টুকরো খবর

অসুস্থ ‘বড়মা’কে দেখে এলেন মমতা
মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা, ‘বড়মা’ বীণাপাণিদেবী ফুসফুসে সংক্রমণ নিয়ে বৃহস্পতিবার সকালে মধ্য কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হন। তাঁকে আইটিইউ-এ রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে আগামী ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। মুখ্যমন্ত্রী মহাকরণে যাওয়ার পথে বীণাপাণিদেবীকে দেখতে যান। পরে মমতা বলেন, “বড়মা যেন দ্রুত ভাল হয়ে ওঠেন। বীণাপাণিদেবী যে-চিকিৎসকের অধীনে ভর্তি রয়েছেন, সেই সুব্রত মৈত্র জানান, গত চার-পাঁচ দিন ধরেই উনি জ্বর ও সদির্র্কাশিতে ভুগছেন। সুব্রতবাবু বলেন, “এ দিন ওঁর ইকো, ইসিজি এবং এক্স-রে হয়। রক্তের বেশ কিছু পরীক্ষাও হয়েছে।”

মোস্তাফার মৃত্যুর তদন্তে কমিশন
সিপিএম বিধায়ক মোস্তাফা বিন কাশেমের মৃত্যুরহস্যের কিনারা করতে বিচার বিভাগীয় কমিশন গড়ল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে গড়া এক সদস্যের ওই কমিশন তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। গত ২৯ মে এমএলএ হস্টেলের পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় মোস্তাফার। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী ও ছেলে। মোস্তাফার ছেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বাবার মৃত্যুরহস্য উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। সেই দাবির পরিপ্রেক্ষিতেই ওই তদন্ত কমিশন গড়া হয়েছে।

‘হামলা’র কথা শুনলেন নেতারা
ছবি: দিলীপ নস্কর।

নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই মগরাহাট পূর্ব কেন্দ্রের উড়েল চাঁদপুর গ্রাম-সহ পাশাপাশি গ্রামগুলিতে সিপিএম কর্মী-সমর্থকদের উপরে হামলা চালাচ্ছে তৃণমূূল। বেশ কিছু দোকান ও ঘরবাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকালে ওই গ্রামগুলিতে যান দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম সম্পাদক সুজন চক্রবর্তী, জেলা রাহুল রায়, চন্দনা ঘোষ দস্তিদার।-সহ সিপিএমের জেলা নেতারা। কয়েকটি পরিবারের সঙ্গে তাঁরা কথা বলেন। উড়েল চাঁদপুর গ্রামের এক মহিলা জানান, নির্বাচনের ফল বেরনোর দিন সন্ধ্যায় তৃণমূল সমর্থকেরা এলাকায় বিজয়-মিছিল করে। মিছিল থেকে তাঁদের বাড়িতে তারা চড়াও হয়। মারধর করে। ভাঙচুর চালায়। একই নালিশ ওই গ্রামের আরও কয়েক জনের। তাঁদের দাবি, পুলিশ অভিযোগ নেয়নি। সুজনবাবু বলেন, “ঈশ্বরীপুর, আবাদ ঈশ্বরীপুর এবং উড়েল চাঁদপুর গ্রাম ঘুরে দেখা গেল, অন্যায় ভাবে ওরা (তৃণমূল) আমাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছে। শিশুদেরও রেয়াত করেনি। মুখ্যমন্ত্রী বলছেন, বদলা নয়, বদল চাই। কিন্তু এখানে তার উল্টো হচ্ছে। বিষয়টি পুলিশকে জানাব। মগরাহাট পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক নমিতা সাহার পাল্টা অভিযোগ, “ভোটে হেরে যাওয়ার পর থেকে ওরাই আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। বাড়ি ভেঙেছে। পুলিশকে বলে বিষয়টি মিটিয়ে ফেলেছি।”

ঝুলন্ত দেহ ব্যবসায়ীর

এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে বসিরহাট থানার ছোট জিরাফপুরে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে তাপস দে (৪০) নামে ওই ব্যক্তির দেহ নির্মীয়মাণ একটি বাড়িতে ঝুলন্ত অবস্থায় মেলে। ময়না-তদন্তের জন্য সেটি বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তদন্তকারী অফিসারদের দাবি, মৃত ব্যক্তির প্যান্টের পকেট থেকে পাওয়া একটি চিরকুট থেকে জানা যাচ্ছে, বন্ধুর কাছ থেকে প্রাপ্য টাকা ফেরত না পেয়ে মানসিক ভাবে অবসাদে ভুগছিলেন তিনি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির পাশেই মুদিখানা আছে তাপসবাবুর। তাঁর পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি এক বন্ধুকে বেশ কয়েক হাজার টাকা ধার দিয়েছিলেন তিনি। ওই টাকার একটা অংশ তাঁর ব্যবসার। বাকিটা তিনিও অন্য জনের থেকে নিয়েছিলেন। সেখান থেকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ আসছিল।

বজ্রাঘাতে মৃত্যু

বজ্রাঘাতে মৃত্যু হল এক ছাত্রের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সন্দেশখালি থানার কালীনগরের ঘোষপুর গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম শ্রীকৃষ্ণ বর (২০)। বিকেলে বাড়ির কাছে মাঠে ফুটবল খেলতে গিয়েছিলেন তিনি। সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হয়। বাড়ি ফিরে হাত-পা ধুচ্ছিলেন শ্রীকৃষ্ণ। সে সময়ে বাজ পড়ে ঝলসে যান তিনি। ঘোষপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

আড়াইশো গুলি উদ্ধার
ছবি: সুদীপ ঘোষ।

বুধবার রাতে বারাসত থানার এড়েলপোতা গ্রামে আমবাগানের মাটি খুঁড়ে তিনটি বন্দুক এবং প্রায় আড়াইশো গুলি উদ্ধার করে পুলিশ। গ্রামবাসীরাই খবর দিয়ে ডেকে আনে পুলিশকে। অন্য দিকে, গোঘাটের শ্যাওড়া পঞ্চায়েতের বেলে গ্রামের পরিত্যক্ত একটি জায়গা থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ানশটার এবং ৪টি বোমা।

Previous Story South Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.