টুকরো খবর
|
মন্ত্রীর কাছে বকেয়ার দাবি |
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম
|
মুরগির টিককরণের কাজ করলেও তাঁদের টাকা দেওয়া হয়নি। প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী নুরে আলম চৌধুরীর কাছে এমনই অভিযোগ জানালেন রামপুরহাট ২ ব্লকের বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা। শুক্রবার সকালে রামপুরহাট ২ ব্লকের মাড়গ্রামে একটি অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে বিনামূল্যে উন্নতি প্রজাতির মুরগির ছানা বিলি করেন মন্ত্রী। তিনি বলেন, “মাড়গ্রাম বার্ড-ফ্লুর আঁতড়ঘর। সেই জন্য এত দিন অল্প পরিমাণে উন্নত প্রজাতির মুরগির ছানা প্রাণিসম্পদ দফতর থেকে বিলি করা হয়েছে। এ দিন আরও কিছু বিলি করা শুরু হল। এটা ধারাবাহিক ভাবে চলবে।” মাড়গ্রামের অনুষ্ঠানে কয়েকটি স্বনির্ভর দলের সদস্যেরা জানান, মুরগির রানিখেত রোগের প্রতিষেধক টিকা দেওয়ার কাজ করেও তাঁরা টাকা পাচ্ছে না। মন্ত্রী বলেন, “অবিলম্বে তাঁরা যাতে টাকা পান, তার ব্যবস্থা হবে।” প্রাণিসম্পদ বিকাশ দফতরের বীরভূম জেলা অধিকর্তা নারায়ণ দাসভৌমিক বলেন, “জেলার সমস্ত ব্লক টাকা নিয়ে গেলেও রামপুরহাট ২ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা তা পাননি বলে জেনেছি।” বিডিও সোমা সাউ বলেন, “পদ্ধতিগত কিছু সমস্যা ছিল। শীঘ্রই ওই সদস্যেরা টাকা পেয়ে যাবেন।”
|
কীটনাশক খেয়ে মৃত তিন |
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
পৃথক ঘটনায় কীটনাশক খেয়ে মৃত্যু হল তিন জনের। মুরারই থানার কাঠিয়া গ্রামের বাসিন্দা চন্দ্রা মাল (১২) নামে ওই কিশোরীকে বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গ্রাম লাগোয়া মাঠ থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে মুরারই ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানিয়ে দেন। অন্য দিকে, কীটনাশক খেয়ে ওই থানার এদরাকপুর গ্রামের বাসিন্দা মহিমা বিবি (২০) নামে এক বধূর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। বধূটির বাবা মুরারই থানায় মেয়েকে মারধর করে কীটনাশক খাইয়ে মেরে ফেলার অভিযোগ করেছেন জামাই, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ-সহ ৬ জনের বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক। ওই দিন রাতেই রামপুরহাট থানার কালিসাড়া পাড়ার বাসিন্দা সুসারি মালের (৩৮) মৃত্যু হয়েছে রামপুরহাট মহকুমা হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক আশান্তির কারণে ওই ব্যক্তি কীটনাশক খান। দেহ উদ্ধার। মুরারই থানার রাজগ্রামের কাছে বৃহস্পতিবার দুপুরে এক অজ্ঞাতপরিচয় যুবকের ট্রেনে কাটা দেহ উদ্ধার করেছে রেলপুলিশ।
|
হোমে সদ্যোজাত |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
চার-পাঁচ দিন কেটে যাওয়ার পরেও হাসপাতালে ফেলে যাওয়া এক সদ্যোজাত শিশুকে হোমে পাঠানোর সিদ্ধান্ত নিল রামপুরহাট হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৬ জুন দুপুর দেড়টা নাগাদ হাসপাতালের প্রসূতি বিভাগে পড়ে থাকতে দেখা গিয়েছিল ওই শিশুকে। শিশু চিকিৎসক আলি মোর্তাজা বলেন, “শিশুটির ওজন আড়াই কেজির মতো। হাসপাতালে রেখে সব ধরনের পরীক্ষা করা হয়েছে। কোনও রোগ ধরা পড়েনি। তবু সবসময় নজর রাখার জন্য এখানে কর্মীর অভাব আছে। তাই এই সিদ্ধান্ত।” হাসপাতাল সুপার হিমাদ্রি হালদার বলেন, “শিশুটিকে হোমে পাঠানো ব্যবস্থা করা হয়েছে। এর জন্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করি দু’এক দিনের মধ্যে শিশুটিকে হোমে পাঠাতে পারব।”
|
অবরোধের ডাক |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
কুড়ি দিন আগে ট্রান্সফর্মার পুড়ে গিয়েছে। এখনও পর্যন্ত ট্রান্সফর্মার বদলানো হয়নি। তাই আজ, শনিবার থেকে লোকপাড়া মোড়ে পথ অবরোর করার সিদ্ধান্ত নিয়েছেন ময়ূরেশ্বরের লোকপড়া গ্রামের বাসিন্দারা। ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও বাবুলাল মাহাতো বলেন, “বাসিন্দারা অবরোধের কথা লিখিত ভাবে জানিয়েছেন। বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলে দেখছি কী করা যায়।” রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট ডিভিশনের ভারপ্রান্ত আধিকারিক বাণীব্রত রায় বলেন, “বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।”
|
কর্মবিরতি |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
আলোচনা ফলপ্রসু না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রইল বোলপুর বার অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত, নানা দাবিতে সম্প্রতি এক দিনের ধর্মঘট করেছিলেন আইনজীবীরা। অ্যাসোসিয়েশনের সভাপতি দেবকুমার দত্ত বলেন, “শুক্রবার জেলা জজ মলয় মারুত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। তাঁর সঙ্গে আমাদের দাবি নিয়ে আলোচনা হলেও ফলপ্রসু হয়নি। তাই কাল সোমবার থেকে ১৮ জুন পর্যন্ত বোলপুর আদালতে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
|
বিস্ফোরক-সহ যুবক ধৃত |
নিজস্ব প্রতিবেদন |
বিস্ফোরক-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার সকালে রামপুরহাট থানার চকমণ্ডলা গ্রামের স্কুলের কাছে বাদাম শেখ নামে ওই পাচারকারীকে গ্রেফতার করে। বীরভূম জেলা পুলিশ সুপার নিশাদ পারভেজ বলেন, “বাদাম শেখের বাড়ি নলহাটি থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। |
|
রামপুরহাটে ডিটোনেটর। দুবরাজপুরে ডিনামাইট (নীচে)। নিজস্ব চিত্র। |
|
ধৃতের কাছ থেকে এক হাজার ডিটোনেটর উদ্ধার হয়েছে। ধৃতের সঙ্গে আর কেউ জড়িত কি না তদন্ত চলছে।” অন্য দিকে, এ দিন সকালে দুবরাজপুরের রসুলপুর গ্রামের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে উদ্ধার হল ডিনেমাইট।
|
বাজ পড়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতের নাম নমিতা মাল (৫৯)। বাড়ি নলহাটি থানার বুজুং গ্রামে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। |
|