|
|
|
|
শেষ আটে সাইনা |
সংবাদসংস্থা • ব্যাঙ্কক |
তাইল্যান্ড ওপেন গ্রাঁ প্রি গোল্ড-এর কোয়ার্টার ফাইনালে উঠলেন সাইনা নেহওয়াল। বিশ্বের চার নম্বর ভারতীয় তারকা এ দিন জাপানের মিতানি মিনাৎসুকে ৪৬ মিনিটের ম্যাচে হারান ২১-১৩, ১৫-২১, ২১-৭। এ বার শেষ চারে ওঠার যুদ্ধে সাইনার সামনে টুর্নামেন্টের সপ্তম বাছাই জেরুই লি। |
|
পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে উঠেছেন পি কাশ্যপ এবং সৌরভ বর্মা। কাশ্যপ এখানে ১৪ নম্বর বাছাই। আজ মালয়েশিয়ার মহম্মদ আরিফ আব্দুল লতিফকে ২১-১৬, ১৯-২১, ২১-১২ হারাতে কাশ্যপ নিলেন ৫৮ মিনিট। তবে এ বার তাঁর সামনে শীর্ষ বাছাই, চিনের চেন লং। অন্য দিকে, সৌরভ বর্মা এ দিনও খেললেন দারুণ ফর্মে। মালয়েশিয়ার বেন হং কুয়ানকে তিনি হারান ২১-১৯, ২৩-২৫, ২১-১৪। সৌরভের পরের ax তৃতীয় বাছাই সুং হোয়ান পার্কের বিরুদ্ধে।
সিঙ্গলসে এগোলেও ডাবলসে কিন্তু ভারতের জন্য দিনটা মোটেই ভাল গেল না। রূপেশ কুমার-সানাভে টমাস জুটি চিনের বিয়াও চাই-ঝেংডং গুয়োর কাছে হারলেন ৮-২১, ১৪-২১। আর মেয়েদের ডাবলসের অষ্টম বাছাই জ্বালা গাট্টা-অশ্বিনী পুনাপ্পা তো প্রথম রাউন্ডই টপকাতে পারলেন না। |
|
|
|
|
|