আমাদের শরীরের কয়েকটি জায়গায় ত্বক পাতলা হয় এবং ফেটে ফেটে যায়। প্রথমে এটি লাল থাকে এর পর বেগুনি এবং অবশেষে এর রং হয়ে যায় সাদাটে, এই চিহ্ন আমাদের শরীরের তলপেট, উরু, পিঠ, কাঁধ এবং স্তনে দেখা যায়।
যে জায়গায় স্ট্রেচ মার্কটি দেখা যায় সেই জায়গায় ত্বকের কোলাজেন অনেক পাতলা হয়ে যায়। এখানে ঘর্মগ্রন্থি ও লোমকূপ থাকে না
কী কারণে স্ট্রেচ মার্কস দেখা যায়-
আমাদের শরীরে কিছু বিশেষ সময়ে স্টেরয়েড ক্ষরণ হয়, যেমন বয়ঃসন্ধি, গর্ভাবস্থায় এবং হঠাৎ মেদ বৃদ্ধি (ওবেসিটি) হলে।
যদি কেউ অনেক দিন যাবৎ স্টেরয়েড ক্রিম লাগাতে থাকেন তখন এই স্টেরয়েডটি ত্বকের কোলাজেন (ত্বকের কোষ) কমিয়ে দেয়। ত্বকের এক একটি অংশ পাতলা হয়ে যায় এবং ফেটে ফেটে যায়। এটি দেখা যায় তলপেট, ঊরু ইত্যাদি অংশে।
|
ভিটামিন-সি সিরাম অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে সব থেকে ভাল কাজ করে। অর্থাৎ চিরযৌবন ধরে রাখার জন্য ভিটামিন-সি সিরামকে আঁকড়ে ধরুন।
সূর্যের অতিবেগুনিরশ্মি থেকে রক্ষা করে আমাদের ত্বককে, যার ফলে আমরা ট্যান হওয়াকে ঠেকিয়ে রাখতে পারি।
মনে রাখবেন সূর্যের অতিবেগুনিরশ্মি আমাদের বুড়োটে ভাবকে দ্রুত করে, কিন্তু ভিটামিন-সি সিরাম লাগালে বয়সকে অনেকটা দূর পর্যন্ত ঠেলে রাখতে পারবেন।
আমাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন ভেঙে যেতে থাকে, এই কোলাজেন ত্বকের টান ভাবকে বজায় রাখে। সুতরাং এটি ভাঙতে থাকলে ত্বকের টান ভাবটিও চলে যায়, ভিটামিন-সি সিরাম ত্বকের কোলাজেন তৈরি করতে সাহায্য করে।
ত্বকের ইনফ্লামেশন কমিয়ে দেয়।
|