আমরা তরুণরা চাপ নিতেই চাইছি, বললেন কোহলি |
সংবাদসংস্থা • পোর্ট অব স্পেন |
দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে ভারত হারানোর পর দলের তরুণদের হয়ে ব্যাট ধরলেন বিরাট কোহলি। বললেন, “ভারতের তরুণ ক্রিকেটাররা চাপ নিতে চাইছে। আমরা প্রতিটা ম্যাচে উন্নতি করতে চাইছি। যে কোনও সুযোগই আমরা ছাড়তে রাজি নই।”
দ্বিতীয় একদিনের ম্যাচে ১০৩ বলে ৮১ করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি। ৫৩ ইনিংস খেলে পূর্ণ করলেন ২০০০ রানও। নভজ্যোত সিংহ সিধু এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (৫২ ইনিংস) ঠিক পিছনে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম দু’হাজার রান কোহলরিই। বুধবার গভীর রাতে ম্যাচ শেষে তিনি বলেছেন, “আগে আমি ক্রিজে গিয়ে ধড়ফড় করতাম। সব সময় তাড়াতাড়ি রান তোলার চেষ্টা করতাম। এতে নিজের ও দলের ক্ষতিই হত। কিন্তু এখন বুঝেছি ক্রিজে গোড়ার দিকে টিকে থাকলে পরে গিয়ার পাল্টে ইচ্ছে মতো মারতে পারব। একবার জমে যেতে পারলে পরিস্থিতি আর হাতের বাইরে চলে যাবে না আমার।” কোহলি জানাচ্ছেন, দলের সিনিয়র ক্রিকেটারদের পরামর্শেই বল জোরে মারার বদলে বলের পেস ব্যবহার করে শট মারার দিকেই এখন বেশি মন দিচ্ছেন তিনি। পাশাপাশি কোহলি স্বীকার করেছেন চলতি ক্যারিবিয়ান সিরিজে ভারতীয় টিমের একটি স্ট্র্যাটেজিতিরিশ ওভার পর্যন্ত প্রথম তিন ব্যাটসম্যানের অন্তত এক জনকে টিকে থাকতে হবে। কুইন্স পার্ক ওভালে গতকাল পার্থিব পটেলের (৫৬) সঙ্গে পার্টনারশিপে কোহলি তোলেন ১২০ রান। বৃষ্টির পর স্লো হয়ে যাওয়া পিচে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন এই দু’জন ব্যাটসম্যান। বিশেষ করে ম্যাচ ডাকওয়ার্থ লুইস নিয়মে চলে গিয়ে ভারতের জয়ের টার্গেট কিছুটা ভজগট হয়ে দাঁড়ানোর পরে। |
|
হাফ সেঞ্চুরি করার পথে বিরাট কোহলি। বুধবার পোর্ট অব স্পেনে। |
একদিনের ক্রিকেটে দু’হাজার রানের গণ্ডি পেরনোয় খুশি কোহলিও। “দু’হাজার রান হয়ে গেল। এ বার আমি আরও দায়িত্ব নিয়ে খেলতে চাই।” অধিনায়ক সুরেশ রায়নাও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কোহলিদের। “বিরাট আর পার্থিব দারুণ ব্যাট করল। আর বোলিংয়ে অমিত ছিল অসাধারণ। মুনাফও উইকেট তুলছে এই সফরে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিরাটের দায়িত্ব নিয়ে ব্যাটিং করে দলকে জেতানোটা।” সঙ্গে রায়না যোগ করেছেন, “একদিনের সিরিজটা জেতার খুব ভাল জায়গায় আমরা পৌঁছে গিয়েছি। পরের তিনটে ম্যাচের একটা জিতলেই সিরিজ ভারতের।” পরের ম্যাচ আগামী শনিবার। অ্যান্টিগায় ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট গ্রাউন্ডে। এই ম্যাচ জিতলেই পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ৩-০ এগিয়ে পকেটে পুরবে ভারত।
কায়রন পোলার্ড গতকালের ম্যাচে খেললেও কোনও অজানা কারণে (ক্যারিবিয়ান ক্রিকেটমহল ভাবছে রোটেশন পদ্ধতি) এই ম্যাচে আবার ছিলেন না ডোয়েন ব্র্যাভো। প্রতি ম্যাচেই কোনও একজন অপরিহার্য ক্রিকেটারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। হতাশ ক্যারিবিয়ান শিবির থেকে অধিনায়ক ডারেন স্যামি ফের ব্যাটসম্যানদের উপর তাঁর বিরক্তি উগরে দিয়েছেন। “আমাদের ব্যাটসম্যানরা শুরুটা খারাপ করেনি। কিন্তু রান তোলার গতি বজায় রাখতে পারেনি। আমরা অন্তত ৩০ রান কম করেছি। সবচেয়ে দুর্ভাগ্যজনক ৩৪ ওভারে ১৭৫-৩ থেকে আমরা পরের ১৬ ওভারে মাত্র ৬৫ রান তুলেছি। ২৪০ রানে আটকে গিয়েছি।” মার্লন স্যামুয়েলসের প্রশংসা করলেও স্যামি বলেন, “মার্লন ধারাবাহিকতা দেখাচ্ছে ঠিকই তবে ওকে মাইকেল বিভানের মতো ভাল ফিনিশার হতে হবে।” ভারতীয় বোলারদের মধ্যে অমিত মিশ্রই তাঁর ব্যাটিং লাইন আপের সামনে সবথেকে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেন বলে স্যামির ধারণা। বলেছেন, “অমিতের স্পিন খেলতে আমাদের অসুবিধা হচ্ছে। ওর পুরনো ভিডিওগুলো জোগাড় করে দেখতে হবে। সেই অনুযায়ী ঠিক করতে হবে আমরা ওকে কী ভাবে পরের ম্যাচগুলোয় খেলব।” |
|