|
|
|
|
ভারতের অলিম্পিক-প্রস্তুতিতে ২৬০ কোটি |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
‘প্রোজেক্ট ওপেক্স ২০১২’! পরের বছর লন্ডন অলিম্পিকে ভাল পারফম্যান্সের লক্ষ্যে এটাই ভারতের প্রস্তুতি-শিরোনাম। আর সেই খাতে কেন্দ্রীয় সরকার এ দিন ২৬০ কোটি টাকা খরচের কথা ঘোষণা করল। মোট ১৬টি খেলাকে পদক জেতার ইভেন্ট হিসাবে বেছে নেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৮ জন বিদেশি কোচের অধীনে এই খেলাগুলোর প্লেয়াররা পরের বছরের অলিম্পিকের জন্য তৈরি হচ্ছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন।
যে খেলাগুলোকে ২০১২ অলিম্পিক পদক অর্জনের জন্য বেছে নেওয়া হয়েছে সেগুলো হল: তিরন্দাজি, অ্যাথলেটিক্সস, ব্যাডমিন্টন, বক্সিং, জিমন্যাস্টিক্স, হকি, জুডো, রোয়িং, বাইচ, শুটিং, সাঁতার, টেবিল টেনিস, তায়েকোন্ডো, টেনিস, ভারোত্তোলন এবং কুস্তি। ‘প্রোজেক্ট ওপেক্স ২০১২’ প্রোগ্রামে এই ইভেন্টগুলোর জাতীয় শিবিরে ডাক পাওয়া প্লেয়ারদের অত্যাধুনিক বিজ্ঞানভিত্তিক প্রথায় ট্রেনিং দেওয়া চলবে। ক্রীড়ামন্ত্রী মাকেন বলেছেন, “এ বছরের এপ্রিল থেকেই এই প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। আমাদের লক্ষ্য অলিম্পিকের আগে ১৬ মাসে ১৬টা খেলায় চূড়ান্ত তৈরি হয়ে লন্ডন থেকে পদক জিতে দেশে ফেরা।” |
|
|
|
|
|