রাজনৈতিক অশান্তিতে আরামবাগ ব্লকের ১৫টি পঞ্চায়েতে অচলাবস্থা চলছে মাস দেড়েকেরও বেশি সময় ধরে। সেই অচলাবস্থা কাটাতে উদ্যোগী হলেন তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। বৃহস্পতিবার ব্লক অফিসে তিনি ওই সব পঞ্চায়েতের প্রধানদের ডেকে ‘সমন্বয় বৈঠক’ করেন। উপস্থিত ছিলেন বিডিও মৃণালকান্তি গুঁই-সহ প্রশাসনের আধিকারিকরা। প্রসঙ্গত, সব ক’টি পঞ্চায়েতই রয়েছে বামেদের দখলে। ১৪টি সিপিএমের, ১টি সিপিআইয়ের। বিধানসভা নির্বাচনের পর থেকেই পঞ্চায়েতগুলিতে স্বাভাবিক কাজকর্ম হচ্ছিল না। তৃণমূল কর্মী-সমর্থকেরা কোনও পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলছিলেন, কোথাও আবার তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ তুলছিলেন প্রধান। লেগে ছিল ঘেরাও, অবরোধ। বিধানসভা ভোটে তৃণমূল জেতার পরে হামলার আশঙ্কায় অনেক পঞ্চায়েতেই প্রধানেরা আসা বন্ধ করে দেন। তৃণমূলের ‘সন্ত্রাসে’ তাঁদের অনেক পঞ্চায়েত সদস্য ঘরছাড়া বলেও দাবি সিপিএমের। এই পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম। গ্রামোন্নয়ন সমিতিগুলিতেও কাজ হচ্ছিল না। সেই অচলাবস্থা কাটাতেই এ দিন বৈঠক ডাকেন আরামবাগের বিধায়ক। প্রধানদের তিনি নির্ভয়ে এবং স্বচ্ছ ভাবে কাজের কথা বলেন। নিরাপত্তার ব্যাঘাত ঘটলে কড়া পদক্ষেপ করারও আশ্বাস দেন। বিধায়ক বলেন, “প্রধানেরা যে সব সমস্যার কথা বলেছেন, তা মেটানো হবে। পঞ্চায়েতের স্বাভাবিক পরিষেবা বজায় রাখার কথা বলা হয়েছে।” বিডিও বলেন, “বৈঠক ফলপ্রসূ হবে বলে আমি নিশ্চিত। প্রধানদের নানা প্রশ্নের জবাব দেন বিধায়ক। তিনি প্রধানদের নিরাপত্তা নিশ্চিত করেছেন।”
|
বাসের ধাক্কায় সাইকেল আরোহী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের ভাগীরথী লেনের কাছে জিটি রোডে। পুলিশ জানায়, মৃতের নাম বকুলরঞ্জন দে (৭২)। বাড়ি দে স্ট্রিটে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুর ১২টা নাগাদ গ্যাসের বুকিং করাতে গিয়েছিলেন বকুলরঞ্জনবাবু। কাজ সেরে সাইকেলে চাপতেই শ্রীরামপুর-বাগখাল রুটের একটি বাস তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। ওই সময়েই রিষড়া থানার ওসি নিরুপম ঘোষ সেখান দিয়ে যাচ্ছিলেন। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে তিনি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যান। তবে, শেষ রক্ষা করা যায়নি। হাসপাতালে আনার পরে চিকিৎসকেরা বকুলরঞ্জনবাবুকে মৃত বলে ঘোষণা করেন। বাসটিকে আটক হয়েছে। ধরা পড়েছেন চালক।
|
গত রবিবার বাগনানের হিজলকে ‘বসুধৈব উৎস প্রাণ’ পত্রিকার ৪৮ তম সাহিত্যসভা হয়ে গেল স্নেহাঞ্জলি প্রাকৃতিক ভেষজ উদ্যানে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে গাছের উপযোগিতা, জীবনে পরিবেশ ও প্রকৃতির প্রভাব ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। পত্রিকার গ্রীষ্ম সংখ্যাটি প্রকাশ করেন পরিবেশবিদ এবং উদ্ভিদবিজ্ঞানী দুলালচন্দ্র পাল। আয়োজন করা হয়েছিল সাহিত্য পাঠ এবং গানের আসরেরও।
|
একটি কাপড়ের দোকানে আগুন লেগে আতঙ্ক ছড়াল হাওড়া ময়দান সংলগ্ন হাওড়া হাট এলাকায়। বৃহস্পতিবার বেলা ২টো নাগাদ জি টি রোডের পাশে একটি মার্কেট কমপ্লেক্সের মধ্যে ওই দোকানে আগুন লাগে। দোকানের একাংশ পুড়ে যায়। দমকলের ১০টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী জাভেদ খান। দমকলের অভিযোগ, দাহ্য বস্তুতে ঠাসা দোকানে অগ্নি নির্বাপণের ব্যবস্থা ছিল না।
|
এক কিশোরীর মৃতদেহ মিলল। বৃহস্পতিবার, বালির বেলানগরে। মৃতার নাম ববিতা দাস (১৭)। পুলিশ জানায়, বুধবার রাত থেকে নিখোঁজ ছিল সে। ওই রাতে থানায় নিখোঁজ ডায়েরিও হয়। বৃহস্পতিবার স্থানীয় পুকুরে এক কিশোরীর মৃতদেহ ভাসতে দেখেন বাসিন্দারা। মা গৌরী দাস ববিতাকে শনাক্ত করেন। এটি আত্মহত্যা কি না, তদন্ত করছে পুলিশ। |