|
|
|
|
আজ চিন যাচ্ছেন নীতীশ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পাঁচ দিনের চিন সফরে যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর সঙ্গে যাচ্ছেন সাত জনের একটি প্রতিনিধি দল। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের আন্তর্জাতিক মত-বিনিময় কর্মসূচিতেই এই সফরে যাচ্ছেন নীতীশ।
মুখ্যমন্ত্রী সচিবালয় সূত্রে খবর, আগামী কাল পটনা থেকে রওনা হয়ে ১২ তারিখ সন্ধ্যায় সাংহাই পৌঁছবেন নীতীশ ও তাঁর সঙ্গীরা। এর পরে ১৩ তারিখ সাংহাই থেকে সরকারি সফর শুরু হয়ে বেজিংয়ে শেষ হওয়ার কথা। ১৮ তারিখ বেজিং থেকে নয়াদিল্লি ফিরবেন নীতীশ।
পাঁচ দিনের এই সফরে নীতীশের সঙ্গী হচ্ছেন রাজ্যের জনসম্পদ উন্নয়ন মন্ত্রী বিজয় কুমার চৌধুরী, পর্যটন মন্ত্রী সুনীল কুমার পিন্টু, রাজ্যের উন্নয়ন কমিশনার কে সাহা, মুখ্যমন্ত্রীর সচিবালয়ের দুই সচিব---এস সিদ্ধার্থ এবং অতীশ চন্দ্র। এ ছাড়া দলে বেসরকারি প্রতিনিধি হিসেবে থাকছেন বিহার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রধান, এস পি সিন্হা এবং বিহার চেম্বার অফ কমার্সের সভাপতি ও পি শাহ।
মুখ্যমন্ত্রীর সচিবালয়ের এক কর্তার কথায়, “সাংহাই এবং বেজিং ছাড়াও চিনের আরও কয়েকটি প্রদেশে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা আছে। মূলত চিনের কৃষি এবং সেচ ব্যবস্থা দেখতেই যাচ্ছে এই প্রতিনিধি দলটি। বিহারের ক্ষেত্রে চিনের প্রক্রিয়া কাজে লাগানো যায় কি না তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী ও তাঁর সঙ্গীরা। পাশাপাশি, চিনের সঙ্গে পর্যটন ক্ষেত্রে কোনও যোগাযোগ তৈরি করা যায় কি না, সে ব্যাপারেও আলোচনা শুরু করার ইচ্ছে রয়েছে বিহার সরকারের।”
চিন সফরে সুযোগ পেয়ে উৎসাহিত বিহারের শিল্প সংগঠনের দুই প্রতিনিধিই। বিআইএ প্রধান এস পি সিন্হার কথায়, “এই সফরের সুযোগ পেয়ে আমরা খুবই উৎসাহিত। চিনে যে ভাবে কম খরচে প্রযুক্তি
শিল্প গড়ে উঠেছে তা বিহারে কী ভাবে প্রয়োগ করা যায় তা আমরা খতিয়ে দেখব।” |
|
|
|
|
|