টুকরো খবর
|
পৌলমীদের কাজে লাগাচ্ছে পুরসভা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পরে কাঁকুরগাছিতে চালু হচ্ছে এ পি সি স্পোর্টস কমপ্লেক্স। টেবল টেনিস ও সাঁতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকছে সেখানে। ভবিষ্যতে এখানে টিটি অ্যাকাডেমি গড়ার পরিকল্পনা রয়েছে পুরসভার। দুই টিটি তারকা পৌলমী ঘটক ও সৌম্যদীপ রায়কে নিয়ে এ দিন জায়গাটি পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, মেয়র শোভন চট্টোপাধ্যায়। মেয়র বলেন, “রাজনৈতিক কারণে এই কমপ্লেক্স বন্ধ রাখা হয়েছিল।”
২৫ লক্ষ টাকায় নতুন সংস্কার করা পুরসভার এই কমপ্লেক্সে টেবলটেনিসের ব্যবস্থা দেখে উচ্ছ্বসিত পৌলমী-সৌম্যদীপ। এই টিটি দম্পতির উপরই দায়িত্ব দেওয়া হয়েছে, কী ভাবে উন্নতি করা যায় টিটি হল-এর তা দেখতে। পৌলমী বললেন, “আমরা আরও বছর পাঁচেক খেলব। আমাদের কাছে টিটি অ্যাকাডেমির ব্যাপারে নানা পরামর্শ চাওয়া হয়েছে। দুর্দান্ত জায়গাটা। যদি ভাল করে বানানো হয়, এত ভাল ইন্ডোর ব্যবস্থা কলকাতায় নেই। আমরা কলকাতায় থাকলে এখানে প্র্যাক্টিস করতে চাই।” কারা এখানে কোচিং দিতে পারেন, এ নিয়ে পৌলমীদের পরামর্শ চেয়েছেন মন্ত্রী ও মেয়র। সদ্য খেলা ছাড়া অমিত দাসদের মতো কয়েক জন তরুণ কোচের কথা ভাবছেন পৌলমীরা।
|
আজ ফের ক্রিকেটে মোহন-ইস্ট |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দিন কয়েক আগেই বৃষ্টিবিঘ্নিত এ এন ঘোষ ট্রফির সেমিফাইনালে মোহনবাগান হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলকে। আজ স্থানীয় ক্রিকেটে ফের বড় ম্যাচ। ফের মুখোমুখি মোহন-ইস্ট। তবে এ বার আলাদা ফর্ম্যাট। জে সি মুখোপাধ্যায় ট্রফি ফাইনালে লড়াই কুড়ি-কুড়ি ওভারের। তাই বদলার ম্যাচ হলেও সতর্ক ইস্টবেঙ্গল অধিনায়ক শিবসাগর সিংহ। ম্যাচের আগের দিন বললেন, “এটা তো অন্য ফর্ম্যাট। কুড়ি ওভারের খেলায় অল্প সময়ের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে।” অন্য দিকে মোহনবাগান কোচ পলাশ নন্দীও টি-টোয়েন্টি ম্যাচ বলে আগের বড় ম্যাচের সঙ্গে কোনও তুলনাতে যেতে রাজি নন। বললেন, “কুড়ি ওভারের ম্যাচ সব সময়ই পঞ্চাশ-পঞ্চাশ। যে ভাল ব্যাট করবে সেই জিতবে। এখানে স্ট্র্যাটেজি ঠিক করার কিছু নেই।” তবে চোটের জন্য মোহনবাগান শুক্রবারের ম্যাচে শুভময় দাসকে না-পাওয়ায় একটু হলেও ব্যাকফুটে।
|
আমের নিয়ে অস্বস্তিতে পড়েছে আইসিসি |
সংবাদসংস্থা • লন্ডন |
ম্যাচ গড়াপেটায় নির্বাসিত পাক পেসার মহম্মদ আমেরকে কোনও অর্থ দেওয়া হয়নি তাদের হয়ে ক্লাব ম্যাচ খেলার জন্য, জানিয়ে দিল অ্যাডিঙ্গটন। সারে লিগের এই ক্লাবের হয়ে নির্বাসনের মধ্যে খেলে নতুন ঝামেলায় জড়িয়েছেন আমের। এমনকী ইংল্যান্ড বোর্ড অস্বস্তিতে, তাদের অনুমোদিত একটি ক্লাব নির্বাসিত ক্রিকেটারকে খেলানোয়। ইসিবি এখন আইসিসি-র কাছে আমেরের নির্বাসনের শর্তাবলী জানতে চেয়েছে। যাতে প্রয়োজনে নিজেদের গা বাঁচানো যায়। ক্রিকেটমহলের একটি অংশের আবার ব্যাখ্যা, নতুন ঝামেলায় জড়ানোয় আমেরের পাঁচ বছরের নির্বাসেনর মেয়াদ আরও বেড়ে যেতে পারে। তবে সারে লিগের ক্লাব তাঁকে খেলার জন্য কোনও অর্থ দেয়নি জানানোয় সামান্য হলেও আমের স্বস্তি পেলেন।
