টুকরো খবর

ওল্টানো গাড়ির নীচে পিষ্ট যুবক
নিউ টাউনে রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যাওয়া গাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, রবিবার রাত ৮টা নাগাদ নিউ টাউন বাসস্ট্যান্ডের কাছে ওই দুর্ঘটনায় মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল (২৭)। সাইকেলে চেপে নিউ টাউন থেকে রাজারহাটের চকমাচুড়িয়ায় বাড়িতে ফিরছিলেন ওই যুবক। উল্টো দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। সেটি উল্টে গিয়ে পড়ে রবীন্দ্রনাথের উপরে। স্থানীয় বাসিন্দারা গাড়ি সরিয়ে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়ির চালক গ্রেফতার হয়েছে।

চোলাই আটক সল্টলেকে, ধৃত ১
সল্টলেকের বিভিন্ন এলাকায় রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চোলাই মদের ঠেক ভাঙার অভিযান চালায় পুলিশ। একটি বাড়ি থেকে বেশ কিছু চোলাইয়ের পাউচ আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দীপালি বাগ নামে এক মহিলাকে। বাসিন্দাদের অভিযোগ, চলতি বছরের গোড়ার দিকে বিষমদ কাণ্ডে বেশ কয়েক জনের মৃত্যু পরেও এলাকায় চোলাইয়ের রমরমা চলছে। অন্য দিকে, এ দিনই সকালে বিধাননগরের দত্তাবাদে শঙ্কর রাউল (৪০) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শঙ্করের পরিবারের লোকেরা পুলিশকে জানান, ওই যুবক হৃদ্রোগে ভুগছিলেন।

কারখানায় আগুন
ভস্মীভূত হয়ে গেল একটি চামড়ার কারখানা। শনিবার রাত ৩টে নাগাদ, বেলেঘাটার গগন সরকার রোডে। পুলিশ ও দমকল সূত্রে খবর, ওই রাতে কারখানায় ধোঁয়া দেখতে পান এলাকাবাসীরা। প্রথমে স্থানীয়রাই আগুন নেভাতে হাত লাগান। পরে দমকলের ১৫টি ইঞ্জিন এসে প্রায় চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। কারখানা-সংলগ্ন বস্তিতে আগুন ছড়ানোর আশঙ্কায় বাসিন্দারা গ্যাস সিলিন্ডার বার করে দিতে থাকেন। তবে আগুন বস্তিতে ছড়ায় নি। বাসিন্দাদের অভিযোগ, খবর দেওয়ার প্রায় ঘণ্টাখানেক পরে দমকল আসে। প্রাথমিক তদন্তে দমকল জানিয়েছে, ওই কারখানায় অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না।

অস্ত্র-সহ গ্রেফতার
কলকাতা স্টেশন থেকে অস্ত্র-সহ এক যুবক গ্রেফতার হয়েছে। তার কাছে একটি দেশি রিভলভার ও ১৩টি তাজা কার্তুজ মিলেছে। আরপিএফ সূত্রের খবর, রবিবার ওই যুবক উদ্দেশ্যহীন ভাবে স্টেশনে ঘুরছিল। সন্দেহ হওয়ায় জওয়ানরা জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন জবাব দেয় ওই যুবক। ঘটনাস্থলে যান দমদম জিআরপি-র ওসি। পরে ওই যুবককে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।

জানলা ভেঙে চুরি
গভীর রাতে চুরি হল লেক রোডের একটি বাড়িতে। পুলিশ জানায়, গৃহকর্তা অমিতাভ বসু রবিবার ভোরে ঘুম থেকে উঠে দেখেন জানলা ভাঙা, উধাও সোনার গয়না, ক্যামেরা-সহ মূল্যবান জিনিস। চুরি যাওয়া জিনিসের মূল্য দু’লক্ষ টাকারও বেশি বলে পুলিশকে জানান তাঁরা। পুলিশ জানায়, শনিবার রাত ১টা নাগাদ ঘুমোতে যান বাড়ির লোকেরা। অমিতাভবাবু সাধারণত ভোর পাঁচটার মধ্যে উঠে পড়েন বলে পুলিশকে জানিয়েছেন। কিন্তু এ দিন ছ’টা নাগাদ ঘুম ভাঙে। তখনই তাঁরা চুরির কথা টের পান। বাড়ির গাড়িচালক রাজেশই এই চুরির পিছনে বলে সন্দেহ অমিতাভবাবুদের।

জেসিকার বয়ান
রিজেন্ট পার্কে মেট্রো রেলের কর্মী আবাসনের চারতলার ছাদ থেকে পড়ে জখম ৮ বছরের জেসিকার সঙ্গে কথা বলল পুলিশ। এমআর বাঙুরে আইসিইউ-তে ভর্তি জেসিকার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেছে শনিবার জানান চিকিৎসকেরা। তাঁদের অনুমতি নিয়ে ওই দিনই জেসিকার সঙ্গে কথা বলে পুলিশ। পুলিশের দাবি, জেসিকাকে জিজ্ঞাসাবাদে তাঁর মা রোজি গোমস যে আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত হওয়া গিয়েছে। গত বুধবার ওই আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় রোজির। তাঁর কোলে ছিল জেসিকা। পুলিশের দাবি, জেসিকা জানিয়েছে, কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তার মা। পুলিশের দাবি, রোজির মোবাইলে এক চিকিৎসকের নম্বর মেলে। তিনি জানান, গত এক মাসে চার বার তাঁর কাছে চিকিৎসার জন্য যান রোজি। পারিবারিক কোনও সমস্যাতেই রোজি অবসাদে ভুগছিলেন বলে ওই চিকিৎসক পুলিশকে জানিয়েছেন। পুলিশ জানায়, রোজির মোবাইলে মিলেছে বড় জা-কে পাঠানো এসএমএস। তাতে রোজি লিখেছিলেন, তিনি আর বাঁচতে চান না।
Previous Story Calcutta Next Item


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.