পানুহাটের স্কুলে তদন্তে এসআই |
পানুহাট রাজমহিষী দেবী প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার পরিদর্শনে আসেন কাটোয়া পূর্ব চক্রের স্কুল পরিদর্শক অন্তরা ঘোষ (বিশ্বাস)। বৃহস্পতিবার এই বিদ্যালয়ে শিক্ষিকাদের অনিয়মিত আসা-যাওয়া এবং প্রায়ই মিড ডে মিল না দেওয়ার অভিযোগে গ্রামবাসীরা প্রায় পাঁচ ঘণ্টা শিক্ষক শিক্ষিকাদের আটকে রাখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে ওই শিক্ষক-শিক্ষিকারা লিখিত ভাবে দুঃখ প্রকাশ করলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এই খবর সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরে ঘটনাটি খতিয়ে দেখতে শুক্রবার অন্তরাদেবী স্কুল পরিদর্শনে যান। এ দিন তাঁর কাছে গ্রামবাসীরা স্কুলের প্রধান শিক্ষিকা অশোকা গঙ্গোপাধ্যায়-সহ দু’জনের নামে অভিযোগ জানান ও তাঁদের বদলির দাবিও করেন। এ দিন গ্রামবাসীদের তরফে অন্তরাদেবীর হাতে একটি অভিযোগপত্র দেওয়া হয়। তিনি বলেন, “অভিভাবকেরা একাধিক অভিযোগ করেছেন। বিষয়টি জেলা স্কুল পরিদর্শককে জানাব।”
|
কোলিয়ারিতে বিক্ষোভ অন্ডালে |
পদ অনুযায়ী নির্দিষ্ট কাজের দাবিতে শুক্রবার অন্ডালের সিঁদুলি কোলিয়ারির জামবাদ ইউনিটে চার ঘণ্টা উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখায় এআইটিইউসি। বিক্ষোভ শেষে কর্তৃপক্ষের হাতে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়। শ্রমিক নেতা রাজু রাম জানান, এসডিএল মেশিন নিয়ে আসার ফলে লোডারদের কোনও কাজ নেই। তাঁদের দিয়ে অন্যান্য কাজ করানো হচ্ছে। এ ছাড়াও খনির উপরে নিযুক্ত কর্মী মন্টু বাউরিকে ভূগর্ভে কাজ করতে পাঠানো হচ্ছে বলে তাঁর অভিযোগ। খনিগর্ভে কাজ করলে উৎপাদন ভাতাও দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, পদ অনুযায়ী কর্মীদের দিয়ে কাজ করাতে হবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দাবিপত্র খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
পদ অনুযায়ী নির্দিষ্ট কাজের দাবিতে শুক্রবার অন্ডালের সিঁদুলি কোলিয়ারির জামবাদ ইউনিটে চার ঘণ্টা উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখায় এআইটিইউসি। বিক্ষোভ শেষে কর্তৃপক্ষের হাতে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়। শ্রমিক নেতা রাজু রাম জানান, এসডিএল মেশিন নিয়ে আসার ফলে লোডারদের কোনও কাজ নেই। তাঁদের দিয়ে অন্যান্য কাজ করানো হচ্ছে। এ ছাড়াও খনির উপরে নিযুক্ত কর্মী মন্টু বাউরিকে ভূগর্ভে কাজ করতে পাঠানো হচ্ছে বলে তাঁর অভিযোগ। খনিগর্ভে কাজ করলে উৎপাদন ভাতাও দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, পদ অনুযায়ী কর্মীদের দিয়ে কাজ করাতে হবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দাবিপত্র খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। শুক্রবার বিকালে দুর্গাপুর স্টেশনের একটি শৌচাগার থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পরে রেল পুলিশের অনুমান, ৩১৫২ ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেস থেকে ওই যাত্রী দুর্গাপুর স্টেশনে নেমেছিলেন। সম্ভবত তিনি উত্তর প্রদেশ থেকে এসেছিলেন। তাঁর পরিচয় জানা যায়নি।
|
ভরতী সঙ্ঘ আয়োজিত চণ্ডী বন্দ্যোপাধ্যায় ও ঊষা সাহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জয়ী হয়েছে রাঙাপাড়া শুভ সঙ্ঘ। আমবাগান তারকাঁটা মাঠের খেলায় তারা আসানসোল রয়্যাল ক্লাবকে টাইব্রেকারে ৬-৪ গোলে হারায়। খেলার সেরা হয়েছেন বিজয়ী দলের সূর্য হাঁসদা। |