উত্তরপাড়া প্যারীমোহন কলেজ |
ভর্তি নিয়ে মারপিট, আহত ৭ |
নিজস্ব সংবাদদাতা ² চুঁচুড়া |
কলেজে ভর্তির ফর্ম তোলা নিয়ে অভিযোগের জেরে টিএমসিপি এবং এসএফআই সমর্থকদের মধ্যে মারপিট বাধল উত্তরপাড়া প্যারীমোহন কলেজে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় দু’পক্ষের দুই ছাত্রী-সহ ৭ জন আহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রতিবাদে এসএফআই সমর্থকেরা এ দিন দুপুরে উত্তরপাড়া থানার সামনে জিটি রোড অবরোধ শুরু করেন। আহতদের মধ্যে ৫ জনকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রের খবর, এ দিন দুপুরে টিএমসিপির তরফে অভিযোগে তোলা হয়, কলেজ কর্তৃপক্ষ পিছনের দরজা দিয়ে এসএফআই সমর্থকদের হাতে ফর্ম পৌঁছে দিয়েছেন। |
|
সংঘর্ষের পরে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে সিপিএম সমর্থক। |
ছাত্রছাত্রীদের মধ্যে বেছে বেছে সে সব ফর্ম বিলি করা হচ্ছে। তার ফলে প্রকৃতই যে সব ছাত্রছাত্রীরা দূর-দূরান্ত থেকে এসে কলেজে ফর্ম তোলার লাইনে দাঁড়াচ্ছেন, তাঁরা ফর্ম পাবেন না। এই অভিযোগের সূত্র ধরেই হাতাহাতি শুরু হয় দু’পক্ষের। এসএফআইয়ের অভিযোগ, বহিরাগত তৃণমূল সমর্থকেরা কলেজে ঝামেলা পাকিয়েছে। এর আগেও ওই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। কলেজ কর্তৃপক্ষ দাবি করেছেন, সব কিছু নিয়মমাফিক চলছিল।
ওই ঘটনার পরই তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে দিলীপ যাদব-সহ কয়েকজন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। তাঁরা কলেজ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন, সব রকম স্বচ্ছতা বজায় রেখে ভর্তির বিষয়টিকে যেন গুরুত্ব দিয়ে দেখা হয়। |
|
আহত তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। |
ওই ঘটনার পরই গণ্ডগোলের আশঙ্কায় কলেজে পুলিশ পিকেট বসানো হয়। আহত ছাত্রছাত্রীদের উত্তরপাড়া হাসপাতালে দেখতে যান উত্তরপাড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক এবং জোনাল সম্পাদক জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়।
ফর্ম তোলার সময় অরঙ্গাবাদের ডিএন কলেজেও সংঘর্ষ হয়েছে। জখম হয়েছেন দু’জন। |
ছবি তুলেছেন প্রকাশ পাল। |
|