টুকরো খবর |
|
বিদ্যুতের আগে পৌঁছল বিল
নিজস্ব সংবাদদাতা ² বেলডাঙা |
মিটার বসলেও এখনও বিদ্যুৎ পৌঁছয়নি। অথচ বাড়িতে পৌঁছে গিয়েছে বিদ্যুতের বিল। বেলডাঙার সুজাপুর-কুমারপুর গ্রাম পঞ্চায়েতের শতাধিক পরিবারের এমনই অভিযোগ। তাঁরা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে সে বিল পরিশোধের জন্যও বলা হয়েছে। এ ব্যাপারে বিদ্যুৎ দফতরে লিখিত অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ তাঁদের। বেলডাঙা বিভাগীয় সহকারি ভারপ্রাপ্ত বাস্তুকার বাপ্পাদিত্য মল্লিক বলেন, “বিষয়টি জানতে পেরেছি। এটা ঠিকাদার কর্মীদের ত্রুটি। এ ছাড়া কম্পিউটারে ডাটা এন্ট্রিতে ভুলের জন্য এই সমস্যা হয়েছে।” স্থানীয় বাসিন্দারা জানান, রাজীব গাঁধী বিদ্যুদয়ন প্রকল্পে এলাকার বিপিএল তালিকাভুক্ত পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। ভোটের আগে এলাকায় বিদ্যুতের খুঁটি বসে।
|
পিপুলবেড়িয়ায় শিক্ষক ঘেরাও
নিজস্ব সংবাদদাতা ² করিমপুর |
মিডডে মিলে খাবারের মান অত্যন্ত খারাপ, সেই সঙ্গে হিসেব পত্র নিয়েও রয়েছে গড়মিল। এমনই দাবিতে মুরুটিয়া থানার পিপুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষককে স্থানীয় অভিভাবকেরা প্রায় ঘণ্টা দুয়েক আটকে রাখলেন। বৃহস্পতিবার দুপুরে ওই খবর পেয়ে শেষ পর্যন্ত পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। প্রধান শিক্ষক নিমর্ল কর্মকার বলেন, “আমার বিরুদ্ধে আনা কোনও অভিযোগই ঠিক নয়।”
|
সাত বছর জেল
নিজস্ব সংবাদদাতা ² কৃষ্ণনগর |
এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে কদর আলি বিশ্বাস নামে এক যুবকের সাত বছর কারাদণ্ডের আদেশ দিল কৃষ্ণনগর জেলা আদালত। আদালত সূত্রে জানা যায়, জরিমানার টাকা ওই নাবালিকার পরিবারকে দেওয়া হবে।
|
মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা ² রঘুনাথগঞ্জ |
শাশুড়ি ও স্ত্রীকে বেধড়ক মারধর করে পালাল জামাই। বুধবার রাতে সুতির ডিহিগ্রামের ওই ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তাকিম শেখকে খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ডিহিগ্রামের আসনারা বিবির সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয়েছিল গ্রামেরই যুবক মোস্তাকিমের। প্রায়ই দু’জনের অশান্তি হত। বুধবার রাতে মোস্তাকিম আসনারাকে মারধর করেন বলে অভিযোগ। আসনারার মা আঞ্জেরা বেওয়া মেয়ের কাছে যান। ওই যুবক দু’জনকেই মারধর করেছেন বলে অভিযোগ।
|
ফর্ম তোলা নিয়ে বচসা অরঙ্গাবাদে
নিজস্ব সংবাদদাতা ² রঘুনাথগঞ্জ |
কলেজে ভর্তির আবেদনপত্র তোলা নিয়ে দু’দল ছাত্রের সংঘর্ষে জখম হয়েছেন দু’জন। বৃহস্পতিবার দুপুরে অরঙ্গাবাদ ডিএন কলেজের ওই ঘটনায় আহত দুই ছাত্রকে অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এ দিন থেকে ওই কলেজে ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে। আবেদনপত্র নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের সাহায্য করতে এগিয়ে আসে দু’দল ছাত্র। এরপরেই দু’পক্ষে বচসা বাধে। হাতাহাতিও হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ওই ঘটনায় দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
