|
|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অন্তর্গত সায়েন্স এবং টেকনোলজি বিভাগ জিয়ো-ইনফরমেটিক্স-এ এক বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করাবে। যোগ্যতা: ফিজিক্স, অঙ্ক, জিয়োলজি, জিয়োফিজিক্স, জিয়োগ্রাফি, অ্যাটমসফেরিক সায়েন্স, ইলেকট্রনিক সায়েন্স, রিমোট সেন্সিং এবং জিআইএস, এনভায়রনমেন্টাল সায়েন্স-এ স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিভিল কিংবা অন্য কোনও ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক হলে এই কোর্সে আবেদন করা যাবে। কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে। মেম্বার সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র নামে (কলকাতায় প্রদেয়) ৩০০ টাকার ডিমান্ড ড্রাফট পাঠিয়ে ফর্ম ও প্রসপেক্টাস সংগ্রহ করা যাবে। এ ছাড়া www.banglarmukh.com ওয়েবসাইট থেকে ফর্ম ডাউলোড করা যাবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জুন। পরীক্ষা হবে ৫ জুলাই। ফোন: ২৫৬৯-৩৭২২/৩৭৩৬।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগে যোগ থেরাপির উপর দু’বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। ইউ জি সি অনুমোদিত এই কোর্সটি করতে প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। এ ছাড়াও প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং খেলাধূলার অভিজ্ঞতা দেখা হবে। যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক। ১০০ টাকার ডিমান্ড ড্রাফট-এর বিনিময়ে বিশ্ববিদ্যালয় থেকে ফর্ম সংগ্রহ করা যাবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুন। ওয়েবসাইট: http://www.jaduniv.edu.in। ফোন: ২৪১৪-৬৬৬৬
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ল্যাঙ্গোয়েজ-এ রুশ ভাষায় তিন বছরের বি এ কোর্স করানো হবে। যোগ্যতা: গড়ে ৫০ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ। ফর্ম পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের সেলস কাউন্টার থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুন। ওয়েবসাইট: www.caluniv.ac.in
ইনস্টিটিউট ফর সিভিল সার্ভিস অ্যাস্পির্যান্টস-এ আই এ এস-এর মেন পরীক্ষার প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। ভর্তি চলবে ২৫ জুন পর্যন্ত। যোগাযোগের মাধ্যম (০৩৩) ২৩৩৪-৬৬৯৫/১২৭৪।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স-এ পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্সে ভর্তির জন্য ফর্ম দেওয়া হচ্ছে। ফর্ম জমা দিতে হবে ২০ জুনের মধ্যে। পরীক্ষা হবে ২৫ জুন। ওয়েবসাইট: http://www.caluniv.ac.in/ |
|
|
|
|
|