গুদাম থেকে আটা পাচারের অভিযোগ তুলে একটি ছোট লরি আটক করে নওদা পঞ্চায়েত এলাকার কিছু মানুষ। সেই অভিযোগে শুক্রবার সকালে তাঁরা কিছুক্ষণ আমতলা-রাধানগর ঘাট রাজ্য সড়কও অবরোধ করেন। অভিযোগ, পাচার হওয়া আটার প্যাকেটে ‘পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ দফতরের বিপিএল আটা’ লেখা ছিল। তা দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান নওদার বিডিও মানস মণ্ডল। তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রেশন ডিলারেরা এলাকার মানুষকে তাদের প্রাপ্য না দিয়ে এ ভাবে পাচার করে। বিডিও, স্থানীয় কংগ্রেস বিধায়ক আবু তাহের খান, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল বারি মোল্লা, জেলাপরিষদের আরএসপি সদস্য বিশ্বজিৎ ঘোষ এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। মানসবাবু বলেন, “গুদামটি সিল করা হয়েছে।”
|
স্ত্রীকে খুনে অভিযুক্ত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হোগলবেড়িয়ার আরবপুর গ্রামে একটি কাঁঠালগাছে রবীন্দ্রনাথ হালদারের (৪০) দেহ ঝুলতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, রবীন্দ্রনাথের বাড়ি হোগলবেড়িয়ার মুক্তদহ গ্রামে। গত দশ বছর ধরে তিনি অবশ্য মুরুটিয়ার জোতদর্পনারায়ণপুরে শ্বশুরবাড়িতে ছিলেন। গত মঙ্গলবার রাতে স্ত্রী সুধা হালদারকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে রবীন্দ্রনাথের বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যায় সে। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছিল পুলিশ। পুলিশের অনুমান, মানসিক অবসাদে আত্মহত্যা করেছে সে।
|
পুড়ে ছাই হয়ে গেল চারটি দোকান। শুক্রবার সকালে ফুলিয়ার শান্তিপুর বিডিও অফিসের সামনে জনবহুল বাজার এলাকায় একটি দোকানে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। চোখের নিমেষে ভস্মীভূত হয়ে যায় চারটি দোকান। |