টুকরো খবর

গড়বেতায় কর্মচারী সভা
দীর্ঘদিন পর সিপিএমের ‘খাসতালুক’ বলে পরিচিত গড়বেতায় শতাধিক কর্মচারীকে নিয়ে সভা করল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (ইউনিফায়েড)। শনিবার বিডিও অফিসের সভাগৃহে এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব। সভা শেষে ফেডারেশনের গড়বেতা ব্লক কমিটিও তৈরি করা হয়। সব মিলিয়ে ১৫ জন কর্মচারী রয়েছে এই কমিটিতে। সম্পাদক হয়েছেন পার্বতীশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সভাপতি সুনীল মণ্ডল। এমপ্লয়িজ ফেডারেশনের জেলা সভাপতি সুনীল কর বলেন, “রাজ্যে পালাবদলের পর মা- মাটি- মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ বার কর্মচারীদের দাবি বিবেচিত হবে।” তাঁর অভিযোগ, বাম আমলে সরকারি কমীদের দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হত না। ‘জাতীয়তাবাদী কর্মী’রা বঞ্চনার শিকার হতেন। বেছে বেছে সিপিএম-ঘনিষ্ঠ কর্মচারীদের বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হত। কিন্তু এ বার তা হবে না।

কাউন্সিলর স্মরণে সভা
প্রয়াত কাউন্সিলর প্রফু্ল্ল শাসমলের স্মরণসভা আয়োজিত হল মেদিনীপুর পুরসভায়। প্রফুল্লবাবু শহরের প্রবীণ কাউন্সিলর ছিলেন। গত পুর- নির্বাচনেও ২৩ নম্বর ওয়ার্ড থেকে সিপিএম প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তারপর মেদিনীপুর পুরসভায় বিরোধী দলনেতার দায়িত্বে ছিলেন। সম্প্রতি প্রয়াণ হয় তাঁর। শনিবার পুর-ভবনেই প্রয়াত কাউন্সিলরের স্মরণসভা হয়। উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রণব বসু, উপ-পুরপ্রধান এরশাদ আলি-সহ পুরসভার অন্য কাউন্সিলররা। পুর- কর্মচারী সংগঠনের সদস্যরাও স্মরণসভায় যোগ দেন। সকলেই প্রয়াত কাউন্সিলরকে শ্রদ্ধা জানান। সপ্তাহ খানেক আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেদিনীপুর শহরের এই প্রবীণ জনপ্রিয় কাউন্সিলর।

রবীন্দ্র স্মরণ
রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষ স্মরণে অনুষ্ঠান করল মেদিনীপুর রেনেসাঁ ফিল্ম অ্যান্ড কালচারাল সোসাইটি। রবিবার শহরের রবীন্দ্র নিলয়ে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা। আলোচনার বিষয়, ‘এ দুঃসময় ও রবীন্দ্রনাথ।’ কবিগুরুর জীবন নিয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয়। সোসাইটির যুগ্ম সম্পাদক মঙ্গল নায়েক ও সুপ্রিয় মিশ্র বলেন, “সামাজিক প্রয়োজনে নিজেদের সমর্পণ করার অঙ্গীকারই কবিগুরুর প্রতি আমাদের স্মরণ অর্ঘ্য।” সম্প্রতি খড়্গপুরের সুভাষপল্লিতে শক্তিমন্দির ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। যোগ দেন প্রতিম কুণ্ডু, পালোমা মিত্র, শ্বেতা রায়চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় বিশ্বজিৎ কুণ্ডু।

প্রশিক্ষণ শিবির
বিবেকানন্দ ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোচিং সেন্টারের উদ্যোগে খুদে অ্যাথলিটদের নিয়ে প্রশিক্ষণ শিবির হয়ে গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাঠে। ২৫ মে থেকে ১১ জুন পর্যন্ত এই শিবিরে শতাধিক খুদে খেলোয়াড় যোগ দেয়। প্রশিক্ষণ দেন অমর মণ্ডল, সহদেব চন্দ্র, নয়ন ঘোষাল-সহ অ্যাথলেটিক বেঙ্গল অফ কোচেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। শিবির পরিচালনা করেন মেদিনীপুরের বিশিষ্ট খেলোয়াড় স্বদেশ পাল, অমিয় ভট্টাচার্য, ইতি বমর্নেরা। সফল খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

রেল-সপ্তাহ
৫৬তম রেলসপ্তাহ উদ্যাপন হল খড়্গপুরের সাউথসাইডে সুপারভাইজর ট্রেনিং সেন্টারে। শনিবার খড়্গপুর রেল ওয়ার্কশপ আয়োজিত অনুষ্ঠান শুরু হয় রেলকর্মীদের সমবেত সঙ্গীত দিয়ে। বক্তা ছিলেন প্রবীর সিংহ রায়, রণধীশ চক্রবর্তী, পি গোবিন্দ রাও, সমীর টোপ্পো। ১২০ জন রেলকর্মীকে তাঁদের কাজের জন্য মানপত্র ও পুরস্কার দেওয়া হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও।

কোথায় কী
মঙ্গলবার

শিবির
গ্রীষ্মকালীন রক্ত-সঙ্কট মোকাবিলায় সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা
কমিটির উদ্যোগে রক্তদান শিবির। জেলা কমিটির অফিসে সকাল ৯টা থেকে।

নানা অনুষ্ঠান
‘বিশ্ব রক্তদান দিবস’ উপলক্ষে নানা অনুষ্ঠান। স্থান: খড়্গপুর গোলবাজার দুর্গামন্দির।
আয়োজক: খড়্গপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন।

Previous Stoy Medinipur Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.