|
|
|
|
দল বদলে উল্টো নীতি দুই প্রধানের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মোহনবাগানে ‘গণ বাতিল’ এবং ইস্টবেঙ্গলে ‘ধরে রাখো’। এ বারের দল বদলে মোটামুটি এটাই স্লোগান দুই প্রধানের। একেবারে উল্টো।
ওডাফা ওকোলি, রহিম নবি এবং এন প্রদীপকে সই করিয়ে ‘চমক দিয়ে’ মোহনবাগানের প্রধান কর্তারা গ্রীষ্মকালীন ছুটি কাটাতে বিদেশে। কোচ নির্বাচন থেকে বাকি দুই বিদেশি-সহ কাদের নেওয়া হবে তার কোনও আলোকপাত না করেই বিদেশে চলে গিয়েছেন তাঁরা। যথেষ্ট অগোছাল হয়ে রয়েছে সবুজ-মেরুন। জুনের মাঝামাঝি কর্তারা ফেরার পর জানা যাবে, দলে অনিলকুমার, লালকমল ভৌমিকের মতো নতুন কারা সামনের মরসুমে খেলবেন। পুণের লেস্টার ফার্নান্ডেজ, হ্যালের মুরলী, ইন্ডিয়ান অ্যারোজের জুয়েল রাজার কথা কবে সরকারি ঘোষণা হবে।
তবে মোহন-কর্তারা গণ বাতিলের একটা অদৃশ্য তালিকা ঝুলিয়ে দিয়ে গিয়েছেন ক্লাবে। ক্লাব সূত্রের খবর, এ মরসুমে ট্রফিহীন টিমের অর্ধেক ফুটবলারকেই পরের মরসুমে না রাখার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। চার বিদেশির মধ্যে শুধুমাত্র ব্যারেটোকে রেখে দেওয়া হচ্ছে। চিডি, মুরিতালা এবং ডায়মন্ডস্টার বাতিলের তালিকায়। এঁদের সঙ্গে বাতিল করে দেওয়া হয়েছে দীপক মণ্ডল, জয়ন্ত সেন, ইসফাক আমেদ, সাগ্রাম মাণ্ডি, বিশ্বজিৎ সাহা, হরপ্রীত সিংহ, নিজামুদ্দিন-সহ মোট ১৫ জন ফুটবলারকে। এঁদের মধ্যে কেউ সালগাওকরে, কেউ ভবানীপুরে নাম লিখিয়েছেন। জয়ন্ত সেন, করণ অটওয়ালদের মতো অনেকে আবার ঝুলেও আছেন।
ইস্টবেঙ্গল অবশ্য তাদের গত বারের দলটি প্রায় ধরে রেখেছে। গুছিয়ে ফেলেছে নতুন মরসুমের দল। মেহরাজ, রাজীব ঘোষ, নাসিম আখতার, আলেসান্দ্রো এবং লিয়েনে আসা বিশ্বরূপ দেবকে বাতিল করা হয়েছে। চার্চিল ব্রাদার্স বা ইন্ডিয়ান অ্যারোজ থেকে তুলনায় অনেক ভাল ফুটবলার নিয়েছে লাল-হলুদ। কোচ এবং সহকারী কোচ নির্বাচনও শেষ। চতুর্থ বিদেশি নিয়ে কোনও তাড়াহুড়ো করছে না আই লিগ রানার্সরা। এখন তারা খোঁজ করছে রহিম নবির জায়গায় একজন ‘ইউটিলিটি’ ফুটবলারের। আই লিগে কলকাতার তৃতীয় শক্তি ইউনাইটেড স্পোর্টস ক্লাবের দু’জন বিদেশি-সহ আঠারো ফুটবলারের সঙ্গে চুক্তি হয়ে আছে। কর্তারা কথা বলছেন আরও কয়েক জনের সঙ্গে। তাঁদের মধ্যে দীপক-জয়ন্তও আছেন। তবে এই ক্লাবের সব থেকে বড় মাথাব্যথা এখন নতুন স্পনসরের সঙ্গে চুক্তি পাকা করা। |
যাঁরা বাতিল |
মোহনবাগানে: চিডি, মুরিতালা, ডায়মন্ডস্টার, দীপক মণ্ডল, জয়ন্ত সেন, ইসফাক আমেদ,
সাগ্রাম মান্ডি, হরপ্রীত সিংহ,
বিশ্বজিৎ সাহা, নাজিমুদ্দিন, রাহুলকুমার, করণ অটওয়াল,
শেখ আজিম, অমর দে,
প্রলয় দত্ত।
ইস্টবেঙ্গলে: মেহরাজউদ্দিন, রাজীব ঘোষ, নাসিম আখতার, বিশ্বরূপ দেব,
আলেকজান্দ্রো (নবিকে রাখতে চাইলেও তিনি চলে গেছেন মোহনবাগানে)।
|
|
|
|
|
|
|