নৌকায় উপরে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মাছ ব্যবসায়ীর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদের পাঠানখালির ঘূর্ণি গ্রামের ডাঁসা নদীতে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম খগেন্দ্রনাথ মণ্ডল (৫০)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার আমতলি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে চার জন মাছ ব্যবসায়ী বাগদার পোনা নিয়ে পাঠানখালি বাজারে এসেছিলেন বিক্রির উদ্দেশ্যে। বেচাকেনার পরে সন্ধে নাগাদ তাঁরা যখন বাড়ির উদ্দেশে রওনা হচ্ছিলেন সেই সময় প্রচণ্ড ঝড়-বৃষ্টি নামে। অন্য তিনসঙ্গী তড়িঘড়ি ফেরিঘাটের পাশে একটি দোকানঘরে গিয়ে আশ্রয় নেন। নৌকায় মাছের হাঁড়িগুলি ঠিকঠাক আছে কি না দেখার জন্য খগেন্দ্রনাথ নৌকায় যান। সেই সময়েই হঠাৎ সেখানে বাজ পড়লে তিনি জলে পড়ে যান। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
|
টাকা চেয়ে এক ব্যবসায়ীকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে নবম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগরে। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি স্থানীয় পূর্ব পোলতা গ্রামে। তার নাম জাকিবুল মিস্ত্রি। এক ব্যবসায়ীর কাছে পাঁচ লক্ষ টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরূপনগর থানার ওসি আনন্দময় চট্টোপাধ্যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে স্বরূপনগরের তেঁতুলিয়া-সহ কয়েকটি এলাকায় দুষ্কৃতীদের কাছ থেকে টাকা চেয়ে হুমকি ফোন আসায় রীতিমত আতঙ্কিত ব্যবসায়ীরা। টাকা না দেওয়ায় ইতিমধ্যেই এক ব্যবসায়ী খুন হয়েছেন। এমনকী টাকা না দেওয়ায় এক শিক্ষককে গুলিও করে দুষ্কৃতীরা। তিনি অবশ প্রাণে বেঁচে গিয়েছেন। তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। গত ৫ জুন এমনই একটি ফোন পান সহিদকাটি গ্রামের এক মুদির দোকানের মালিক মাজিজুল মণ্ডল। পর পর ৪-৫দিন ধরে তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা চেয়ে হুমকি ফোন আসতে থাকে। আতঙ্কিত হয়ে তিনি পুলিশকে ঘটনাটি জানান। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এর পরেই ফোনের সূত্র ধরে পূর্ব পোলতা গ্রাম থেকে জাকিবুলকে ধরা হয়। তবে এর পিছনে আর কেউ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
|
উত্তর ২৪ পরগনায় বসিরহাট আর্ট মিলেনিয়াম-এর পক্ষ থেকে সম্প্রতি স্থানীয় টাউন হলে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। প্রদর্শনীর উদ্বোধন করেন বসিরহাটের মহকুমাশাসক অনামিকা মজুমদার। কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফ্ট, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান আর্ট কলেজ এবং বেঙ্গল ফাইন আর্টস-এর ১১জন তরণ শিল্পীর (সকলেরই বাড়ি বসিরহাটে) ছবি প্রদশর্নীতে স্থান পেয়েছিল। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, প্রদর্শনী ছাড়াও তাঁরা শিশুদের নিয়ে চারটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। প্রতিযোগিতায় যোগ দেওয়া সকল ছেলেমেয়েদেরই শংসপত্র দেওয়া হয়।
|
পারিবারিক বিবাদের জেরে আটক কয়েকজনকে পুলিশ উদ্ধার করতে গেলে ভাঙচুর করাল হল পুলিশের গাড়ি। মারামারিতে জখম হয়েছেন দুই মহিলা-সহ ৬ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বাদুড়িয়া থানার রসুই গ্রামে। |