|
|
|
|
টিকাকরণের কাজ করেও টাকা মেলেনি, মন্ত্রীর দ্বারস্থ মহিলারা |
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
মুরগির টিককরণের কাজ করলেও তাঁদের টাকা দেওয়া হয়নি। প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী নুরে আলম চৌধুরীর কাছে এমনই অভিযোগ জানালেন রামপুরহাট ২ ব্লকের বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা।
শুক্রবার সকালে রামপুরহাট ২ ব্লকের মাড়গ্রামে একটি অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে বিনামূল্যে উন্নতি প্রজাতির মুরগির ছানা বিলি করেন মন্ত্রী। এ দিন পাঁচটি স্বনির্ভর দলের সদস্যদের হাতে মোট সাড়ে চারশো মুরগির ছানা বিলি করা হয়। পরে মন্ত্রীর নিজের বিধানসভা এলাকায় মুরারই ১ ব্লকে ২৭টি স্বনির্ভর দলের প্রত্যেক সদস্যের হাতে ৯টি করে মুরগি ছানা তুলে দেওয়া হয়। জেলা প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ওই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মন্ত্রী নিজে। তিনি বলেন, “মাড়গ্রাম বার্ড-ফ্লুর আঁতড়ঘর। সেই জন্য এত দিন অল্প পরিমাণে উন্নত প্রজাতির মুরগির ছানা প্রাণিসম্পদ দফতর থেকে বিলি করা হয়েছে। এ দিন আরও কিছু বিলি করা শুরু হল। এটা ধারাবাহিক ভাবে চলবে।” |
|
মুরগি বিলি করছেন মন্ত্রী। নিজস্ব চিত্র। |
মাড়গ্রামের অনুষ্ঠানে কয়েকটি স্বনির্ভর দলের সদস্যেরা টিকাকরণের কাজ করেও টাকা না পাওয়ার অভিযোগ জানান মন্ত্রীর কাছে। তাঁদের অভিযোগ, সম্প্রতি মুরগির রানিখেত রোগের প্রতিষেধক টিকা দেওয়ার কাজ করেও রামপুরহাট ২ ব্লকের ৮০টি স্বনির্ভর দল টাকা পাচ্ছে না। মন্ত্রী বলেন, “টিকাকরণের কাজ করেও টাকা না পাওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। যাঁরা কাজ করেছেন তাঁরা যাতে অবিলম্বে টাকা পান, তার ব্যবস্থা করা হবে।” পাশাপাশি, মন্ত্রী মুরারই ১ ব্লকের পশু হাসপাতালে জলের সংযোগ না থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেফ করার জন্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দেন তিনি। প্রাণি সম্পদ বিকাশ দফতরের জেলা অধিকর্তা নারায়ণ দাসভৌমিক বলেন, “টিকাকরণ করার পরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মুরগি পিছু ১ টাকা করে পাওয়ার কথা। জেলার সমস্ত ব্লক টাকা নিয়ে গেলেও রামপুরহাট ২ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা তা পাননি বলে আমি জেনেছি।” এ ব্যাপারে বিডিও সোমা সাউ বলেন, “পদ্ধতিগত কিছু সমস্যা ছিল। আগামী সপ্তাহেই ওই সদস্যেরা টাকা পেয়ে যাবেন।” |
|
|
|
|
|