জ্ঞানেশ্বরী-কাণ্ডে ‘ফেরার’ ৩ অভিযুক্ত জয়দেব মাহাতো, বচন মান্না, জয়ন্ত ভক্তার বিরুদ্ধে আগেই ‘হুলিয়া’ জারি হয়েছে। এ বার আদালতের সেই নির্দেশ-সম্বলিত পোস্টার সাঁটানো হল। ১ জুলাই ৩ জনকেই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় সব মিলিয়ে ২৩ জনের নামে চার্জশিট দিয়েছে সিবিআই। ২০ জন ধরা পড়েছেন। তাঁদের এক জন জামিনে মুক্ত। ৩ জন ফেরার।
|
কালিন্দির দাদনপাত্রবাড় থেকে পুরুষোত্তমপুর শৌলা মোহনার খেয়াঘাট পর্যন্ত নির্মীয়মাণ পিচের রাস্তায় নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে কাঁথি মৎস্য দফতরের কাছে স্মারকলিপি দিল রামনগর ২ ব্লক যুব কংগ্রেস। রাস্তা তৈরির দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থা টেন্ডারের সময়সীমা মেনে কাজ করছে না এবং নিম্ন মানের বোল্ডার, পাথর ব্যবহার করছে বলে অভিযোগ তাদের।
|
শুক্রবার সন্ধ্যায় পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদাকে সংবর্ধনা দিলেন ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। ঝাড়গ্রাম হাসপাতালেরই চিকিৎসক পদে ইস্তফা দিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সুকুমারবাবু। প্রাক্তন সহকর্মীকে এ দিন সন্ধ্যায় শহরের ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ভবনে সংবর্ধনা দেন চিকিৎসক ও কর্মীরা। সুকুমারবাবুর হাতে পুষ্পস্তবক ও উপহার তুলে দেন প্রবীণ চিকিৎসক রবীন্দ্রনাথ রায়।
|
টেলিফোন এক্সচেঞ্জ অফিসে তালা দেওয়ার অভিযোগে ওই অফিস-বাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ঘটনাটি ঘটে। ভাড়া বাড়ানো নিয়ে টেলিফোন দফতরের সঙ্গে বিরোধ চলছিল বাড়ি মালিক গৌতম দাসের। গত মঙ্গলবার গৌতমবাবু অফিসে তালা ঝুলিয়ে দিলে থানায় অভিযোগ জানায় টেলিফোন দফতর।
|
সোয়াদিঘি খালের উপরে রেল সেতু তৈরির কাজ নিয়ে অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সকালে ভোগপুরে এলাকা পরিদর্শন করলেন রেল ও জেলা সেচ দফতরের আধিকারিকেরা। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখায় ভোগপুর ও নারায়ণপাকুড়িয়ামুরাইল স্টেশনের মাঝে ওই রেলসেতু তৈরির কাজ চলছে এখন। স্থানীয় কৃষকদের অভিযোগ, খালের উপরে সেতুর স্তম্ভ যে ভাবে বসেছে, তাতে নিকাশি ও সেচের অসুবিধা হবে। অভিযোগ পর্যালোচনার পরে সেতুর কাছে নিকাশির জন্য কালভার্ট তৈরির আশ্বাস দিয়েছেন রেল ও সেচ দফতরের আধিকারিকেরা।
|
বিদ্যুতের মাশুল বৃদ্ধি ও নতুন জনস্বার্থ বিরোধী আইন বাতিলের দাবিতে শুক্রবার কাঁথি বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়ারের অফিসের সামনে বিক্ষোভ দেখাল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। সমিতির রাজ্য কমিটির সদস্য সুশান্ত জানা বক্তব্য রাখেন। স্মারকলিপিও দেওয়া হয়। |