|
|
|
|
সোনাজয়ীকে চেনেন না বিওএ কর্তাই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জাতীয় গেমসে ছয়টি সোনাজয়ী সৌরভ চক্রবর্তীকে দেখে রাজ্য অলিম্পিক সংস্থার সচিব প্রশ্ন করলেন, “তুমি কি বাংলার হয়ে খেলেছ?” একেবারে খোদ ক্রীড়ামন্ত্রীর সামনেই। সৌরভ মাসখানেক আগেও বাংলার হয়ে সোনা এনেছেন রাঁচি জাতীয় গেমস থেকে। গেমসে বাংলার মাত্র চারটি সোনা ছিল সব খেলা মিলিয়ে। সচিব কমলেশ চট্টোপাধ্যায়ের প্রশ্নে বিব্রত সৌরভ বলেন, “কেন খেলব না?” বি ও এ সচিব বলেন, “তোমায় তো দেখি না!” সৌরভ জবাব দেন, “আমি তো তিনটে জাতীয় গেমসে বাংলার হয়ে খেলেছি।”
সৌরভকে ডেকেছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। বাংলার হয়ে অনেক পদক জিতেও কিছু না পাওয়ায় সৌরভের ক্ষোভের খবর পেয়ে। নেতাজি ইন্ডোরে তিনি আশ্বাস দেন সৌরভের পাশে দাঁড়ানোর। একটু সময় চান, সবে ক্ষমতায় এসেছেন বলে। তার পরেই বিওএ সচিবের প্রবেশ। ক্ষুব্ধ সৌরভ ঘটনার বিবরণী দিয়ে বলেন, “উনি বোধহয় মন্ত্রীর সামনে বোঝাতে চাইছিলেন, আমি বাংলার হয়ে খেলি না। আগের দিন আমি ও আর এক সোনাজয়ী টিটি প্লেয়ার অনির্বাণ নন্দী বিওএ দফতরে গেছিলাম। উনি ফিরেও তাকাননি।” প্রসঙ্গত, সৌরভ-অনির্বাণ জাতীয় গেমসে বাংলার হয়ে সোনা জেতায় তাঁদের এক লক্ষ টাকা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল বিওএ। সেটা নিয়ে উচ্চবাচ্য হয়নি। গেমসে দীপেন্দু বিশ্বাসের নেতৃত্বে সোনা জেতেন বাংলার ফুটবলাররা। তাঁদেরও কিছু দেওয়া হয়নি বিওএ-র তরফ থেকে। |
|
|
|
|
|