নিজের অজান্তেই চলতে থাকে মুক্তির খোঁজ। এই বক্তব্যকেই সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে নারী ও পুরুষের প্রেমের মধ্যে। ভালবাসা কাছে আনে কিন্তু মিলিত হতে দেয় না। প্রেম থেকে যায় অধরা, অসম্পূর্ণ। অধরা প্রেমের নিরন্তর অনুসন্ধানের মধ্যেই মেয়েটি খুঁজে পায় মুক্তির পথ। আর পুরুষ? জাগতিক মায়া, মোহ ত্যাগ করে ঈশ্বর সন্ধানেই খুঁজে পায় মুক্তির স্বাদ। দু’জনেই গেয়ে ওঠে ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এই নৃত্যনাট্যের পরিচালনায় ও নৃত্যে অর্ণব বন্দ্যোপাধ্যায়। সহযোগী শিল্পীরা হলেন সোনালি বিশ্বাস, রূপা ভট্টাচার্য, শিবাজী চক্রবর্তী প্রমুখ। আয়োজক: দর্পণী। |