|
|
|
|
দল পাচ্ছেন না হাউটনের দুই তারকা ছাত্র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দীপক মণ্ডল এবং রেনেডি সিংহবব হাউটনের জাতীয় দলের অতি নির্ভরযোগ্য দুই তারকার এখনও আই লিগ খেলার জন্য কোনও ক্লাব দল নেই। তা সত্ত্বেও অবসরের কথা ভাবছেন না তাঁদের কেউই। দীপক, রেনেডির মতো আই লিগের দল জাতীয় পাননি মঞ্জু, জেমস সিংহ, গোবিন সিংহরাও। ভাইচুং সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তাঁর সিকিম ইউনাইটেডেই খেলবেন। দ্বিতীয় ডিভিশনেই। |
|
মোহনবাগান এখনও কথা বলেনি তাদের অভিজ্ঞ স্টপার দীপকের সঙ্গে। টানা ১৪ বছর ক্লাব ও জাতীয় দলে খেলার পর দেশের অন্যতম সেরা ডিফেন্ডার এখনও ডাক পাননি কোনও দল থেকে। ইউনাইটেড স্পোর্টস থেকে ঝামেলার আগে বাজিয়ে দেখা হয়েছিল মাসখানেক আগে। তার পর আর কেউ কিছু বলেনি। ‘অর্জুন’ স্টপার অবশ্য এতে ভেঙে পড়ছেন না। বলে দিলেন, “গত বারও এ রকম হয়েছিল। শেষ পর্যন্ত মোহনবাগান ডেকেছিল। এ বারও দেখবেন শেষ পর্যন্ত আই লিগেরই কোনও দলে খেলছি।” কিন্তু কোন দলে? ঝাড়খণ্ডের ছেলে ভাঙেন না, “দেখুন না কী হয়।” তা হলে কি কলকাতার বাইরে চলে যাচ্ছেন দীপক? “যদি কলকাতার কোনও দলে সুযোগ না পাই, চলে যাব বাইরে। কোনও সমস্যা নেই। তবে অবসর নিচ্ছি না। আরও অনেক দিন খেলার ইচ্ছে আছে আমার।”
দীপকের মতো অত ম্যাচ খেলেননি রেনেডি। গত বছর চোটের জন্য প্রায় মাঠের বাইরেই কাটিয়েছেন। শেষ পর্যন্ত খেলেন সিকিম ইউনাইটেডে। এ বারও ভাইচুং ভুটিয়া তাঁকে খেলার প্রস্তাব দিয়ে রেখেছেন। সিকিম কর্তারা রেনেডি তাঁদের হয়ে খেলবেন বলে দাবি করলেও বিশ্বস্ত সূত্রের খবর মণিপুরের মিডিও এখনও চেষ্টা চালাচ্ছেন আই লিগের কোনও টিমে নাম লেখাতে। মঞ্জুও তাই। আই লিগেই তাঁর খেলার ইচ্ছে। রেনেডি বলে দিলেন, “আমি এখনও কোথাও সই করিনি। কয়েকটা ক্লাবের সঙ্গে আমার কথা চলছে।” তিনি আশায় গোয়ায় ডাক পাবেন কোনও ক্লাবে। ভাইচুংরা আশায়, গোবিনদের মতো অনেককে পাওয়া যাবে। |
|
|
|
|
|