|
|
|
|
এসএফআই নেতা আক্রান্ত, অভিযুক্ত টিএমসিপি |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এসএফআই নেতার উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের এসএফআই পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মিলনকান্তি পালের উপর হামলা হয় বলে অভিযোগ। টিএমসিপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
মিলনবাবুর অভিযোগ, বৃহস্পতিবার রাতে সাইকেল চড়ে ফিরছিলেন তিনি। মহিস্কাপুর এলাকায় মোটরবাইকে চড়ে এসে দুই যুবক তাঁর কাছে একটি কাগজ দেখিয়ে ঠিকানা জানতে চান। অভিযোগ, মিলনবাবু সে দিকে নজর দিতেই এক জন যুবক ব্লেড নিয়ে তাঁর উপরে চড়াও হয়। মিলনবাবু নিজেকে সরিয়ে নিতে গেলে তাঁর গলার কাছে কিছুটা কেটে যায়। এর পরে ফের চড়াও হলে মিলনবাবুর তর্জনী কেটে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে ইস্পাত হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এসএফআইয়ের জেলা সভাপতি সিদ্ধার্থ বসু বলেন, “বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই দুর্গাপুরের তিনটি কলেজের ছাত্র সংসদের নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। সরকারি কলেজে অস্ত্র উদ্ধারের নাটক করা হয়েছে। এসএফআইয়ের কর্মীদের উপরে হামলা হচ্ছে। এ দিন মাইকেল মধুসূদন কলেজের সাধারণ সম্পাদকের উপরেও হামলা হল।” তাঁর অভিযোগ, টিএমসিপি আশ্রিত দুষ্কৃতীরা যে ভাবে তাঁদের কর্মী-সমর্থকদের উপরে চড়াও হচ্ছে, তাতে তাঁরা চিন্তিত। সরকারি কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রাকেশ ভট্টাচার্য এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে জানিয়ে সিদ্ধার্থবাবুর অভিযোগ, তা সত্ত্বেও পরিস্থিতির কোনও উন্নতি হচ্ছে না।
টিএমসিপি নেতা দেবজিৎ পালচৌধুরী অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “এসএফআই সমর্থকদের উপর হামলায় টিএমসিপির কেউ যুক্ত নয়। নিরপেক্ষ তদন্ত হলেই আসল ঘটনা জানা যাবে।” দুর্গাপুর থানার পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। |
|
|
|
|
|