ইংল্যান্ডে দু’টি ম্যাচ খেলে অবসর জয়সূর্যের |
সংবাদসংস্থা • কলম্বো |
আগামী ৩০ জুন তাঁর বয়স হবে ৪২ বছর। তবু বিশ্বের প্রবীণতম ক্রিকেটার সনৎ জয়সূর্যকেই ডাকতে হল ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার একদিনের এবং টি-টোয়েন্টি দলে। বাঁ-হাতি ওপেনারের ৪৪৪ একদিনের ম্যাচে ১৩৪২৮ রান আছে। |
|
কলম্বোয় সাংবাদিক সম্মেলনে। বৃহস্পতিবার। |
তবে নিজের নির্বাচনের খবর পাওয়ার পরেই সাংবাদিক সম্মেলন ডেকে জয়সূর্য এ দিন বলে দিয়েছেন, “কুড়ি বছর টানা আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আমি কবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেব সেটা জানানোর জন্যই এই সাংবাদিক সম্মেলন ডেকেছি। আমি ইংল্যান্ডের বিরুদ্ধে এ মাসে একমাত্র টি-টোয়েন্টি আর প্রথম একদিনের ম্যাচ খেলেই অবসর নেব। সে ক্ষেত্রে ওভালে আগামী ২৮ জুন শ্রীলঙ্কা-ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচ-ই হবে আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ ম্যাচ। তবে তার পর আমি ঘরোয়া ক্রিকেট খেলব।” সাউদাম্পটনের রোজ বোলে ১৬ জুন থেকে শেষ টেস্টের পর ইংল্যান্ড-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ ব্রিস্টলে আগামী ২৫ জুন। ওই ম্যাচেই জয়সূর্য জাতীয় দলে ফিরবেন। |
|