে জঙ্গিরা। পুলিশ জানায়, কাল রাতে, কালিয়াপানি অঞ্চলের জয়নারায়ণ বনশলকে, সশস্ত্র দুষ্কৃতীরা দিঘলিটিঙ থেকে তুলে নিয়ে গিয়েছে। |
|
|
|
|
|