|
|
|
|
লরির ধাক্কায় মৃত্যু, দেহ নিয়ে অবরোধ |
নিজস্ব সংবাদদাতা ²আমতা |
লরির ধাক্কায় একটি শিশুর মৃত্যুতে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল হাওড়ার আমতায়। দুর্ঘটনাটি ঘটে কলাতলা মোড়ের কাছে। উত্তেজিত জনতা লরিটিতে ভাঙচুর চালায়। তার পরে দেহ রেখে এক ঘণ্টা অবরোধ করে। পুলিশ অবরোধ তুলতে গেলে ধস্তাধস্তি হয়। মৃতের নাম রুকসা খাতুন (৬)। বাড়ি আমতার চন্দ্রপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিদির সঙ্গে রুকসা আমতা-রানিহাটি রোড ধরে হেঁটে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। সেই সময়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রুকসাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পরেই জনতা লরিটি আটকে ভাঙচুর চালায়। চালক অবশ্য পালিয়ে যান। তার পরে রুকসার দেহ রেখে প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলতে থাকে। এর ফলে, বাগনান-আমতা এবং রানিহাটি-আমতা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। |
|
নিজস্ব চিত্র। |
অবরোধ তুলতে এসে জনতার বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। দু’পক্ষের ধস্তাধস্তিও হয়। রুকসার পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি তোলেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, কলাতলা মোড়ে সব সময়ে একাধিক রুটের বাস এবং লরি দাঁড়িয়ে থাকে। ফলে, পথচারীদের যাতায়াতে অসুবিধা হয়। প্রায়ই দুর্ঘটনা ঘটে। ওই মোড়ে স্থায়ী ভাবে ট্রাফিক পুলিশ মোতায়নেরও দাবি জানান তাঁরা। শেষ পর্যন্ত পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে এসে দাবিপূরণের আশ্বাস দিলে অবরোধ ওঠে। |
|
|
|
|
|