|
|
|
|
কর্মীদের মারধর, বন্ধ বাস চলাচল |
নিজস্ব সংবাদদাতা ²বহরমপুর |
বাস -কর্মীদের মারধর করার প্রতিবাদে রামনগর ঘাট -বহরমপুর রুটের বেসরকারি সমস্ত বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।
ওই গণ্ডগোলের সূত্রপাত বুধবার দুপুরে। রেজিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কংগ্রেসের হুমায়ুন কবির বলেন, “ওই দিন বহরমপুর যাওয়ার সময়ে রামনগর টালিভাটার কাছে রাস্তার ধারে মোটরবাইক দাঁড় করিয়ে রেখেছিল আমার ছেলে। সেই সময়ে চালক এমন ভাবে বেপরোয়া বাস চালাচ্ছিল যে, মোটর বাইকটিকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার উপক্রম করে। আমার ছেলে তখন তার প্রতিবাদ করে। এর পরেই বাসের কর্মীরা রড বের করে মারতে যায়। আমার ছেলের সঙ্গে এক বন্ধুও ছিল। সে তখন আমার পরিচয় দেয়। তা সত্ত্বেও তারা মারধর করার চেষ্টা করে।” বিধায়ক বলেন, “আমার ছেলের অল্প বয়স। ফলে এদিন যখন ওই বাসটি যাচ্ছিল, তখন দাঁড় করিয়ে এক জন বাস কর্মীকে চড় -থাপ্পড় মারে। এর পরেই রুটে বাস চলাচল বন্ধ রেখে তারা বাজার গরম করতে চাইছে। আমার ছেলের মারে কোনও বাস কর্মী যদি জখম হয়ে থাকে, তাহলে তারা থানায় অভিযোগ করছে না কেন?”
স্থানীয় শক্তিপুর পুলিশ ফাঁড়ির ওসি মৃণালকান্তি সিংহ বলেন, “ওই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। এর আগেও মারধরের ঘটনা ঘটেছে, কিন্তু বাস কর্মীরা কোনও অভিযোগ দায়ের করতে রাজি হন না। ফলে আমাদের করণীয় কিছু নেই।” বাস মালিক সংগঠনের তরফে রথীন ঘোষ বলেন, “রুটে বাস বন্ধ করে দেওয়ার পরে আমরা বিষয়টি জানতে পারি। এখন বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা হচ্ছে।” |
|
|
|
|
|