টানটান দাগের দিন শেষ

স্ট্রেচ মার্কস
আমাদের শরীরের কয়েকটি জায়গায় ত্বক পাতলা হয় এবং ফেটে ফেটে যায়। প্রথমে এটি লাল থাকে এর পর বেগুনি এবং অবশেষে এর রং হয়ে যায় সাদাটে, এই চিহ্ন আমাদের শরীরের তলপেট, উরু, পিঠ, কাঁধ এবং স্তনে দেখা যায়।
যে জায়গায় স্ট্রেচ মার্কটি দেখা যায় সেই জায়গায় ত্বকের কোলাজেন অনেক পাতলা হয়ে যায়। এখানে ঘর্মগ্রন্থি ও লোমকূপ থাকে না
কী কারণে স্ট্রেচ মার্কস দেখা যায়-
আমাদের শরীরে কিছু বিশেষ সময়ে স্টেরয়েড ক্ষরণ হয়, যেমন বয়ঃসন্ধি, গর্ভাবস্থায় এবং হঠাৎ মেদ বৃদ্ধি (ওবেসিটি) হলে।
যদি কেউ অনেক দিন যাবৎ স্টেরয়েড ক্রিম লাগাতে থাকেন তখন এই স্টেরয়েডটি ত্বকের কোলাজেন (ত্বকের কোষ) কমিয়ে দেয়। ত্বকের এক একটি অংশ পাতলা হয়ে যায় এবং ফেটে ফেটে যায়। এটি দেখা যায় তলপেট, ঊরু ইত্যাদি অংশে।

চিকিৎসা
এমন কোনও পদ্ধতি নেই যা সম্পূর্ণ ভাবে নির্মূল করে দিতে পারে স্ট্রেচ মার্কস। কিন্তু কিছু ক্রিম আছে যা স্ট্রেচ মার্কের ক্ষেত্রে উপযোগী এবং কিছু পদ্ধতি আছে যা প্রয়োগ করলে স্ট্রেচ মার্ককে অনেকটা কমিয়ে দিতে পারে।
l রেডিয়েন্ট ক্রিম লাগালে উপকার পাওয়া যায়
l মাইক্রোডার্মাব্রেশনএই পদ্ধতিতে চিকিৎসা হয় অ্যালুমিনিয়াম ক্রিস্টাল ক্লোরাইডের সাহায্যে। এই ক্রিস্টালটি ত্বকের ভেতরে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষত সৃষ্টি করে এবং এই ক্ষতগুলি ত্বকের কোলাজেনকে বাড়িয়ে দেয় অর্থাৎ ত্বকটি পাতলা হয়ে যায়।
l কোলাজেন ইনডাকশন থেরাপিএই পদ্ধতি অত্যন্ত আধুনিক। এখানে ত্বকে এক ধরনের ক্রিম লাগিয়ে ত্বককে অবশ করা হয়। ত্বকে ছোট ছোট সূচের মতো জিনিস ঢোকানো হয়। সূচগুলি ত্বকে সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষত সৃষ্টি করে এবং ত্বকের কোলাজেন হয়ে যায় অনেক পরিণত। এই পদ্ধতিতে স্ট্রেচ মার্কের সাদাটে দাগ অনেক কমে যায়।

ভিটামিন-সি লাগালে কী হয়?
আমরা জানি ভিটামিন-সি শুধু খাওয়ার ওষুধ হিসেবে পাওয়া যায়। কিন্তু লাগানোর জন্য ব্যবহৃত ভিটামিন সি সিরাম আমাদের কাছে নতুন।


ভিটামিন-সি সিরামের উপকারিতা
ভিটামিন-সি সিরাম অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে সব থেকে ভাল কাজ করে। অর্থাৎ চিরযৌবন ধরে রাখার জন্য ভিটামিন-সি সিরামকে আঁকড়ে ধরুন।
সূর্যের অতিবেগুনিরশ্মি থেকে রক্ষা করে আমাদের ত্বককে, যার ফলে আমরা ট্যান হওয়াকে ঠেকিয়ে রাখতে পারি।
মনে রাখবেন সূর্যের অতিবেগুনিরশ্মি আমাদের বুড়োটে ভাবকে দ্রুত করে, কিন্তু ভিটামিন-সি সিরাম লাগালে বয়সকে অনেকটা দূর পর্যন্ত ঠেলে রাখতে পারবেন।
আমাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন ভেঙে যেতে থাকে, এই কোলাজেন ত্বকের টান ভাবকে বজায় রাখে। সুতরাং এটি ভাঙতে থাকলে ত্বকের টান ভাবটিও চলে যায়, ভিটামিন-সি সিরাম ত্বকের কোলাজেন তৈরি করতে সাহায্য করে।
ত্বকের ইনফ্লামেশন কমিয়ে দেয়।

কেন এই উপকার
সূর্যের অতিবেগুনিরশ্মি আমাদের ত্বকের ভেতরে প্রবেশ করে এবং সৃষ্টি করে ‘ফ্রি-রাডিক্যালস’ এরা হল আমাদের শরীরের ত্বকের বিষ। এই ‘ফ্রি-রাডিক্যালস’ ত্বকের কোষের ক্ষতি করে। ভিটামিন-সি ঠিক এই ক্ষতের জায়গাটিতে কাজ করে।
ভিটামিন-সি দিনে এক বার লাগালেই উপকার পাবেন, তবে এক থেকে দুই মাস পর্যন্ত লাগানোর পর ফল বুঝতে পারবেন।

পার্শ্ব প্রতিক্রিয়া
ভিটামিন-সি-এর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কোনও কোনও ক্ষেত্রে চুলকোতে পারে। তবে এটি খুবই দামি।

মিড ফেশলিফটিং
এটি এক ধরনের ফেশিয়াল অপারেশন। আমাদের মুখে অনেক পেশি আছে। কিছু পেশি আছে ওপর দিকে টানে এবং কিছু পেশি আছে নিচের দিকে টানে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে পেশিগুলি নিচের দিকে থাকে সেগুলি অধিক শক্তিশালী হয়ে ওঠে। ফলে নিচের চামড়া নিচের দিকে ঝুলে যেতে আরম্ভ করে ও বয়সের চিহ্ন পরিষ্কার ফুটে ওঠে। বটলাম টক্সিন ইনজেকশনের মাধ্যমে নিচের দিকের পেশিগুলিকে প্রবেশ করানো হয় ফলে পেশিগুলি দুর্বল হয়ে যায় ও নিজেদের স্বাভাবিক কাজ করতে পারে না। এর ফলে শুধু মাত্র ওপরের পেশিগুলি কর্মক্ষম থাকে। এবং চামড়াকে নিচের দিকে ঝুলতে দেয় না এবং আমাদের অন্য ক্ষতিও করে না। এই ইনজেকশনটি দেওয়া হয় আমাদের গালের যে অংশটি কানের কাছে শেষ হচ্ছে সেই জায়গাটিতে।
যদিও এটাকে ফেশিয়াল অপারেশন বলা হয় আদতে এটি তা নয়। শুধু মাত্র একটি সূচের দ্বারা কার্যসিদ্ধি সম্ভব, এবং খরচ মধ্যবিত্তের নাগালের মধ্যেই আছে। প্রতিটি সিটিং পনেরো হাজারের কাছাকাছি। সুতরাং বয়স হচ্ছে ভেবে বলিরেখা ফেলার দিন শেষ।
যোগাযোগ:২৩৫৮-৮০১০, ৯৪৩৩০২৩৮৭৯
সাক্ষাৎকার: কস্তুরী মুখোপাধ্যায় ভারভাদা
Previous Item Utsav Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.