|
সিটু ছেড়ে কংগ্রেসে
নিজস্ব সংবাদদাতা ² চাকদহ |
কংগ্রেসের শ্রমিক সংগঠনে যোগ দিলেন চাকদহের রসুল্যাপুর বাজারের সিটু নিয়ন্ত্রিত ট্রেকার অ্যাসোসিয়েশনের ১৩৪ জন সদস্য। চাকদহ ব্লকের কংগ্রেসের আহ্বায়ক বিধুভূষণ চক্রবর্তী বলেন, “সিটুর ওই সদস্যেরা আমাদের কাছে লিখিত ভাবে দলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। আমরা আবেদন গ্রহণ করেছি।” বিধুবাবু জানান, সিটু নেতৃত্ব ট্রেকার শ্রমিকদের চেয়ে মালিকদের বেশি গুরুত্ব দিচ্ছিল। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই সদস্যেরা। যদিও সিপিএমের চাকদহ জোনাল কমিটির সম্পাদক অমল ভৌমিক বলেন, “এ ধরনের কোনও খবর আমার জানা নেই।”
|
নৈশবাহিনীর সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা ² নবদ্বীপ |
এক জন ফিরিয়ে দিয়েছেন ৫০ হাজার টাকা, অন্য জন ১০ হাজার। সততার জন্য নবদ্বীপের বাসিন্দা দুই রিকশা চালককে পুরস্কৃত করা হয়েছে। সম্প্রতি নবদ্বীপ থানা চত্বরে কেন্দ্রীয় নৈশবাহিনীর একটি অনুষ্ঠানে মনোরঞ্জন মোহন্ত এবং মৃদুল দাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন নদিয়ার পুলিশ সুপার-সহ জেলা পুলিশের পদস্থ আধিকারিকেরা, নবদ্বীপের পুরপ্রধান এবং বিশিষ্টেরা।
|
লরির ধাক্কায় মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা ² কৃষ্ণনগর |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। নাম চঞ্চল ঘোষ (২৩)। বাড়ি ধুবুলিয়া থানার মায়াকোল গ্রামে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ দ্বিজেন্দ্রলাল সেতুর কাছে বহরমপুরগামী একটি লরি চঞ্চলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এ দিকে, এ দিন কোতোয়ালি থানার পিডব্লুডি মোড়ের কাছে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক চালকের। তাঁর পরিচয় জানা যায়নি।
|
বোমা ফেটে জখম
নিজস্ব সংবাদদাতা ² কৃষ্ণনগর |
বোমা ফেটে গুরুতর জখম হয়েছেন একজন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম রাজকুমার মল্লিকের বাড়ি নাকাশিপাড়ায়।
|
জেলে মাদক পাচার
নিজস্ব সংবাদদাতা ² কৃষ্ণনগর |
কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে এক আবাসিকের সঙ্গে দেখা করতে এসে গোপনে তার হাতে মাদক দেওয়ার সময়ে হাতেনাতে ধরে পড়ে গেলেন এক যুবক। ধৃতের নাম সাগর বসু। পুলিশ তাকে গ্রেফতার করেছে। জেল সূত্রে জানানো হয়েছে, একটি সাবানের মধ্যে আফিম পুরে তা ওই আবাসিককে পাচার করা হচ্ছিল।
|
ফর্ম নিয়ে বচসা
নিজস্ব সংবাদদাতা ² রঘুনাথগঞ্জ |
কলেজে ভর্তির আবেদনপত্র তোলা নিয়ে দু’দল ছাত্রের সংঘর্ষে জখম হয়েছেন দু’জন। বৃহস্পতিবার দুপুরে অরঙ্গাবাদ ডিএন কলেজের ওই ঘটনা। এ দিন থেকে ওই কলেজে ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের সাহায্য করতে এগিয়ে আসে দু’দল ছাত্র। এরপরেই দু’পক্ষে বচসা বাধে।
|
দেহ উদ্ধার |
এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি বড়ঞার কল্যাণপুর-১ পঞ্চায়েতের দাসপাড়ার। মৃতের নাম রাজকুমার দাস (৫৪)। |
|