টুকরো খবর
|
ভারতকে যুব বিশ্বকাপ দিতে চাইল ফিফা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
যুব বিশ্বকাপ ফুটবল ভারতে! আর মোটেই চমকে হওয়ার মতো খবর নয়। ভারতীয় ফুটবলকে সাহায্য করার জন্য এ রকম চোখ ধাঁধানো প্রস্তাব দিল ফিফা। যে টুর্নামেন্ট থেকে স্পেনের সেস ফাব্রেগাস, ব্রাজিলের আদ্রিয়ানো,অ্যান্ডারসন, আমেরিকার ডোনাভনের মতো তারকা উঠে এসেছেন, সেই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ করার জন্য ভারতকে প্রস্তাব দিলেন ফিফার বড় কর্তা।
প্রেসিডেন্ট শেপ ব্লাটার, সচিব জেরোমে ভালকের পরে ফিফার গুরুত্বপূর্ণ কর্তা থিয়েরি রেগেনাস এখন দিল্লিতে। সেখানে এক সেমিনারে অংশ নিতে এসে তিনি এ আই এফ এফ কর্তাদের বলেন, “আপনারা ২০১৭ বা ২০১৯ সালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারতে করার উদ্যোগ নিন। ওটা পেতে সমস্যা হবে না। ফিফা খুশি হয়ে দেবে। শুধু সাত আটটা বিশ্বমানের স্টেডিয়াম চাই। সেখানেও ফিফা সাহায্য করবে।” রেগেনাস ফিফার মেম্বার অ্যাসোসিয়েশন ও ডেভেলাপমেন্ট কমিটির ডাইরেক্টর। তাঁর প্রস্তাবে এ আই এফ এফে তোলপাড়। আলোচনা শুরু হয়েছে, যুব বিশ্বকাপ নেওয়া ঠিক হবে কি না। মূল সমস্যা স্টেডিয়াম তৈরি। পরের তিনটি যুব বিশ্বকাপ হচ্ছে মেক্সিকো, আমিরশাহি, চিলিতে। ভারত চাইলে পরের বারের টুর্নামেন্ট পেতে পারে।
|
আই লিগের তারকারা কলকাতা লিগেও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা লিগে আই লিগের ফুটবলারদের অংশগ্রহণ নিষিদ্ধ করার জন্য এ এফ সি পেশাদার কমিটির প্রস্তাব মানছে না এ আই এফ এফ। বিতর্ক সামলাতে টাস্ক ফোর্স করেছিল এ আই এফ এফ। সুব্রত দত্তকে চেয়ারম্যান করে। টাস্ক ফোর্সের ১৫ তারিখের বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে ফেডারেশন।
এ আই এফ এফ সূত্রের খবর, কলকাতা লিগের ম্যাচে আই লিগের ফুটবলারদের সংখ্যা কমানো হতে পারে। ফুটবলারদের ম্যাচের সংখ্যাও। কিন্তু একেবারে নিষিদ্ধ হবে না। বলা হতে পারে, একটি ক্লাব একটি ম্যাচে চার-পাঁচ জনের বেশি ফুটবলার নামাতে পারবে না। আই লিগের এক জন ফুটবলার নির্দিষ্ট সংখ্যক ম্যাচের বেশি খেলতে পারবেন না কলকাতা লিগে। স্থানীয় লিগে বিদেশির সংখ্যা ধীরে ধীরে কমানো হলেও সেটা আস্তে আস্তে হবে। এ বছরই হচ্ছে না। হয়তো তিন জনই খেলতে পারবেন। পরের বছর কমবে। আই লিগের বাইরের টুর্নামেন্টেও তিন বিদেশি থাকবেন। জাতীয় স্তরের অনেক টুর্নামেন্ট দু’বছর অন্তর করা হলেও টাস্ক ফোর্সের সদস্যরা সন্তোষ ট্রফি প্রতি বছরই করতে চান।
|
ভারতে প্রথম ফর্মুলা ওয়ান ৩০ অক্টোবর |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সব ঠিকঠাক চললে ৩০ অক্টোবরই প্রথম ফর্মুলা ওয়ান হবে ভারতে। রাজনৈতিক অস্থিরতার জন্য বাহরিন সরে দাঁড়ানোয় ডিসেম্বরের বদলে অক্টোবরেই রেস আসতে পারে এ দেশে। বাহরিন ফর্মুলা ওয়ান করবে বলে ভারতের প্রথম রেসকে পিছিয়ে ডিসেম্বরে ঠেলে দিয়েছিল আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশন। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেল। |
|
হারলেন নাদাল |
সংবাদসংস্থা • লন্ডন |
নিজের উইম্বলডন প্রস্তুতিতে বড় ধাক্কা খেলেন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। কুইন্স পার্ক এর ঘাসের কোর্টে কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ তাঁকে ছিটকে দিলেন এক ফরাসিই। জো উইলফ্রেড সঙ্গা। নাদাল যাঁর কাছে অপ্রত্যাশিত হারলেন ৭-৬, ৪-৬, ১-৬। |
|
সাঁতারে রেকর্ড |
রাজ্য সাঁতারে শুক্রবার নতুন রাজ্য রেকর্ড হয়েছে দুটি। করেছেন বালক বিভাগে উত্তর চব্বিশ পরগনার রাজদীপ রায়। ১০০ মিটার ফ্রিস্টাইলে। এবং মেয়েদের বিভাগে হাওড়ার সায়নী ঘোষ। ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে। |
|