|
|
|
|
বায়ার্ন-অ্যাকাডেমির জমিও রহস্য |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান ও কলকাতা |
বর্ধমানে প্রস্তাবিত বায়ার্ন মিউনিখ অ্যাকাডেমি বাতিল হয়ে যাওয়ার পরে, সেই জায়গা নিয়ে রহস্য আরও দানা বেঁধেছে। বায়ার্ন কর্তাদের দু’তিনবার নিয়ে গিয়ে জায়গাটা দেখানো হলেও, সেখানে পুরো জমি নেওয়ার জন্য এক চুলও এগোননি নিরুপম সেনরা। কেন, সেটাই এখন রহস্য। নতুন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বললেন, “নিরুপম সেন গভীর জলের মাছ। তিনি কোথায় কী করে রেখেছেন তা তো জানি না। তাই পুরো ব্যাপারটা খোঁজখবর নিচ্ছি।”
বর্ধমান বোলপুর রোডের উপর বর্ধমান সাইয়ের ১০ একর জমিতে অ্যাকাডেমি করার কথা বলা হয়েছিল প্রথমে। বায়ার্ন অত কম জমিতে করতে রাজি হয়নি। তাদের জন্য পরে ১৫ একর দেওয়ার কথা হয়। পুরোটাই সাইয়ের জমি ছিল। সাইয়ের ইনচার্জ অনন্ত ঘোষ বললেন, “আমাদের কাছে দ্বিতীয় দফায় বাড়তি জমির লিখিত আবেদনও জমা পড়েনি।” বর্ধমান ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট তুষার ঘোষ সরব, “অ্যাকাডেমির কিছুই নিয়ম মেনে হয়নি।” অ্যাকাডেমি করার জন্য বর্ধমান পুরসভা উদ্যোগী ছিল তখন। পুরসভার চেয়ারম্যান সি পি এম নেতা আইনুল হক এ দিন বললেন, “বায়ার্নের দিক থেকে সাড়াশব্দ পাওয়া যায়নি। একটি সংস্থা অ্যাকাডেমির সঙ্গে জুড়বে বলে এসেছিল। তারাও সরে গেছে। বায়ার্ন যে করবে না, তা আমাদের কেউ জানায়নি।”
বায়ার্ন মিউনিখের অ্যাকাডেমিতে এ আই এফ এফকে জড়াতে চান নিরুপমবাবুরা। এ আই এফ এফ কর্তারা সেখানে গিয়ে সব দেখে রাজি হননি। তাঁরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ভাগ্যিস যাননি। |
|
|
|
|
|