|
লি-হেশকে নড়বড়ে দেখাচ্ছে |
সংবাদসংস্থা • লন্ডন |
কুইন্স পার্ক টুর্নামেন্টে ডাবলস কোয়ার্টার ফাইনালে উঠলেন লিয়েন্ডার-মহেশ। জার্মানিতে হ্যাল ওপেনে ইন্দো-পাক জুটি বোপান্না-কুরেশি শেষ চারে ওঠার পরের দিনই লন্ডনে লি-হেশের ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাঁদের এ বারের ঘাসের কোর্ট মরসুম জয় দিয়ে শুরু করলেও তেমন উজ্জ্বল কিন্তু শুরু হল না। তৃতীয় বাছাই লি-হেশ সুপার টাইব্রেকে তুমুল লড়াইয়ের পর কোনওক্রমে স্থানীয় ব্রিটিশ জুটি ফ্লেমিং-হাচকিন্সকে হারালেন ৬-৪, ১-৬, ১৫-১৩। এ বার ভারতীয় জুটির সামনে অবাছাই স্লোভাক টিম পোলাসেক-জেলেনে। তাঁরা আবার ষষ্ঠ বাছাই মুডি-নর্ম্যানকে হারিয়ে শেষ আটে উঠে চমকে দিয়েছেন।
|
জার্মানি ছেড়ে দিলেন ক্লোজে |
সংবাদসংস্থা • মিউনিখ |
জার্মানির অন্যতম সেরা স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে জার্মানি ছাড়লেন। বায়ার্ন মিউনিখ ছেড়ে তিনি নাম লেখালেন ইতালির অন্যতম সেরা ক্লাব লাৎজিওতে। ক্লোজেকে পেতে আগ্রহী ছিলেন ভ্যালেন্সিয়া, এভার্টনের মতো নামী ক্লাব। কিন্তু ক্লোজে লাৎজিওতে গেলেন। “আমি খোঁজ নিয়ে দেখলাম, লাৎজিও খুব ভাল দল বানিয়েছে। তাই ওই ক্লাবেই সই করলাম।” দু’বছরের চুক্তিতে সই করলেন ক্লোজে।
|
জলপ্রপাতের সামনে ক্রিকেট |
সংবাদসংস্থা • হারারে |
বিশ্বের সেরা সাত প্রাকৃতিক বিস্ময়ের অন্যতম, ভিক্টোরিয়া জলপ্রপাতের সামনে ক্রিকেট স্টেডিয়াম করছে জিম্বাবোয়ে। হারারে স্পোর্টস ক্লাব এবং বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাবের পর এটি হবে দেশের তিন নম্বর ক্রিকেট মাঠ। জিম্বাবোয়ে সরকার জানিয়েছে, একশো মিটার উঁচু, প্রায় এক মাইল চওড়া জলপ্রপাতের খুব কাছে জঙ্গল কেটে স্টেডিয়াম হবে। তিন বছরের মধ্যে স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। জিম্বাবোয়েতে ক্রিকেট-পর্যটনকে অন্যতম আকর্ষণ হিসাবে তুলে ধরতেই এই উদ্যোগ।
|
দুঃস্থদের পাশে গৌরমাঙ্গি |
মণিপুরের দুঃস্থ শিশু ফুটবলারদের উৎসাহ দিতে এ বার উদ্যোগী জাতীয় দলের এক নম্বর স্টপার গৌরমাঙ্গি সিংহ। নিজের গ্রাম আওয়াং সেকমাইয়ে গৌরমাঙ্গি এবং চার্চিল ব্রাদার্সে তাঁর সতীর্থ মণিপুরি ফুটবলার চিত্রাসেন সিংহ মিলে এ দিন থেকে তিন দিনের একটি ক্যাম্প করছেন অনূর্ধ্ব চোদ্দো ছেলেদের নিয়ে। গৌরমাঙ্গি ফোনে বললেন, “ছোটদের মধ্যে ফুটবলকে ভাল লাগাতেই এই ক্যাম্প। প্রায় ২০০ জন যোগ দিচ্ছে। ওদের জার্সি-বুটও দেওয়া হবে।” ভারতের ফুটবলারদের অ্যাসোসিয়েশন (এফপিএ) তাঁকে এই ক্যাম্প করার ব্যাপারে সাহায্য করছে বলেও জানান গৌরমাঙ্গি।
|
অন্য খেলায় |
হাওড়া স্পোর্টিং ক্লাব এবং সাঁতরাগাছি স্বামী বিবেকানন্দ স্পোর্টস ক্লাবের যৌথ উদ্যোগে এক মাস ব্যাপী টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল রবিবার, হাওড়া ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে। খেলা শুরু বিকাল ৫টায়।
তালতলা ক্যারম ফোরাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার ওয়েভার্লি লেন এবং এসএন ব্যানার্জি রোডের মোড়ে। |
|