|
|
|
|
|
বাম সরকারের স্বপ্নের অ্যাকাডেমি
বাতিল করল বায়ার্ন মিউনিখ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
বামফ্রন্ট সরকারের আমলে হইচই ফেলে দিয়েছিল বর্ধমানে ওই আন্তর্জাতিক ফুটবল অ্যাকাডেমির প্রস্তাব। শেষ পর্যন্ত প্রায় নিঃশব্দে বহু আলোচিত বায়ার্ন মিউনিখ ফুটবল অ্যাকাডেমি বাতিলই করে দিল বিশ্বখ্যাত জার্মান ক্লাব। অনেকটা এগিয়েও।
সরকারের দিক থেকে নিষ্ক্রিয়তাই এর কারণ। বায়ার্নের যে কর্মকর্তা এই ব্যাপারে ঘনঘন কলকাতা আসতেন, সেই মার্টিন হেগলেই প্রকাশ্য সেমিনারে এই কথা বলে দিলেন। নয়াদিল্লিতে সব ফুটবল কর্তাদের সামনেই। হেগলে বায়ার্নের আন্তর্জাতিক বিভাগের প্রধান।
বৃহস্পতিবার সেমিনারে উপস্থিত ইংল্যান্ড ও চেলসির প্রাক্তন তারকা গ্রেম লে সক্স বলেন, “চেলসি চিনে অ্যাকাডেমি ভাল চালাচ্ছে।” ওই প্রেক্ষাপটেই বায়ার্ন কর্তা হতাশার সুরে বলেন, “আমরাও ভারতে কলকাতার কাছে অ্যাকাডেমি গড়ার চেষ্টা করেছিলাম। তা আর হল না। পরিকাঠামোর অভাব বলে আমরা রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলাম। তার কোনও জবাব পর্যন্ত আসেনি। আমরা প্রকল্প বাতিল করে দিয়েছি।”
বায়ার্ন কর্তাদের সঙ্গে বর্ধমানে এই অ্যাকাডেমি করার ব্যাপারে প্রধান উদ্যোগ নেন প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। বার কয়েক মিউনিখে যান তিনি। বায়ার্ন কর্তারাও বর্ধমানে আসেন। সেখানে অনেকটা ফাঁকা জমি দেখানো হয়। শেষ পর্যন্ত সেই বহু আলোচিত অ্যাকাডেমি বাতিলই হয়ে গেল। |
|
|
|
|
|