|
|
|
|
মদের দোকান সরানোর দাবি |
নিজস্ব সংবাদদাতা ²আদ্রা |
লোকালয় থেকে মদের দোকান সরানোর দাবি তুললেন বাসিন্দারা। সম্প্রতি আবগারি দফতরে এই দাবিতে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছেন রঘুনাথপুর থানার রামকানালি গ্রামের বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, রামকানালি স্টেশনের কাছে হাটতলাতে একটি দেশি মদের দোকান দীর্ঘদিন ধরে থাকায় সমস্যায় পড়েছেন এলাকাবাসী। মদের দোকানটির পাশেই রয়েছে স্কুল, ব্যাঙ্ক, বাজার, রেল স্টেশন ও দু’টি সরকারি দফতরের কর্মী আবাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই দোকানে মদ খাওয়ার পর এলাকায় মাতলামি ও অশান্তি করে মদ্যপরা। ফলে, এলাকায় শান্তি বিঘ্নিত হয়।
এলাকার বাসিন্দা তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ মাজি বলেন, “লোকালয়ের মধ্যে ওই দেশি মদের দোকানটি থাকায় এলাকার বাসিন্দারা প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন। তাছাড়া ওই এলাকার আশপাশে আরও কিছু অবৈধ মদের দোকান তৈরি হওয়াতে সমস্যা আরও বেড়েছে। তাই আমরা দোকানটি সরানোর দাবি করছি।” আবগারি দফতরের আদ্রা সার্কেলের ওসি দেবাশিস রাহা বলেন, “গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” মদের বৈধ ও অবৈধ দোকান স্থানান্তরের দাবি জানালেন সাঁতুড়ি থানার মধুকুন্ডা বালিতোড়া, জগন্নাথডি গ্রামের মহিলারাও। বৃহস্পতিবার এই মর্মে তাঁরা মহিলা সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে সাঁতুড়ি থানায় স্মারকলিপি দেন। সংগঠনের জেলা সম্পাদিকা বন্দনা ভট্টাচার্যের অভিযোগ, “এই গ্রামগুলিতে গ্রামে বৈধ দেশি মদের দোকানগুলি লোকালয়ের মধ্যে অবস্থিত হওয়াতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এ ছাড়া, ওই এলাকায় অবৈধ চোলাই মদের ব্যবসা বাড়ায় সমস্যায় পড়েছেন মহিলারা।” পুলিশ অবশ্য অবৈধ মদের ব্যবসার অভিযোগ মানতে চায়নি। তবে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। |
|
|
|
|
|