টুকরো খবর

নির্বাচন না হওয়ায় ক্ষোভ
ঠিক ছিল নলহাটির আটকুলা জুনিয়র হাইস্কুলে রবিবার পরিচালন কমিটির নির্বাচন হবে। কিন্তু এ দিন সকালে স্কুল চত্বরে অভিভাবকেরা এসে দেখেন, নির্বাচন হবে না। স্কুল কর্তৃপক্ষ নোটিস ঝুলিয়ে দিয়েছেন। আগাম না জানিয়ে নির্বাচন কেন স্থগিত করা হল তা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্কুলের টিচার ইনচার্জ জগবন্ধু রায়ের কাছে সদুত্তর না পেয়ে অভিভাবকেরা কাল মঙ্গলবার স্কুল খুললে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন বলে হুমকি দিয়েছেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে স্কুলের পরিচালন কমিটিতে ক্ষমতায় রয়েছে বামপন্থীরা। টিচার ইনচার্জ বলেন, “ভোটার তালিকা-সহ কিছু ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি থাকার জন্য রবিবার নির্বাচন বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে নির্বাচন হবে, আলোচনা করে জানিয়ে দেওয়া হবে।”

অপহরণের চেষ্টার নালিশ
টিউশন পড়তে যাওয়ার সময়ে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায়, মুরারই থানার নয়ানি গাঙেড্ডা গ্রামের এক ছাত্রীকে শনিবার সকালে ঝাড়খণ্ডের পাখুড়িয়া থানার গাঙেড্ডার বাসিন্দা রেন্টু শেখ গাড়িতে তুলে নিয়ে পালাচ্ছিলেন। নলহাটি থানার বানিওর-সুলতালপুর রাস্তা ধরে যাওয়ার সময়ে কিশোরীটি চিৎকার করে। তখন চালক কোন দিক দিয়ে যাবেন, বুঝতে না পেরে গাড়ি থামিয়ে দেন। তখন পরিস্থিতি বুঝে যুবক পালিয়ে যান। পরে বাড়ির লোক এসে কিশোরীকে উদ্ধার করেন। ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, অভিযুক্ত যুবক বর্ধমানের দিক পালিয়েছেন।

ক্ষতির দাবিতে পথ অবরোধ
বাইপাস নির্মাণ করতে গিয়ে এলাকাবাসীর জমি চলে যাওয়ায় ক্ষতিপূরণের দাবিতে রামপুরহাট মনসুবা মোড় থেকে-ঝনঝনিয়া সাঁকো রাস্তা ঘন্টা দুয়েক অবরোধ করলেন দুটি গ্রামের বাসিন্দাদের একাংশ। সকাল থেকে এই দাবিতে আন্দোলন শুরু হয়। বিকেলে অবরোধে সামিল হন রামপুরহাট থানার জেঁদুর ও ছোট পাখুড়িয়া গ্রামের বাসিন্দাদের একাংশ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ মহকুমাশাসককে সমস্ত দাবি জানাতে বললে বাসিন্দারা অবরোধ তুলে নেন। বাসিন্দারা জানান, আজ, সোমবার তাঁরা মহকুমাশাসকের কাছে তাঁদের দাবি জানাবেন।

দুর্ঘটনায় মৃত্যু বালকের
দুর্ঘটনায় মৃত্যু হল বালকের। পুলিশ জানায়, মৃতের নাম জিন্নত হোসেন (৮)। বাড়ি মুরারই থানার বোনহা গ্রামে। শনিবার বিকেলে চাতরা-হিয়াতনগর পাকা সড়কে, মুরারই থানার কোপা গ্রামের কাছে ওই দুর্ঘটনায় আরও চার জন জখম হন। তাঁদের প্রথমে রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবোঝাই একটি ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।

যুবকের দেহ উদ্ধার
মহম্মদবাজার থানার গণপুর থেকে রবিবার সকালে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম সন্দীপ গড়াই (২২)। গণপুর গ্রামে তাঁর বাড়ি। এ দিন সকালে গণপুর পঞ্চায়েত অফিসের সামনে থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন। ময়না-তদন্তের জন্য দেহটি সিউড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

অগ্নিদগ্ধ বধূর মৃত্যু
মৃত্যু হল অগ্নিদগ্ধ এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম বিশাখা কর্মকার (১৯)। বাড়ি নলহাটি থানার লোহাপুরে। গুরুতর জখম অবস্থায় ওই বধূকে শনিবার দুপুরে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রাতে তাঁর মৃত্যু হয়।

সংবর্ধনা অনুষ্ঠান
শান্তিনিকেতনে সংবর্ধনা সভায় আমন্ত্রিতরা।
রবিবার বিশ্বজিৎ রায়চৌধুরীর তোলা ছবি।
বিশ্বভারতীর কর্মিসভার উদ্যোগে রবিবার রাতে শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে হয়ে গেল সংবর্ধনা অনুষ্ঠান। চিত্র পরিচালক সন্দীপ রায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-সহ বিধায়ক ও বিশিষ্টজনেদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক, ছাত্রছাত্রী ও প্রাক্তনীরা। এ দিন বোলপুরের বিভিন্ন সংগঠন, পত্র-পত্রিকা, ক্লাবের পক্ষ থেকেও চন্দ্রনাথ সিংহকে দেওয়া হয়।

চাঁদা তোলায় গ্রেফতার ৩
গ্রামের হরিনাম সংকীর্তনের জন্য রাস্তা আটকে চাঁদা আদায়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে খাতড়া থানার ধারগ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই ধারগ্রামের বাসিন্দা। রবিবার তাঁদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। এসডিপিও (খাতড়া) অলোক রাজোরিয়া বলেন, “শনিবার রাতে খাতড়া-সিমলাপাল রাস্তায় ধারগ্রামে রাস্তা আটকে হরিনাম সংকীর্তনের জন্য কয়েক জন বাসিন্দা চাঁদা আদায় করছিলেন। পুলিশ নিষেধ করলেও তাঁরা শোনেননি। এর পরে তাঁদের গ্রেফতার করা হয়।”

পঞ্চায়েত কর্মীদের স্থায়ীকরণের দাবি
স্থায়ীকরণের দাবিতে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতোকে স্মারকলিপি দিলেন জেলা গ্রাম রোজগার সেবক পদমর্যাদার কর্মীরা। কর্মীদের পক্ষে সতীনাথ বড়াল জানান, ২০০৮-এর অগস্ট মাস থেকে ৪,৫০০ টাকার চুক্তিতে ১০২ জন জেলার বিভিন্ন পঞ্চায়েতে কাজ করেছেন। বর্তমানে একশো দিনের কাজের প্রকল্পে প্রকল্পস্থলে গিয়ে কাজের পরিমাপ, কাজকর্ম দেখাশোনা-সহ পঞ্চায়েতের নানা কাজ দেখতে হয় তাঁদের। অথচ তাঁরা আজও স্থায়ী কর্মী নন। তিনি বলেন, “আমাদের দাবি মন্ত্রী সরকারের কাছে জানাবেন বলে আমাদের জানিয়েছেন।”
Previous Story Purulia First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.