টুকরো খবর

কুপিয়ে বাচ্চা মেয়েকে খুন, হাজতে বাবা
আড়াই বছরের মেয়েকে খুন করার অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করল। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার তিলিয়ায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত সহেদ আলি মানসিক ভারসাম্যহীন হওয়ার কয়েক বছর ধরেই তাঁর চিকিৎসা চলছিল। বুধবার রাতে আচমকা আড়াই বছরের শিশু কন্যা গুলাব সাহা খাতুনকে কোলে নিয়ে ঘর আটকে দেন সাহেদ আলি। তাঁর হাতে ছিল হাঁসুয়া। হাতে অধিকাংশ সময়ই সে হাঁসুয়া নিয়ে ঘুরে বেড়াত। পরিবারের লোকেরা কারণ জিজ্ঞাসা করলে বলত কেউ তাকে মেরে ফেলতে পারে। তাই হাতে হাঁসুয়া রেখেছেন। ওই দিন ঘর বন্ধ করে দেওয়ার পর স্ত্রী আইতুনা পড়শিদের খবর দেন। তাঁরা ডাকাডাকি করলেও ঘর খোলেননি সহেদ। স্ত্রী অপর দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে রাত কাটান। ভেবেছিলেন মানসিক অসুস্থতার কারণে স্বামী এ সব করছেন। সকালে ঠিক দরজা খুলে দেবেন। এ দিন সকাল থেকেও ডাকাডাকি করা হলে ঘর খুলছিলেন না ওই ব্যক্তি। দুপুরে পুলিশে খবর দেওয়া হয়। রাতে দরজা ভেঙে পুলিশ ঘরে ঢুকে শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে।

জনসংযোগ শুরু
দলে কর্মী-সমর্থকদের ধরে রাখতে গ্রাম ঘুরে তৃণমূলের সন্ত্রাসের নালিশ শুনলেন কোচবিহারের সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক উদয়ন গুহ, বিধায়ক অক্ষয় ঠাকুর, সিপিএমের জেলা সম্পাদক চণ্ডী পাল, প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায়ের নেতৃত্বে দুই দলের প্রতিনিধিরা প্রত্যন্ত এলাকায় ঘুরে কর্মীদের হাল হকিকৎ জানতে বার হন। কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারি, চান্দামারি, কেটারহাট, পসারিহাট, দেউরহাট, দেওয়ানহাটের বিভিন্ন এলাকায় যান।

দুর্ঘটনায় জখমের মৃত্যু হাসপাতালে
ট্রাক্টরের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় একটি দুর্ঘটনায় জখম হওয়ার পরে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে তিনি মারা যান। পুলিশ জানায়, মৃতের নাম ইসলাম হক (১৮)। বাড়ি উত্তর দিনাজপুরের করণদিঘি থানার কাছড়া গোপালপুর এলাকায়। তিনি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকায় দিনমজুরির কাজ করতেন। সন্ধ্যায় কাজ সেরে হেঁটেই স্থানীয় এক ব্যক্তির বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা হরিরামপুরগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনার পর চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এলাকার বাসিন্দারা তাঁকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করান। পরে রাতের দিকে হাসপাতালেই মৃত্যু ইসলাম হক নামে ওই যুবকের।

অপসারণের দাবি তুলল শিক্ষা সেল
জেলার বিভিন্ন কলেজ পরিচালন সমিতির ‘ইউনিভার্সিটি নমিনি’ সদস্যদের অপসারণের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হস্তক্ষেপ চাইলেন কোচবিহারের তৃণমূলের শিক্ষা সেল নেতৃত্ব। বৃহস্পতিবার কোচবিহার জেলা তৃণমূলের শিক্ষা সেলের এক প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করে ওই আবেদন জানান। পাশাপাশি কোচবিহারের ১০টি কলেজে রাজনৈতিক রং না দেখে শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন এমন ব্যক্তিদের পরিচালন সমিতিগুলিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে মনোনয়নের দাবি জানিয়েছেন তারা। তৃণমূলের শিক্ষা সেলের কোচবিহার জেলা সভাপতি নিরঞ্জন দত্ত, সহ সভাপতি তথা তুফানগঞ্জ কলেজের অধ্যাপক হরিগোপাল মল্লিক ছাড়াও ১২ জন প্রতিনিধি দলে ছিলেন।

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দুপুরে রায়গঞ্জের বীরনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম মৌর্য বসু (২২)। শোওয়ার ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন পরিবারের লোকেরা। কয়েক বছর আগে ওই যুবক এমবিএ পাশ করেছেন। চাকরি না পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান।

স্মারকলিপি
বেতন বৃদ্ধির দাবিতে মহকুমাশাসককে স্মারকলিপি দিলেন সাফাইকর্মীরা। বৃহস্পতিবার ইসলামপুরে মহকুমাশাসক পার্থ ঘোষের হাতে তাঁরা ওই স্মারকলিপি তুলে দেন। সংগঠন সম্পাদক উমাপতি দাস বলেন, “বেতন বৃদ্ধি সহ কয়েকটি দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।”

মহিলার অপমৃত্যু
অবসাদে আগুন দিয়ে এক মহিলা আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। শুক্রবার রাতে রায়গঞ্জের বিধাননগর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম ইলা দাস (৪২)।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.